ETV Bharat / state

Panihati Fair Chaos : পানিহাটিতে দই-চিঁড়ে মেলায় দুর্ঘটনায় কাঠগড়ায় প্রশাসনের ভূমিকা - Questions over administration role in Panihati fair accident

506 বছরের পানিহাটিতে দই-চিঁড়ের মেলা দু'বছর বন্ধ থাকায় এবার মানুষের ঢল বেশি ছিল । আর সেই মেলায় ভিড়ের চাপে মারা গিয়েছেন চারজন । আহত হন 15 জন । তবে মেলা সামাল দিতে পারেনি প্রশাসন এমনটাই অভিযোগ করা হয়েছে (Administration Could Not Handle)।

Panihati Fair Chaos news
পানিহাটিতে দই-চিঁড়ের মেলা
author img

By

Published : Jun 12, 2022, 11:00 PM IST

পানিহাটি, 12 জুন : পানিহাটিতে দই-চিঁড়ের মেলা সামাল দিতে পারেনি প্রশাসন । সামনে আসছে এমই অভিযোগ (Questions over administration role in Panihati fair accident) । রবিবার পানিহাটি দই-চিঁড়ে মেলায় ভিড়ের চাপে প্রাণ হারিয়েছেন 4 জন, আহত 15 । এদের বয়স প্রত্যেকেরই প্রায় ষাটের ওপরে । তীব্র গরমের মধ্যে ভিড়ে ঠাসা এই পানিহাটির মেলা দুর্ঘটনার পর প্রশাসন আপাতত মন্দিরগুলো বন্ধ করে দিয়েছে । যদিও মেলা বন্ধ করেনি । 506 বছরের এই মেলা দু'বছর বন্ধ থাকায় এবার মানুষের ঢল বেশি ছিল । এই মেলায় দূর-দূরান্ত থেকে মানুষ এসেছে । আগে 2 থেকে 3 লক্ষ সমাগম হত । গত 2 বছর করোনার জন্য এবার তা বেড়ে হয়েছে 6-7 লক্ষ ৷ সেকারণে সামাল দিতে হিমসিম খেতে হয়েছে প্রশাসনকে । তার ওপর যে গরম পড়েছে তাতে সমস্যা আরও বাড়িয়েছে । পুলিশও যথার্থ দেওয়া হয়েছিল ।

আরও পড়ুন : Panihati Fair Chaos : পানিহাটিতে দই-চিঁড়ের মেলায় ভিড়ের চাপে মৃত 4, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

এই ঘটনার খবর পেয়ে মুখ্যমন্ত্রী সমবেদনা জানিয়ে টুইট করেন ৷ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন বনমন্ত্রী তথা জেলার পর্যবেক্ষক জ্যোতিপ্রিয় মল্লিক, দমদমের সাংসদ সৌগত রায়, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ ও ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি পার্থ ভৌমিক । ঘটনাস্থলে আসেন জেলাশাসক শরদ কুমার ত্রিবেদী, পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা, যুগ্ম কমিশনার ধ্রুবজ্যোতি প্রামাণিক ।

পানিহাটিতে দই-চিঁড়ের মেলা সামাল দিতে পারেনি প্রশাসন

পুলিশ প্রশাসন সর্বশক্তি দিয়ে নেমে পড়েন ঘটনা সামাল দিতে ৷ প্রথমে কয়েকটি মন্দির দর্শন বন্ধ করে দেওয়া হয় ৷ তখনও মেলা চালু ছিল ৷ পরবর্তীকালে সেই মেলা বন্ধ করে দেওয়া হয় কিন্তু দূরদূরান্ত থেকে যেহেতু দর্শনার্থীরা আসে সেহেতু সামাল দিতে তিন থেক চার ঘণ্টা সময় লেগে যায় । পানিহাটি পুরসভার তরফে জানানো হয়েছে 12টি ক্যাম্প করা হয়েছে । যারা ক্যাম্পে অসুস্থ হয়ে আসছেন তাঁদের প্রাথমিক চিকিৎসা করার পর হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে । মৃতদের ময়নাতদন্তের জন্য সাগরদত্ত হাসপাতালে পাঠানো হয়েছে ।

পানিহাটি, 12 জুন : পানিহাটিতে দই-চিঁড়ের মেলা সামাল দিতে পারেনি প্রশাসন । সামনে আসছে এমই অভিযোগ (Questions over administration role in Panihati fair accident) । রবিবার পানিহাটি দই-চিঁড়ে মেলায় ভিড়ের চাপে প্রাণ হারিয়েছেন 4 জন, আহত 15 । এদের বয়স প্রত্যেকেরই প্রায় ষাটের ওপরে । তীব্র গরমের মধ্যে ভিড়ে ঠাসা এই পানিহাটির মেলা দুর্ঘটনার পর প্রশাসন আপাতত মন্দিরগুলো বন্ধ করে দিয়েছে । যদিও মেলা বন্ধ করেনি । 506 বছরের এই মেলা দু'বছর বন্ধ থাকায় এবার মানুষের ঢল বেশি ছিল । এই মেলায় দূর-দূরান্ত থেকে মানুষ এসেছে । আগে 2 থেকে 3 লক্ষ সমাগম হত । গত 2 বছর করোনার জন্য এবার তা বেড়ে হয়েছে 6-7 লক্ষ ৷ সেকারণে সামাল দিতে হিমসিম খেতে হয়েছে প্রশাসনকে । তার ওপর যে গরম পড়েছে তাতে সমস্যা আরও বাড়িয়েছে । পুলিশও যথার্থ দেওয়া হয়েছিল ।

আরও পড়ুন : Panihati Fair Chaos : পানিহাটিতে দই-চিঁড়ের মেলায় ভিড়ের চাপে মৃত 4, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

এই ঘটনার খবর পেয়ে মুখ্যমন্ত্রী সমবেদনা জানিয়ে টুইট করেন ৷ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন বনমন্ত্রী তথা জেলার পর্যবেক্ষক জ্যোতিপ্রিয় মল্লিক, দমদমের সাংসদ সৌগত রায়, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ ও ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি পার্থ ভৌমিক । ঘটনাস্থলে আসেন জেলাশাসক শরদ কুমার ত্রিবেদী, পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা, যুগ্ম কমিশনার ধ্রুবজ্যোতি প্রামাণিক ।

পানিহাটিতে দই-চিঁড়ের মেলা সামাল দিতে পারেনি প্রশাসন

পুলিশ প্রশাসন সর্বশক্তি দিয়ে নেমে পড়েন ঘটনা সামাল দিতে ৷ প্রথমে কয়েকটি মন্দির দর্শন বন্ধ করে দেওয়া হয় ৷ তখনও মেলা চালু ছিল ৷ পরবর্তীকালে সেই মেলা বন্ধ করে দেওয়া হয় কিন্তু দূরদূরান্ত থেকে যেহেতু দর্শনার্থীরা আসে সেহেতু সামাল দিতে তিন থেক চার ঘণ্টা সময় লেগে যায় । পানিহাটি পুরসভার তরফে জানানো হয়েছে 12টি ক্যাম্প করা হয়েছে । যারা ক্যাম্পে অসুস্থ হয়ে আসছেন তাঁদের প্রাথমিক চিকিৎসা করার পর হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে । মৃতদের ময়নাতদন্তের জন্য সাগরদত্ত হাসপাতালে পাঠানো হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.