বারাসত , 18 মে : করোনা সংক্রমিতদের সহায় হল জেলা পুলিশ প্রশাসন ৷ চালু করা হল নয়া অ্যাপ 'সহায়' ৷ অ্যাপে দেওয়া হেল্পলাইন নম্বরে ফোন করলেই যাবতীয় পরিষেবা পৌঁছে যাবে সংক্রমিতের বাড়ির দোড়গড়ায় ৷
সোমবার বারাসতে পুলিশ সুপারের দফতরে এই সরকারি অ্যাপের সূচনা করেন জেলাশাসক সুমিত গুপ্তা । এদিন অনুষ্ঠানে হাজির ছিলেন বারাসত জেলার পুলিশ সুপার রাজ নারায়ণ মুখোপাধ্যায় ও অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর সহ জেলা পুলিশ কর্তারা ।
উত্তর 24 পরগনায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ ক্রমেই ভয়ঙ্কর আকার ধারণ করছে করোনা পরিস্থিতি ৷ লম্বা হচ্ছে মৃত্যুর তালিকাও ।
![covid 19 and sahay](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-n24-04-coronaappbydistrictpoliceadministration-vis-byte-raju-10009_17052021195719_1705f_1621261639_957.jpg)
আরও পড়ুন : কল্যাণের কোন পাঁচ যুক্তিতে জামিন ফিরহাদ-সুব্রতদের
এই পরিস্থিতি মোকাবিলায় কার্যত বদ্ধ পরিকর বারাসত পুলিশ প্রশাসন ৷ চালু করলেন নতুন অ্যাপ 'সহায়' ৷ অ্যাপের হেল্পলাইন নম্বরে ফোন করলেই রোগী বা রোগীর পরিবার পেয়ে যাবেন চিকিৎসা পরিষেবা থেকে দেহ সৎকারের পরিষেবা সবকিছুই ৷
এবিষয়ে বারাসত জেলার পুলিশ সুপার রাজ নারায়ণ মুখোপাধ্যায় বলেন,"সাধারণ মানুষকে অবগত করতে ফ্লেক্স,ব্যানার দিয়ে প্রচার করার জোর দেওয়া হয়েছে । যাতে মানুষ খুব সহজেই এই অ্যাপ সম্পর্কে জানতে পারেন । অ্যাপের হেল্পলাইন নম্বর 24 ঘণ্টাই খোলা থাকবে । মানুষের কাছে যাতে পরিষেবা পৌঁছে দেওয়া যায় ।"