বারাসত, 11 নভেম্বর: স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) কার্ডে রোগী ভরতি না নেওয়া কিংবা রোগীর পরিবারের সঙ্গে দুর্ব্যবহার । এই ধরনের অভিযোগ উঠছিল আগেই । এবার পার্কিংয়ের নামে রোগীর পরিবারের কাছ থেকে জোর করে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে । যা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে উত্তর 24 পরগনা (North 24 Parganas) জেলার সদর শহর বারাসতে ।
কাঠগড়ায় বারাসতের (Barasat) সেই বেসরকারি হাসপাতাল (Private Hospital) । রীতিমতো বিল, কুপন ছাপিয়ে বাইক এবং চার চাকা গাড়ির থেকে টাকা তোলা হচ্ছে বলে অভিযোগ রোগীর পরিবারের । ঘটনাটি সামনে আসতেই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তাঁরা । ন্যূনতম পরিকাঠামো ছাড়াই হাসপাতাল ক্যাম্পাসে কিভাবে পার্কিংয়ের (Parking Fee) নামে রোগীর পরিবারের থেকে টাকা নেওয়া হচ্ছে, তা নিয়েই উঠেছে প্রশ্ন ! এক্ষেত্রে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও সরব হয়েছেন রোগীর পরিবার পরিজনেরা । যদিও, নিয়ম মেনেই পার্কিং গ্যারেজ তৈরি করে রোগীর পরিবারের থেকে গাড়ি বাবদ ন্যূনতম ফি নেওয়া হচ্ছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের ।
বারাসত রথতলা সংলগ্ন যশোর রোড়ের ঠিক পাশেই রয়েছে 'নারায়ণা মাল্টি স্পেশালিস্ট' নামে ওই বেসরকারি হাসপাতাল । হাসপাতালের বিরুদ্ধে অভিযোগের যেন অন্ত নেই! আর তা মুখ্যমন্ত্রীর স্বপ্নের স্বাস্থ্যসাথী কার্ডে রোগী ভরতি না নিয়ে ফিরিয়ে দেওয়া হোক । কিংবা চিকিৎসা বাবদ অতিরিক্ত বিল । এই ধরনের অভিযোগ হামেশাই উঠেছে বেসরকারি ওই হাসপাতালের বিরুদ্ধে । এই নিয়ে পৌরসভার কাছেও এসেছে অভিযোগ ।
কিন্তু, তারপরও পরিস্থিতির বদল ঘটেনি বলে অভিযোগ । তারই মধ্যে উঠল গুরুতর অভিযোগ । একেবারে হাসপাতাল ক্যাম্পাসে বেআইনিভাবে পার্কিং গ্যারেজ তৈরি করে তা থেকে টাকা তোলা হচ্ছে রোগীর পরিবারদের থেকে । এর জন্য আবার বেসরকারি সংস্থার কর্মীও নিয়োগ করা হয়েছে সেখানে ।
অভিযোগ, হাসপাতাল ক্যাম্পাসে গাড়ি নিয়ে কেউ প্রবেশ করলেই জোর করে তাঁদের পাঠিয়ে দেওয়া হচ্ছে পার্কিং গ্যারেজে । ইচ্ছা না থাকলেও রোগীর পরিবার নিরুপায় হয়েই সেই গ্যারেজে গাড়ি রাখতে বাধ্য হচ্ছেন । এভাবে জোর করে পার্কিংয়ের নামে গাড়ি বাবদ টাকা নেওয়ার ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে রোগীর পরিবার থেকে সাধারণ মানুষের মধ্যেও । তাঁরা চাইছেন, অবিলম্বে এই ধরনের অনৈতিক ঘটনা বন্ধ হোক ! এবং যারাই এই টাকা তোলার সঙ্গে জড়িত তাঁদের বিরুদ্ধে যেন আইনানুগ ব্যবস্থা নিক প্রশাসন । সেদিকেই এখন তাকিয়ে ভুক্তভোগীরা ।
এই বিষয়ে তন্ময় দে নামে এক রোগীর আত্মীয় বলেন, "আগে এখানে পার্কিংয়ের নামে কোনও টাকা নেওয়া হতো না । হঠাৎ দেখছি পার্কিং গ্যারেজ থেকে গাড়ি বাবদ 20 এবং 30 টাকা নেওয়া হচ্ছে । এটা কখনোই কাম্য নয় । সাধারণ মানুষ এখানে আসেন চিকিৎসা করাতে । সেখানেই কি না, এই অনৈতিক ঘটনা! এটা হাসপাতাল কর্তৃপক্ষের বোঝা উচিত ৷"
সন্তু মণ্ডল নামে অপর এক রোগীর আত্মীয় বলেন, "এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা হলেও কোনও লাভ হয়নি । উল্টে কর্তৃপক্ষের কাছ থেকে জুটেছে দুর্ব্যবহার । আমরা সাধারণ মানুষ। কষ্ট করেই এখানে চিকিৎসা করাতে হয় । তার ওপর যদি জোর করে পার্কিংয়ের নামে টাকা নেওয়া হয়, তাহলে আর কী বলব ?"
এদিকে, বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বারাসত পৌরসভার (Barasat Municipality) পৌরপারিষদ অভিজিৎ নাগ চৌধুরী । তাঁর কথায়, "বিষয়টি জানতাম না । সংবাদমাধ্যমের কাছ থেকেই জানতে পারলাম পার্কিংয়ের নামে টাকা তোলা হচ্ছে । এটা কখনোই উচিত নয় । বিষয়টি নিয়ে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে ৷"
অন্যদিকে, পার্কিং গ্যারেজের দায়িত্বে থাকা বেসরকারি সংস্থার এক কর্মী বলেন, "পদ্ধতি মেনেই তাঁদের এই পার্কিং গ্যারেজের বরাত দেওয়া হয়েছে । তাই তাঁরা গাড়ি বাবদ টাকা নিচ্ছেন ৷" যদিও দায়িত্বপ্রাপ্ত ওই কর্মী বেসরকারি সংস্থার কোনও পরিচয়পত্র দেখাতে পারেননি সংবাদমাধ্যমের কাছে ।
আরও পড়ুন: নামেই বিশ্রী, তবে এক চুমুকেই তৃপ্তি দেয় বিকাশের সুস্বাদু চা