মধ্যমগ্রাম, 30 অগাস্ট : ফের রাজ্যের উপাচার্যদের আক্রমণ করলেন BJP নেতা সায়ন্তন বসু । আজ মধ্যমগ্রামের পূর্ব উদয়রাজপুরে তিনি বলেন, "পশ্চিমবঙ্গের অধিকাংশ উপাচার্য পারলে বাজার থেকে মাছটা কিনে পৌঁছে দেন তৃণমূল নেতাদের বাড়িতে । তারপর উপাচার্যগিরি করেন ।"
শনিবার হুগলির শেওড়াফুলিতে দলীয় এক কর্মসূচিতে যোগ দিয়ে জাতীয় শিক্ষা নীতির পরিবর্তন নিয়ে সমালোচনা প্রসঙ্গে বলতে গিয়ে সায়ন্তনবাবু বলেছিলেন,"যাঁরা সমালোচনা করছেন তাঁরা কারা ? পশ্চিমবঙ্গের অধিকাংশ উপাচার্য তৃনমূল নেতাদের বাড়িতে গৃহভৃত্যের কাজ করেন । জামা-কাপড় ধুয়ে দেন তৃণমূল নেতাদের । সেই জন্যই তাঁরা উপাচার্য হয়েছেন ।"
আরও পড়ুন : "রাজ্যের অধিকাংশ উপাচার্য তৃণমূলের গৃহভৃত্য ", কটাক্ষ সায়ন্তনের
গতকালের মন্তব্যে অনড় থেকে আজ আরও একধাপ এগিয়ে তিনি বলেন,"গতকাল জামাকাপড় ধুয়ে দেওয়ার কথা বলেছিলাম । আজ বলছি পশ্চিমবঙ্গের অধিকাংশ উপাচার্য পারলে বাজার থেকে মাছটা কিনে পৌঁছে দেন তৃনমূল নেতাদের বাড়িতে।"