ETV Bharat / state

ট্যাবলোর মাধ্যমে সামাজিক বার্তা বারাসাতের সাধারণতন্ত্রের অনুষ্ঠানে

author img

By

Published : Jan 26, 2020, 8:08 PM IST

জেলা প্রশাসনের উদ্যোগে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানের মূল আকর্ষণ "সেফফ ড্রাইভ সেভ লাইফ" এবং "জল ধরো জল ভরো "-এর ট্যাবলো। নজর কাড়ল বারাসাতবাসীর।

24 pargana
সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান

বারাসত, 26 জানুয়ারি : দেশজুড়ে পালিত হল ৭১ তম সাধারণতন্ত্র দিবস ৷ বাদ পড়েনি উত্তর ২৪ পরগনাও ৷ জেলা প্রশাসনের উদ্যোগে বারাসত কাছারি ময়দানে মহা সমারোহে পালিত হল সাধারণতন্ত্র দিবস । অনুষ্ঠানে অংশগ্রহণ করল জেলার বিভিন্ন প্রশাসনিক দপ্তরের দ্বারা পরিচালিত ট্যাবলো ৷ যার মাধ্যমে দেওয়া হল সমাজিক বার্তাও ৷ এবারে সবার নজর কাড়ল জেলা পুলিশের "সেফ ড্রাইভ সেভ লাইফ"-এর ট্যাবলোটি । ট্যাবলোর নামকরণ করা হয়েছে "সতর্কতাই সাবধান"। এছাড়াও সমান নজরে কেড়েছে বারাসত পৌরসভার "জল ধরো জল ভরো " ট্যাবলো ৷ আর একটি ট্যাবলো যার কথা না বলেই নয় সেটি হল জেলা গ্রামন্নোয়নের শাখা দ্বারা পরিবেশিত বাঙালিয়ানায় মোড়া ট্যাবলোটি ৷ অনুষ্ঠান উপলক্ষ্যে আজ জারি করা হয়েছিল কড়া নিরাপত্তা ৷

কীভাবে পালিত হল বারাসাতে সাধারণতন্ত্র দিবস ? দেখুন ভিডিয়োয়...


বারাসাতের কাছারি ময়দান ৷ চলছে 71 তম সাধারণতন্ত্রের অনুষ্ঠান ৷ পতাকা উত্তোলন করেন উত্তর ২৪ পরগনার জেলাশাসক চৈতালি চক্রবর্তী । এরপর তিনি হুডখোলা জিপে পুলিশের অভিবাদন গ্রহণ করেন ৷ প্যারেড ও ব্যান্ডের মাধ্যমে অভিবাদন জানানো হয় তাঁকে । শুরু হয় কুচকাওয়াজের অনুষ্ঠান ৷ তাতে অংশগ্রহণ করে জেলার সরকারি ও বেসরকারি স্কুলের ছাত্র-ছাত্রীরা৷ কুচকাওয়াজের পর শুরু হয় ট্যাবলোর মাধ্যমে বর্ণাঢ্য শোভাযাত্রা ৷ সবচেয়ে চমকপ্রদ ছিল জেলা পুলিশের ট্যাবলো "সতর্কতাই সাবধান"। এই ট্যাবলোতে অভিনীত হয় জীবনের ঝুঁকি নিয়ে বাইক চালালে কিংবা ট্র্যাফিক আইন না মানলে তার পরিণতি কী ভয়ঙ্কর হতে পারে ৷ এছাড়াও, জেলা গ্রামোন্নয়ন শাখার দ্বারা পরিচালিত বাঙালিয়ানায় মোড়া ট্যাবলোটিও ছিল অসাধারণ ৷ সার্ধশতবর্ষে পড়ল বারাসত পৌরসভার ৷ তাদের উদ্যোগে শোভাযাত্রায় নামে "জল ধরো জল ভরো" ট্যাবলো ৷ এই সবকটি ট্যাবলোই এক-একটি সামাজিক বার্তা বহন করছিল ৷ সমাজকে সুন্দর করে তুলতে যার প্রয়োজন প্রতুল ৷

