ETV Bharat / state

"পারলে বাজার থেকে মাছ কিনে পৌঁছে দেন", উপাচার্যদের কটাক্ষ সায়ন্তনের

"রাজ্যের অধিকাংশ উপাচার্য পারলে বাজার থেকে মাছটা কিনে পৌঁছে দেন তৃণমূল নেতাদের বাড়িতে ।" ফের আক্রমণ করলেন BJP নেতা সায়ন্তন বসু ।

সায়ন্তন বসু
সায়ন্তন বসু
author img

By

Published : Aug 31, 2020, 6:29 AM IST

মধ্যমগ্রাম, 30 অগাস্ট : ফের রাজ্যের উপাচার্যদের আক্রমণ করলেন BJP নেতা সায়ন্তন বসু । আজ মধ্যমগ্রামের পূর্ব উদয়রাজপুরে তিনি বলেন, "পশ্চিমবঙ্গের অধিকাংশ উপাচার্য পারলে বাজার থেকে মাছটা কিনে পৌঁছে দেন তৃণমূল নেতাদের বাড়িতে । তারপর উপাচার্যগিরি করেন ।"

শনিবার হুগলির শেওড়াফুলিতে দলীয় এক কর্মসূচিতে যোগ দিয়ে জাতীয় শিক্ষা নীতির পরিবর্তন নিয়ে সমালোচনা প্রসঙ্গে বলতে গিয়ে সায়ন্তনবাবু বলেছিলেন,"যাঁরা সমালোচনা করছেন তাঁরা কারা ? পশ্চিমবঙ্গের অধিকাংশ উপাচার্য তৃনমূল নেতাদের বাড়িতে গৃহভৃত্যের কাজ করেন । জামা-কাপড় ধুয়ে দেন তৃণমূল নেতাদের । সেই জন্যই তাঁরা উপাচার্য হয়েছেন ।"

কী বলছেন সায়ন্তন বসু ?

আরও পড়ুন : "রাজ্যের অধিকাংশ উপাচার্য তৃণমূলের গৃহভৃত্য ", কটাক্ষ সায়ন্তনের

গতকালের মন্তব্যে অনড় থেকে আজ আরও একধাপ এগিয়ে তিনি বলেন,"গতকাল জামাকাপড় ধুয়ে দেওয়ার কথা বলেছিলাম । আজ বলছি পশ্চিমবঙ্গের অধিকাংশ উপাচার্য পারলে বাজার থেকে মাছটা কিনে পৌঁছে দেন তৃনমূল নেতাদের বাড়িতে।"

মধ্যমগ্রাম, 30 অগাস্ট : ফের রাজ্যের উপাচার্যদের আক্রমণ করলেন BJP নেতা সায়ন্তন বসু । আজ মধ্যমগ্রামের পূর্ব উদয়রাজপুরে তিনি বলেন, "পশ্চিমবঙ্গের অধিকাংশ উপাচার্য পারলে বাজার থেকে মাছটা কিনে পৌঁছে দেন তৃণমূল নেতাদের বাড়িতে । তারপর উপাচার্যগিরি করেন ।"

শনিবার হুগলির শেওড়াফুলিতে দলীয় এক কর্মসূচিতে যোগ দিয়ে জাতীয় শিক্ষা নীতির পরিবর্তন নিয়ে সমালোচনা প্রসঙ্গে বলতে গিয়ে সায়ন্তনবাবু বলেছিলেন,"যাঁরা সমালোচনা করছেন তাঁরা কারা ? পশ্চিমবঙ্গের অধিকাংশ উপাচার্য তৃনমূল নেতাদের বাড়িতে গৃহভৃত্যের কাজ করেন । জামা-কাপড় ধুয়ে দেন তৃণমূল নেতাদের । সেই জন্যই তাঁরা উপাচার্য হয়েছেন ।"

কী বলছেন সায়ন্তন বসু ?

আরও পড়ুন : "রাজ্যের অধিকাংশ উপাচার্য তৃণমূলের গৃহভৃত্য ", কটাক্ষ সায়ন্তনের

গতকালের মন্তব্যে অনড় থেকে আজ আরও একধাপ এগিয়ে তিনি বলেন,"গতকাল জামাকাপড় ধুয়ে দেওয়ার কথা বলেছিলাম । আজ বলছি পশ্চিমবঙ্গের অধিকাংশ উপাচার্য পারলে বাজার থেকে মাছটা কিনে পৌঁছে দেন তৃনমূল নেতাদের বাড়িতে।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.