ETV Bharat / state

Protest of TMC Supporters : নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে দলীয় নেতার বিরুদ্ধে বিক্ষোভ তৃণমূল কর্মীদের

author img

By

Published : Jan 20, 2022, 10:14 PM IST

বাগদায় স্কুল পরিচালন কমিটিতে নিয়োগে দলীয় নেতার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ তৃণমূল সমর্থকদের (protest of TMC supporters against party leader)

Protest of TMC Supporters
দলীয় নেতার বিরুদ্ধে বিক্ষোভ তৃণমূল কর্মীদের

বাগদা, 20 জানুয়ারি : টাকার বিনিময়ে বিভিন্ন স্কুলের ম্যানেজিং কমিটিতে সদস্য নিয়োগ করেছেন তৃণমূলের ব্লক সভাপতি । এমনি অভিযোগ তুলে বৃহস্পতিবার রাস্তা অবরোধ করলেন ক্ষুব্ধ তৃণমূল কর্মী-সমর্থকরা (protest of TMC supporters against party leader) । বৃহস্পতিবার বেলা 11টা নাগাদ শতাধিক তৃণমূল কর্মী সমর্থক পোস্টার-ব্যানার পতাকা হাতে নিয়ে বাগদা-দত্তফুলিয়া সড়কের নলডুগারি বাজারে অবরোধ করেন । তাঁদের মূল অভিযোগ, বাগদা পশ্চিম ব্লকের সভাপতি অঘোরচন্দ্র হালদারের বিরুদ্ধে । যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অঘোরবাবু ।

অবরোধকারীরা জানিয়েছেন, দিন কয়েক আগে তাঁরা জানতে পারেন সিন্দ্রানি গ্রাম পঞ্চায়েত এলাকার সিন্দ্রানি সাবিত্রী উচ্চ বিদ্যালয়, চরমণ্ডল উচ্চ বিদ্যালয় ও পাথুরিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে দু'জন করে সরকারি প্রতিনিধি নিয়গ করা হয়েছে৷ তাঁদের নাম দিন দু'য়েক আগেই মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটেও আপলোড হয়েছে৷ বিক্ষোভকারীদের দাবি, সিন্দ্রানি গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের সঙ্গে আলোচনা না করেই এই সরকারি প্রতিনিধি নিয়োগ করেছেন অঘোরচন্দ্র হালদার । তাই তাঁকে অবিলম্বে বহিষ্কার করতে হবে এবং নতুন করে কমিটি নিয়োগ করতে হবে ।

আরও পড়ুন : সেতু পরিদর্শনে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে সাংসদ

এদিন প্রায় দেড় ঘণ্টা অবরোধ চালার পরে ঘটনাস্থলে আসেন সিন্দ্রানী অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন ঘোষ । তিনি আন্দোলনকারীদের সঙ্গে দেখা করে জানান জেলা সভাপতির সঙ্গে তাঁর কথা হয়েছে, এই বিষয় নিয়ে সন্ধ্যায় বৈঠকে বসবেন । এই আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা । তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে অঘোর চন্দ্র হালদার বলেন,"ওখানকার নেতৃত্ব আমাকে যে নাম দিয়েছে আমি সেগুলিই পাঠিয়ে দিয়েছি । কী পরিবর্তন হয়েছে, না হয়েছে তা বলতে পারব না । তবে বিষয়টি আমি জেলা নেতৃত্বকে জানিয়েছি ।"

বাগদা, 20 জানুয়ারি : টাকার বিনিময়ে বিভিন্ন স্কুলের ম্যানেজিং কমিটিতে সদস্য নিয়োগ করেছেন তৃণমূলের ব্লক সভাপতি । এমনি অভিযোগ তুলে বৃহস্পতিবার রাস্তা অবরোধ করলেন ক্ষুব্ধ তৃণমূল কর্মী-সমর্থকরা (protest of TMC supporters against party leader) । বৃহস্পতিবার বেলা 11টা নাগাদ শতাধিক তৃণমূল কর্মী সমর্থক পোস্টার-ব্যানার পতাকা হাতে নিয়ে বাগদা-দত্তফুলিয়া সড়কের নলডুগারি বাজারে অবরোধ করেন । তাঁদের মূল অভিযোগ, বাগদা পশ্চিম ব্লকের সভাপতি অঘোরচন্দ্র হালদারের বিরুদ্ধে । যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অঘোরবাবু ।

অবরোধকারীরা জানিয়েছেন, দিন কয়েক আগে তাঁরা জানতে পারেন সিন্দ্রানি গ্রাম পঞ্চায়েত এলাকার সিন্দ্রানি সাবিত্রী উচ্চ বিদ্যালয়, চরমণ্ডল উচ্চ বিদ্যালয় ও পাথুরিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে দু'জন করে সরকারি প্রতিনিধি নিয়গ করা হয়েছে৷ তাঁদের নাম দিন দু'য়েক আগেই মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটেও আপলোড হয়েছে৷ বিক্ষোভকারীদের দাবি, সিন্দ্রানি গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের সঙ্গে আলোচনা না করেই এই সরকারি প্রতিনিধি নিয়োগ করেছেন অঘোরচন্দ্র হালদার । তাই তাঁকে অবিলম্বে বহিষ্কার করতে হবে এবং নতুন করে কমিটি নিয়োগ করতে হবে ।

আরও পড়ুন : সেতু পরিদর্শনে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে সাংসদ

এদিন প্রায় দেড় ঘণ্টা অবরোধ চালার পরে ঘটনাস্থলে আসেন সিন্দ্রানী অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন ঘোষ । তিনি আন্দোলনকারীদের সঙ্গে দেখা করে জানান জেলা সভাপতির সঙ্গে তাঁর কথা হয়েছে, এই বিষয় নিয়ে সন্ধ্যায় বৈঠকে বসবেন । এই আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা । তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে অঘোর চন্দ্র হালদার বলেন,"ওখানকার নেতৃত্ব আমাকে যে নাম দিয়েছে আমি সেগুলিই পাঠিয়ে দিয়েছি । কী পরিবর্তন হয়েছে, না হয়েছে তা বলতে পারব না । তবে বিষয়টি আমি জেলা নেতৃত্বকে জানিয়েছি ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.