ETV Bharat / state

Parking Fee: পার্কিং ফি নেওয়ার অভিযোগ বারাসতের বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে, খতিয়ে দেখার আশ্বাস পৌরসভার - পার্কিং

উত্তর 24 পরগনা জেলার সদর শহর বারাসতে একটি বেসরকারি হাসপাতাল (Private Hospital) পার্কিং ফি নিচ্ছে বলে অভিযোগ ৷ এই ক্ষুব্ধ রোগীর আত্মীয়রা ৷ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বারাসত পৌরসভা (Barasat Municipality) ৷

private-hospital-allegedly-collecting-parking-fee-from-patient-relatives-in-barasat
Parking Fee: পার্কিং ফি নেওয়ার অভিযোগ বারাসতের বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে, খতিয়ে দেখার আশ্বাস পৌরসভার
author img

By

Published : Nov 11, 2022, 5:04 PM IST

বারাসত, 11 নভেম্বর: স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) কার্ডে রোগী ভরতি না নেওয়া কিংবা রোগীর পরিবারের সঙ্গে দুর্ব্যবহার । এই ধরনের অভিযোগ উঠছিল আগেই । এবার পার্কিংয়ের নামে রোগীর পরিবারের কাছ থেকে জোর করে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে । যা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে উত্তর 24 পরগনা (North 24 Parganas) জেলার সদর শহর বারাসতে ।

কাঠগড়ায় বারাসতের (Barasat) সেই বেসরকারি হাসপাতাল (Private Hospital) । রীতিমতো বিল, কুপন ছাপিয়ে বাইক এবং চার চাকা গাড়ির থেকে টাকা তোলা হচ্ছে বলে অভিযোগ রোগীর পরিবারের । ঘটনাটি সামনে আসতেই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তাঁরা । ন্যূনতম পরিকাঠামো ছাড়াই হাসপাতাল ক‍্যাম্পাসে কিভাবে পার্কিংয়ের (Parking Fee) নামে রোগীর পরিবারের থেকে টাকা নেওয়া হচ্ছে, তা নিয়েই উঠেছে প্রশ্ন ! এক্ষেত্রে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও সরব হয়েছেন রোগীর পরিবার পরিজনেরা । যদিও, নিয়ম মেনেই পার্কিং গ‍্যারেজ তৈরি করে রোগীর পরিবারের থেকে গাড়ি বাবদ ন্যূনতম ফি নেওয়া হচ্ছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের ।

private-hospital-allegedly-collecting-parking-fee-from-patient-relatives-in-barasat
বেসরকারি হাসপাতালের পার্কিং

বারাসত রথতলা সংলগ্ন যশোর রোড়ের ঠিক পাশেই রয়েছে 'নারায়ণা মাল্টি স্পেশালিস্ট' নামে ওই বেসরকারি হাসপাতাল । হাসপাতালের বিরুদ্ধে অভিযোগের যেন অন্ত নেই! আর তা মুখ্যমন্ত্রীর স্বপ্নের স্বাস্থ্যসাথী কার্ডে রোগী ভরতি না নিয়ে ফিরিয়ে দেওয়া হোক । কিংবা চিকিৎসা বাবদ অতিরিক্ত বিল । এই ধরনের অভিযোগ হামেশাই উঠেছে বেসরকারি ওই হাসপাতালের বিরুদ্ধে । এই নিয়ে পৌরসভার কাছেও এসেছে অভিযোগ ।

কিন্তু, তারপরও পরিস্থিতির বদল ঘটেনি বলে অভিযোগ । তারই মধ্যে উঠল গুরুতর অভিযোগ । একেবারে হাসপাতাল ক‍্যাম্পাসে বেআইনিভাবে পার্কিং গ‍্যারেজ তৈরি করে তা থেকে টাকা তোলা হচ্ছে রোগীর পরিবারদের থেকে । এর জন্য আবার বেসরকারি সংস্থার কর্মীও নিয়োগ করা হয়েছে সেখানে ।

private-hospital-allegedly-collecting-parking-fee-from-patient-relatives-in-barasat
বেসরকারি হাসপাতালে পার্কিংয়ের কুপন

অভিযোগ, হাসপাতাল ক‍্যাম্পাসে গাড়ি নিয়ে কেউ প্রবেশ করলেই জোর করে তাঁদের পাঠিয়ে দেওয়া হচ্ছে পার্কিং গ্যারেজে । ইচ্ছা না থাকলেও রোগীর পরিবার নিরুপায় হয়েই সেই গ‍্যারেজে গাড়ি রাখতে বাধ্য হচ্ছেন । এভাবে জোর করে পার্কিংয়ের নামে গাড়ি বাবদ টাকা নেওয়ার ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে রোগীর পরিবার থেকে সাধারণ মানুষের মধ্যেও । তাঁরা চাইছেন, অবিলম্বে এই ধরনের অনৈতিক ঘটনা বন্ধ হোক ! এবং যারাই এই টাকা তোলার সঙ্গে জড়িত তাঁদের বিরুদ্ধে যেন আইনানুগ ব্যবস্থা নিক প্রশাসন । সেদিকেই এখন তাকিয়ে ভুক্তভোগীরা ।

