ঠাকুরনগর, 10 ফেব্রুয়ারি : ঠাকুরনগরে অমিত শাহের সভা নিয়ে সাজ সাজ রব ৷ চলছে শেষমুহূর্তের প্রস্তুতি ৷ ইতিমধ্যেই উত্তরবঙ্গের বহু মতুয়া ভক্ত ঠাকুরবাড়িতে পৌঁছে গিয়েছেন ৷ আগামীকাল শাহের সভার আগে আরও মানুষ এসে পৌঁছাবেন ৷
বৃহস্পতিবার ঠাকুরনগরে সভা করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । 30 জানুয়ারি তাঁর আসার কথা ছিল । কিন্তু দিল্লিতে বিস্ফোরণের জেরে সেই সভা বাতিল হয় । পূর্ব ঘোষিত সেই সভা করতেই স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন । সভায় সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে তিনি কোনও সদর্থক বার্তা দিতে পারেন বলেও মনে করা হচ্ছে । আগামীকাল ঠাকুরবাড়ি থেকে 500 মিটার দূরের একটি মাঠে হেলিকপ্টার থেকে নামবেন তিনি ৷ সেখানে হেলিপ্যাড তৈরি করা হয়েছে । আজ হেলিকপ্টার ট্রায়াল রান করা হয় ।
আরও পড়ুন : অমিত শাহের সভা থেকে নারায়ণী রেজিমেন্ট ঘোষণা হতে পারে : নিশীথ প্রামাণিক
পাশাপাশি ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তায় গোটা ঠাকুরবাড়ি ঘিরে ফেলা হয়েছে । জ্যামার কার বসানো হয়েছে । সভার শেষ মুহূর্তের প্রস্তুতি কাজ চলছে জোরকদমে। সভার মাঠে আপাতত সাধারণের প্রবেশ নিষেধ করা হয়েছে ।