ETV Bharat / state

একটি বোমা রক্তাক্ত করে দিল জন্মদিনের অনুষ্ঠান - tmc

গতকাল ভাটপাড়ায় বোমাবাজির ঘটনায় দু'জনের প্রাণহানি হয়েছে । সেই ঘটনার পর থেকে দু'চোখের পাতা এক করতে পারেননি এলাকার অনেকেই । তাঁদের একটাই প্রশ্ন, কী করব আমরা, কোথায় যাব ?

একটি বোমা রক্তাক্ত করে দিল জন্মদিনের অনুষ্ঠান
author img

By

Published : Jun 11, 2019, 1:22 PM IST

Updated : Jun 11, 2019, 4:19 PM IST

ব্যারাকপুর, 11 জুন : তখন ঘরে ভরতি লোক । ছেলের জন্মদিন বলে কথা !

সাধ্যমত আয়োজনও করেছিলেন মহম্মদ হালিম । তখন গরমের জন্য ঘরের বাইরে ছেলেকে নিয়ে বসেছিলেন মহম্মদ । হঠাৎ বিকট শব্দে সব যেন এলোমেলো হয়ে গেল । কিছু বোঝার আগে ফের আর একটা বোমা । বোমার আঘাতে ঘটনাস্থানেই মৃত্যু হয় মহম্মদের । গুরুতর জখম অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাঁর বিবি ।

গতকাল ভাটপাড়ায় বোমাবাজির ঘটনা প্রাণ কেড়েছে মহম্মদ মুস্তাক নামে আরও একজনের । সেই ঘটনার পর থেকে দু'চোখের পাতা এক করতে পারেননি এলাকার অনেকেই । তাঁদের একটাই প্রশ্ন, কী করব আমরা, কোথায় যাব ?

স্থানীয় যুবক মহম্মদ আনিসের বক্তব্য, "নির্বাচনের সময় থেকেই ঝামেলা চলছে । পাড়ার কয়েক জন এই সব ঝামেলা করছে । রাতের অন্ধকারে কী করে বুঝব কে এসে কী করছে ? পুলিশও ব্যবস্থা নিচ্ছে না ।"

অন্য এক স্থানীয়, মহম্মদ নাইমুদ্দিন জানালেন কী করে একটুর জন্য বেঁচেছিলেন । বললেন, "বসেছিলাম হালিমের সঙ্গে । তখন খাবার আনতে গেছিলাম । শুনলাম বোমার শব্দ। দৌড়ে এলাম । ফের একটি বোমা ফাটল । পুরো এলাকা অন্ধকার হয়ে গেল ।''

গতকালের হামলার ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । অভিযোগ দায়ের হয়েছে আরও 25 জনের বিরুদ্ধে ।

ব্যারাকপুর, 11 জুন : তখন ঘরে ভরতি লোক । ছেলের জন্মদিন বলে কথা !

সাধ্যমত আয়োজনও করেছিলেন মহম্মদ হালিম । তখন গরমের জন্য ঘরের বাইরে ছেলেকে নিয়ে বসেছিলেন মহম্মদ । হঠাৎ বিকট শব্দে সব যেন এলোমেলো হয়ে গেল । কিছু বোঝার আগে ফের আর একটা বোমা । বোমার আঘাতে ঘটনাস্থানেই মৃত্যু হয় মহম্মদের । গুরুতর জখম অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাঁর বিবি ।

গতকাল ভাটপাড়ায় বোমাবাজির ঘটনা প্রাণ কেড়েছে মহম্মদ মুস্তাক নামে আরও একজনের । সেই ঘটনার পর থেকে দু'চোখের পাতা এক করতে পারেননি এলাকার অনেকেই । তাঁদের একটাই প্রশ্ন, কী করব আমরা, কোথায় যাব ?

স্থানীয় যুবক মহম্মদ আনিসের বক্তব্য, "নির্বাচনের সময় থেকেই ঝামেলা চলছে । পাড়ার কয়েক জন এই সব ঝামেলা করছে । রাতের অন্ধকারে কী করে বুঝব কে এসে কী করছে ? পুলিশও ব্যবস্থা নিচ্ছে না ।"

অন্য এক স্থানীয়, মহম্মদ নাইমুদ্দিন জানালেন কী করে একটুর জন্য বেঁচেছিলেন । বললেন, "বসেছিলাম হালিমের সঙ্গে । তখন খাবার আনতে গেছিলাম । শুনলাম বোমার শব্দ। দৌড়ে এলাম । ফের একটি বোমা ফাটল । পুরো এলাকা অন্ধকার হয়ে গেল ।''

গতকালের হামলার ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । অভিযোগ দায়ের হয়েছে আরও 25 জনের বিরুদ্ধে ।

sample description
Last Updated : Jun 11, 2019, 4:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.