এই বিষয়ে তন্ময় দে নামে এক রোগীর আত্মীয় বলেন, "আগে এখানে পার্কিংয়ের নামে কোনও টাকা নেওয়া হতো না । হঠাৎ দেখছি পার্কিং গ্যারেজ থেকে গাড়ি বাবদ 20 এবং 30 টাকা নেওয়া হচ্ছে । এটা কখনোই কাম‍্য নয় । সাধারণ মানুষ এখানে আসেন চিকিৎসা করাতে । সেখানেই কি না, এই অনৈতিক ঘটনা! এটা হাসপাতাল কর্তৃপক্ষের বোঝা উচিত ৷"

সন্তু মণ্ডল নামে অপর এক রোগীর আত্মীয় বলেন, "এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা হলেও কোনও লাভ হয়নি । উল্টে কর্তৃপক্ষের কাছ থেকে জুটেছে দুর্ব্যবহার । আমরা সাধারণ মানুষ। কষ্ট করেই এখানে চিকিৎসা করাতে হয় । তার ওপর যদি জোর করে পার্কিংয়ের নামে টাকা নেওয়া হয়, তাহলে আর কী বলব ?"

পার্কিং ফি নেওয়ার অভিযোগ বারাসতের বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে, খতিয়ে দেখার আশ্বাস পৌরসভার

এদিকে, বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বারাসত পৌরসভার (Barasat Municipality) পৌরপারিষদ অভিজিৎ নাগ চৌধুরী । তাঁর কথায়, "বিষয়টি জানতাম না । সংবাদমাধ্যমের কাছ থেকেই জানতে পারলাম পার্কিংয়ের নামে টাকা তোলা হচ্ছে । এটা কখনোই উচিত নয় । বিষয়টি নিয়ে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে ৷"

অন‍্যদিকে, পার্কিং গ‍্যারেজের দায়িত্বে থাকা বেসরকারি সংস্থার এক কর্মী বলেন, "পদ্ধতি মেনেই তাঁদের এই পার্কিং গ‍্যারেজের বরাত দেওয়া হয়েছে । তাই তাঁরা গাড়ি বাবদ টাকা নিচ্ছেন ৷" যদিও দায়িত্বপ্রাপ্ত ওই কর্মী বেসরকারি সংস্থার কোনও পরিচয়পত্র দেখাতে পারেননি সংবাদমাধ্যমের কাছে ।

আরও পড়ুন: নামেই বিশ্রী, তবে এক চুমুকেই তৃপ্তি দেয় বিকাশের সুস্বাদু চা

বারাসত, 11 নভেম্বর: স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) কার্ডে রোগী ভরতি না নেওয়া কিংবা রোগীর পরিবারের সঙ্গে দুর্ব্যবহার । এই ধরনের অভিযোগ উঠছিল আগেই । এবার পার্কিংয়ের নামে রোগীর পরিবারের কাছ থেকে জোর করে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে । যা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে উত্তর 24 পরগনা (North 24 Parganas) জেলার সদর শহর বারাসতে ।

কাঠগড়ায় বারাসতের (Barasat) সেই বেসরকারি হাসপাতাল (Private Hospital) । রীতিমতো বিল, কুপন ছাপিয়ে বাইক এবং চার চাকা গাড়ির থেকে টাকা তোলা হচ্ছে বলে অভিযোগ রোগীর পরিবারের । ঘটনাটি সামনে আসতেই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তাঁরা । ন্যূনতম পরিকাঠামো ছাড়াই হাসপাতাল ক‍্যাম্পাসে কিভাবে পার্কিংয়ের (Parking Fee) নামে রোগীর পরিবারের থেকে টাকা নেওয়া হচ্ছে, তা নিয়েই উঠেছে প্রশ্ন ! এক্ষেত্রে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও সরব হয়েছেন রোগীর পরিবার পরিজনেরা । যদিও, নিয়ম মেনেই পার্কিং গ‍্যারেজ তৈরি করে রোগীর পরিবারের থেকে গাড়ি বাবদ ন্যূনতম ফি নেওয়া হচ্ছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের ।

private-hospital-allegedly-collecting-parking-fee-from-patient-relatives-in-barasat
বেসরকারি হাসপাতালের পার্কিং

