বারাসত, 20 অক্টোবর : রেললাইনের ওপর দশ চাকার ট্রেলার বিকল হওয়ার জেরে বন্ধ থাকল শিয়ালদা-বনগাঁ শাখার ডাউন লাইনে ট্রেন চলাচল ৷ প্রায় চার ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয় ৷ যার জেরে ভোগান্তিতে পড়েন যাত্রীরা ৷ আজ ছুটির দিন হওয়ায় যাত্রী সংখ্যা কিছুটা কম হয়েছে ৷
বারাসত 11 নম্বর রেলগেট সংলগ্ন রেললাইনের উপর সকালে হঠাৎই বিকল হয়ে পড়ে একটি পাথর বোঝাই ট্রেলার ৷ যার জেরে বন্ধ হয়ে যায় ডাউন লাইনে ট্রেন চলাচল ৷ আপ লাইনের ট্রেনগুলি ধীরে ধীরে পাশ করানো হয় ৷ স্থানীয়দের অভিযোগ, ওভার লোডিং-এর কারণেই বিকল হয়ে পড়ে ট্রেলারটি ৷ প্রায় আড়াই ঘণ্টা পর ক্রেনের সাহায্যে ট্রেলার থেকে পাথর নামানোর কাজ শুরু করে রেল ও স্থানীয় পুলিশ প্রশাসন ৷ ভার কমিয়ে ট্রেলারটিকে রেল লাইনের উপর থেকে সরানো হয় ৷ প্রথমে ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয় ৷
উল্লেখ্য, দিন কয়েক আগেই এই 11 নম্বর রেলগেট সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়কেই পরপর দু'টি ট্রাক বিকল হয়ে যাওয়ায় ভোগান্তির মুখে পড়তে হয়েছিল সাধারণ মানুষকে ৷ সে সময়ও গাড়ি দু'টিতে ওভার লোডিংয়ের অভিযোগ উঠেছিল ৷ আজও সেই ওভার লোডিংয়ের কারণে ট্রেলার বিকল হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয়রা ৷