সাধারণতন্ত্রের অনুষ্ঠানের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে জেলাশাসক চৈতালি চক্রবর্তী আজকের দিনের গুরুত্ব ও স্বাধীনতা সংগ্রামীদের আত্ম বলিদানের কথা তুলে ধরেন । স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতিকে পাথেয় করে দেশের সঙ্গে উত্তর ২৪ পরগনা জেলাও উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে চলেছে বলেও জানান তিনি । জেলার পুলিশ সুপার অতুল ভি ছাড়াও জেলা প্রশাসনের বিভিন্ন কর্তারাও হাজির ছিলেন এই অনুষ্ঠানে । তাই জেলা পুলিশের তরফে জারি হয়েছিল কড়া নিরাপত্তা ।

বারাসত, 26 জানুয়ারি : দেশজুড়ে পালিত হল ৭১ তম সাধারণতন্ত্র দিবস ৷ বাদ পড়েনি উত্তর ২৪ পরগনাও ৷ জেলা প্রশাসনের উদ্যোগে বারাসত কাছারি ময়দানে মহা সমারোহে পালিত হল সাধারণতন্ত্র দিবস । অনুষ্ঠানে অংশগ্রহণ করল জেলার বিভিন্ন প্রশাসনিক দপ্তরের দ্বারা পরিচালিত ট্যাবলো ৷ যার মাধ্যমে দেওয়া হল সমাজিক বার্তাও ৷ এবারে সবার নজর কাড়ল জেলা পুলিশের "সেফ ড্রাইভ সেভ লাইফ"-এর ট্যাবলোটি । ট্যাবলোর নামকরণ করা হয়েছে "সতর্কতাই সাবধান"। এছাড়াও সমান নজরে কেড়েছে বারাসত পৌরসভার "জল ধরো জল ভরো " ট্যাবলো ৷ আর একটি ট্যাবলো যার কথা না বলেই নয় সেটি হল জেলা গ্রামন্নোয়নের শাখা দ্বারা পরিবেশিত বাঙালিয়ানায় মোড়া ট্যাবলোটি ৷ অনুষ্ঠান উপলক্ষ্যে আজ জারি করা হয়েছিল কড়া নিরাপত্তা ৷

কীভাবে পালিত হল বারাসাতে সাধারণতন্ত্র দিবস ? দেখুন ভিডিয়োয়...


বারাসাতের কাছারি ময়দান ৷ চলছে 71 তম সাধারণতন্ত্রের অনুষ্ঠান ৷ পতাকা উত্তোলন করেন উত্তর ২৪ পরগনার জেলাশাসক চৈতালি চক্রবর্তী । এরপর তিনি হুডখোলা জিপে পুলিশের অভিবাদন গ্রহণ করেন ৷ প্যারেড ও ব্যান্ডের মাধ্যমে অভিবাদন জানানো হয় তাঁকে । শুরু হয় কুচকাওয়াজের অনুষ্ঠান ৷ তাতে অংশগ্রহণ করে জেলার সরকারি ও বেসরকারি স্কুলের ছাত্র-ছাত্রীরা৷ কুচকাওয়াজের পর শুরু হয় ট্যাবলোর মাধ্যমে বর্ণাঢ্য শোভাযাত্রা ৷ সবচেয়ে চমকপ্রদ ছিল জেলা পুলিশের ট্যাবলো "সতর্কতাই সাবধান"। এই ট্যাবলোতে অভিনীত হয় জীবনের ঝুঁকি নিয়ে বাইক চালালে কিংবা ট্র্যাফিক আইন না মানলে তার পরিণতি কী ভয়ঙ্কর হতে পারে ৷ এছাড়াও, জেলা গ্রামোন্নয়ন শাখার দ্বারা পরিচালিত বাঙালিয়ানায় মোড়া ট্যাবলোটিও ছিল অসাধারণ ৷ সার্ধশতবর্ষে পড়ল বারাসত পৌরসভার ৷ তাদের উদ্যোগে শোভাযাত্রায় নামে "জল ধরো জল ভরো" ট্যাবলো ৷ এই সবকটি ট্যাবলোই এক-একটি সামাজিক বার্তা বহন করছিল ৷ সমাজকে সুন্দর করে তুলতে যার প্রয়োজন প্রতুল ৷

