ETV Bharat / state

কেষ্টপুরে আগুনে পুড়ল 20টির বেশি দোকান, দুই দমকল কর্মী-সহ আহত 5 - সুজিত বসু

গভীর রাতে আগুনে পুড়ল কেষ্টপুরের শতরূপা পল্লির বাজার এলাকার একাধিক দোকান ৷ এলাকা সংকীর্ণ হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ৷ দমকলের 15 টি ইঞ্জিনের চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে ৷

আগুন
আগুন
author img

By

Published : Jul 25, 2021, 8:02 AM IST

Updated : Jul 25, 2021, 9:52 AM IST

কেষ্টপুর, 25 জুলাই : কেষ্টপুর খাল সংলগ্ন শতরূপা পল্লিতে কাঠের দোকানে প্রথম আগুন লাগে । তারপর তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে ৷ আগুন নেভানোর সময় আহত হন দুই দমকল কর্মী-সহ পাঁচজন ৷ ঘটনাস্থলে এসে পৌঁছান দমকল মন্ত্রী সুজিত বসু ৷

আহত এক ফার্নিচারের দোকানদার বিধান বৈদ্য জানান, গভীর রাতে হঠাৎ দেখি আগুন লেগেছে ৷ জিনিসপত্র বের করে আনার সময় দোকানে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয় ৷ সেই মুহূর্তে যারা লাফ দিয়ে পালিয়ে আসি তারা বেঁচে গিয়েছি ৷ যারা লাফ দিতে পারেনি তারা পুড়ে গিয়েছে ৷ চোখের সামনে দেখেছি দু'জন পুড়ে গিয়েছে ৷ দমকলবাহিনীর সঙ্গেই আমরা ছিলাম ৷ হয়ত ওরাও আহত হয়েছেন ৷ প্রায় 20 থেকে 25 টি দোকান পুড়ে গিয়েছে ৷ কীভাবে আগুন লাগল বুঝতে পারছি না ৷ কেউ লাগিয়ে দিয়ে থাকতে পারে ৷ আমার দোকানও পুড়ে ছাই হয়ে গিয়েছে ৷

কেষ্টপুরে আগুনে পুড়ল 20টির বেশি দোকান

আরও পড়ুন : Weather Forecast : রাজ্যজুড়ে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি

ঘটনাস্থলে পৌঁছে দমকল মন্ত্রী সুজিত বসু বলেন, "আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয় ৷ ঘটনাস্থলে দমকলের 15 টি ইঞ্জিন ও দু'টি রোবটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে ৷ 32 টি দোকানের মধ্যে 28 টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ এলাকার পাঁচজন আহত হয়েছেন ৷ আহত দু'জন দমকল কর্মীর মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ৷"

এলাকা সংকীর্ণ হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ৷ ঘটনার জেরে আতঙ্কে বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন এলাকাবাসীরা ৷

কেষ্টপুর, 25 জুলাই : কেষ্টপুর খাল সংলগ্ন শতরূপা পল্লিতে কাঠের দোকানে প্রথম আগুন লাগে । তারপর তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে ৷ আগুন নেভানোর সময় আহত হন দুই দমকল কর্মী-সহ পাঁচজন ৷ ঘটনাস্থলে এসে পৌঁছান দমকল মন্ত্রী সুজিত বসু ৷

আহত এক ফার্নিচারের দোকানদার বিধান বৈদ্য জানান, গভীর রাতে হঠাৎ দেখি আগুন লেগেছে ৷ জিনিসপত্র বের করে আনার সময় দোকানে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয় ৷ সেই মুহূর্তে যারা লাফ দিয়ে পালিয়ে আসি তারা বেঁচে গিয়েছি ৷ যারা লাফ দিতে পারেনি তারা পুড়ে গিয়েছে ৷ চোখের সামনে দেখেছি দু'জন পুড়ে গিয়েছে ৷ দমকলবাহিনীর সঙ্গেই আমরা ছিলাম ৷ হয়ত ওরাও আহত হয়েছেন ৷ প্রায় 20 থেকে 25 টি দোকান পুড়ে গিয়েছে ৷ কীভাবে আগুন লাগল বুঝতে পারছি না ৷ কেউ লাগিয়ে দিয়ে থাকতে পারে ৷ আমার দোকানও পুড়ে ছাই হয়ে গিয়েছে ৷

কেষ্টপুরে আগুনে পুড়ল 20টির বেশি দোকান

আরও পড়ুন : Weather Forecast : রাজ্যজুড়ে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি

ঘটনাস্থলে পৌঁছে দমকল মন্ত্রী সুজিত বসু বলেন, "আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয় ৷ ঘটনাস্থলে দমকলের 15 টি ইঞ্জিন ও দু'টি রোবটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে ৷ 32 টি দোকানের মধ্যে 28 টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ এলাকার পাঁচজন আহত হয়েছেন ৷ আহত দু'জন দমকল কর্মীর মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ৷"

এলাকা সংকীর্ণ হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ৷ ঘটনার জেরে আতঙ্কে বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন এলাকাবাসীরা ৷

Last Updated : Jul 25, 2021, 9:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.