বারাসত রথতলা সংলগ্ন যশোর রোড়ের ঠিক পাশেই রয়েছে 'নারায়ণা মাল্টি স্পেশালিস্ট' নামে ওই বেসরকারি হাসপাতাল । হাসপাতালের বিরুদ্ধে অভিযোগের যেন অন্ত নেই! আর তা মুখ্যমন্ত্রীর স্বপ্নের স্বাস্থ্যসাথী কার্ডে রোগী ভরতি না নিয়ে ফিরিয়ে দেওয়া হোক । কিংবা চিকিৎসা বাবদ অতিরিক্ত বিল । এই ধরনের অভিযোগ হামেশাই উঠেছে বেসরকারি ওই হাসপাতালের বিরুদ্ধে । এই নিয়ে পৌরসভার কাছেও এসেছে অভিযোগ ।

কিন্তু, তারপরও পরিস্থিতির বদল ঘটেনি বলে অভিযোগ । তারই মধ্যে উঠল গুরুতর অভিযোগ । একেবারে হাসপাতাল ক‍্যাম্পাসে বেআইনিভাবে পার্কিং গ‍্যারেজ তৈরি করে তা থেকে টাকা তোলা হচ্ছে রোগীর পরিবারদের থেকে । এর জন্য আবার বেসরকারি সংস্থার কর্মীও নিয়োগ করা হয়েছে সেখানে ।

private-hospital-allegedly-collecting-parking-fee-from-patient-relatives-in-barasat
বেসরকারি হাসপাতালে পার্কিংয়ের কুপন

অভিযোগ, হাসপাতাল ক‍্যাম্পাসে গাড়ি নিয়ে কেউ প্রবেশ করলেই জোর করে তাঁদের পাঠিয়ে দেওয়া হচ্ছে পার্কিং গ্যারেজে । ইচ্ছা না থাকলেও রোগীর পরিবার নিরুপায় হয়েই সেই গ‍্যারেজে গাড়ি রাখতে বাধ্য হচ্ছেন । এভাবে জোর করে পার্কিংয়ের নামে গাড়ি বাবদ টাকা নেওয়ার ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে রোগীর পরিবার থেকে সাধারণ মানুষের মধ্যেও । তাঁরা চাইছেন, অবিলম্বে এই ধরনের অনৈতিক ঘটনা বন্ধ হোক ! এবং যারাই এই টাকা তোলার সঙ্গে জড়িত তাঁদের বিরুদ্ধে যেন আইনানুগ ব্যবস্থা নিক প্রশাসন । সেদিকেই এখন তাকিয়ে ভুক্তভোগীরা ।

এই বিষয়ে তন্ময় দে নামে এক রোগীর আত্মীয় বলেন, "আগে এখানে পার্কিংয়ের নামে কোনও টাকা নেওয়া হতো না । হঠাৎ দেখছি পার্কিং গ্যারেজ থেকে গাড়ি বাবদ 20 এবং 30 টাকা নেওয়া হচ্ছে । এটা কখনোই কাম‍্য নয় । সাধারণ মানুষ এখানে আসেন চিকিৎসা করাতে । সেখানেই কি না, এই অনৈতিক ঘটনা! এটা হাসপাতাল কর্তৃপক্ষের বোঝা উচিত ৷"

সন্তু মণ্ডল নামে অপর এক রোগীর আত্মীয় বলেন, "এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা হলেও কোনও লাভ হয়নি । উল্টে কর্তৃপক্ষের কাছ থেকে জুটেছে দুর্ব্যবহার । আমরা সাধারণ মানুষ। কষ্ট করেই এখানে চিকিৎসা করাতে হয় । তার ওপর যদি জোর করে পার্কিংয়ের নামে টাকা নেওয়া হয়, তাহলে আর কী বলব ?"

পার্কিং ফি নেওয়ার অভিযোগ বারাসতের বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে, খতিয়ে দেখার আশ্বাস পৌরসভার

এদিকে, বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বারাসত পৌরসভার (Barasat Municipality) পৌরপারিষদ অভিজিৎ নাগ চৌধুরী । তাঁর কথায়, "বিষয়টি জানতাম না । সংবাদমাধ্যমের কাছ থেকেই জানতে পারলাম পার্কিংয়ের নামে টাকা তোলা হচ্ছে । এটা কখনোই উচিত নয় । বিষয়টি নিয়ে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে ৷"

অন‍্যদিকে, পার্কিং গ‍্যারেজের দায়িত্বে থাকা বেসরকারি সংস্থার এক কর্মী বলেন, "পদ্ধতি মেনেই তাঁদের এই পার্কিং গ‍্যারেজের বরাত দেওয়া হয়েছে । তাই তাঁরা গাড়ি বাবদ টাকা নিচ্ছেন ৷" যদিও দায়িত্বপ্রাপ্ত ওই কর্মী বেসরকারি সংস্থার কোনও পরিচয়পত্র দেখাতে পারেননি সংবাদমাধ্যমের কাছে ।

আরও পড়ুন: নামেই বিশ্রী, তবে এক চুমুকেই তৃপ্তি দেয় বিকাশের সুস্বাদু চা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.