সাধারণতন্ত্রের অনুষ্ঠানের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে জেলাশাসক চৈতালি চক্রবর্তী আজকের দিনের গুরুত্ব ও স্বাধীনতা সংগ্রামীদের আত্ম বলিদানের কথা তুলে ধরেন । স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতিকে পাথেয় করে দেশের সঙ্গে উত্তর ২৪ পরগনা জেলাও উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে চলেছে বলেও জানান তিনি । জেলার পুলিশ সুপার অতুল ভি ছাড়াও জেলা প্রশাসনের বিভিন্ন কর্তারাও হাজির ছিলেন এই অনুষ্ঠানে । তাই জেলা পুলিশের তরফে জারি হয়েছিল কড়া নিরাপত্তা ।

Intro:সারা দেশের সঙ্গে উত্তর ২৪ পরগনা জেলাতেও সাড়ম্বরে পালিত হল ৭১ তম প্রজাতন্ত্র দিবস।জেলা প্রশাসনের উদ্যোগে বারাসত কাছারি ময়দানে মহা সমারোহে পালন করা হয় এই প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান।যার মূল আকর্ষণ ছিল জেলা পুলিশের "সেভ ড্রাইভ সেভ লাইফ"-এর ট্যাবলো।সেখানে জীবনের ঝুঁকি নিয়ে বাইক চালালে কিংবা ট্রাফিক আইন না মানলে তার পরিণতি কি ভয়ংকর হতে পারে,তা তুলেধরা হয়েছে।ট্যাবলোর নাম দেওয়া হয়েছে "সতর্কতাই সাবধান"। Body:বারাসতঃসারা দেশের সঙ্গে উত্তর ২৪ পরগণা জেলাতেও সাড়ম্বরে পালিত হল ৭১ তম প্রজাতন্ত্র দিবস।জেলা প্রশাসনের উদ্যোগে বারাসত কাছারি ময়দানে মহা সমারোহে পালন করা হয় প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান।এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল জেলা পুলিশের "সেভ ড্রাইভ সেভ লাইফ"-এর ট্যাবলো।সেখানে জীবনের ঝুঁকি নিয়ে বাইক চালালে কিংবা ট্রাফিক আইন না মানলে তার পরিনতি কি হতে পারে,তা তুলে ধরা হয়েছে।ট্যাবলোর নাম দেওয়া হয়েছে "সতর্কতাই সাবধান"।এছাড়া,জেলা গ্রামোন্নয়ন শাখা,সার্ধশতবর্ষে বারাসত পৌরসভা,জল ধরো জল ভরো সহ প্রশাসনের বেশ কয়েকটি ট্যাবলো নজর কেড়েছে।অনুষ্ঠানের প্রথমেই জাতীয় পতাকা উত্তোলন করেন উত্তর ২৪ পরগনার জেলাশাসক চৈতালি চক্রবর্তী।এরপর,হুডখোলা জিপে পুলিশের অভিবাদন গ্রহণ করেন তিনি।প্যারেড ও ব্যান্ডের মাধ্যমে অভিবাদন জানানো হয় তাকে।তারপর,একে একে বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুলের ছাত্র-ছাত্রীরা কুচকাওয়াজে অংশগ্রহণ করেন।মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে জেলাশাসক চৈতালি চক্রবর্তী আজকের দিনের গুরুত্ব ও স্বাধীনতা সংগ্রামীদের আত্ম বলিদানের কথা তুলে ধরেন।তাদের স্মৃতিকে পাথেয় করে দেশের সঙ্গে উত্তর ২৪ পরগনা জেলাও উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে চলেছে বলেও জানান তিনি।জেলার পুলিশ সুপার অতুল ভি ছাড়াও জেলা প্রশাসনের বিভিন্ন কর্তারাও হাজির ছিলেন এই অনুষ্ঠানে। Conclusion:অনুষ্ঠান উপলক্ষে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল জেলা পুলিশের তরফে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.