মধ্যমগ্রাম, 14 জুলাই : 11 মাস আগে দোননগরের বাসিন্দা ইমান আলির মেয়ে পারভিনের (25) সঙ্গে নিকাহ হয়েছিল বীরপুরের সালাউদ্দিন আলির । সালাউদ্দিন পেশায় রঙের মিস্ত্রি । নিকাহতে মেয়ের বাড়ি থেকে দেওয়া হয়েছিল মোটা অঙ্কের টাকা । যৌতুক হিসেবে দেওয়া হয়েছিল অন্য জিনিসও । কিন্তু তাতেও খুশি হয়নি শ্বশুরবাড়ির লোকজন । দাবি ছিল, দিতে হবে আরও টাকা । কিন্তু, অতিরিক্ত টাকা পারভিনের বাবার বাড়ির পক্ষে দেওয়া সম্ভব ছিল না । আর এরপর থেকেই শুরু হয় পারভিনের উপর অত্যাচার । নিত্যদিন বাড়তেই থাকে শারীরিক ও মানসিক নির্যাতন । আট মাসের অন্তঃসত্ত্বাও ছিলেন পারভিন । কিন্তু, অত্যাচার কমেনি । বরং বেড়েছিল । গতকাল পারভিনের গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে । মধ্যমগ্রামের রোহন্ডা চণ্ডীগড় পঞ্চায়েতের বীরপুর এলাকার ঘটনা । ঘটনায় পারভিনের শওহর, শ্বশুর, শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে ।
অতিরিক্ত টাকা বাবার বাড়ি থেকে না আনতে প্রায়দিনই পারভিনকে গালমন্দ শুনতে হত শ্বশুরবাড়ির লোকদের থেকে । সম্প্রতি আবার মোটর সাইকেল কিনে দেওয়ার জন্য়ও চাপ দেওয়া হচ্ছিল । এই নিয়ে প্রায় ঝগড়া হত স্বামীর সঙ্গেও । গতরাতেও ঝগড়া হয় দম্পতির । অভিযোগ, অশান্তি চলাকালীন পারভিনের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় । এই কাজে সহযোগিতা করেন সালাউদ্দিনের আব্বা, আম্মিও । যুবতিকে ঘরের ভিতর জলন্ত অবস্থায় ফেলে রেখেই বাইরে থেকে দরজার ছিটকিনি লাগিয়ে চম্পট দেয় সালাউদ্দিন । পারভিনের চিৎকারে শুনে প্রতিবেশীরা এসে তাঁকে উদ্ধার করে । নিয়ে যাওয়া হয় বারাসত হাসপাতালে । হাসপাতালেই মৃত্যু হয় তাঁর ।
এই বিষয়ে মৃতার দাদা নজরুল আলি বলেন, "বিয়ের সময় দাবি মতো সমস্ত কিছুই দেওয়া হয়েছিল পাত্রকে । কিন্তু তারপরও অতিরিক্ত টাকা ও মোটর সাইকেলের জন্য বোনকে চাপ দিতে থাকে ওর শ্বশুরবাড়ির লোকজন । বিষয়টি আমাদের জানিয়েছিল বোন । আমরা গিয়ে বুঝিয়ে মিটমাটও করে দিয়ে এসেছিলাম । কিন্তু, তারপরও বোনের উপর অত্যাচার কমেনি । টাকা ও মোটর সাইকেল দিতে না পারায় ওরা বোনকে পুড়িয়ে মারল । ওদের কঠোর শাস্তি চাই।"
আজ দুপুরে শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে মধ্যমগ্রাম থানায় খুনের অভিযোগ দায়ের করেন মৃতের বাবা ইমান আলি । পারভিনের শ্বশুর সাবির আলি ও শাশুড়ি তসলিমা বিবিকে গ্রেপ্তার করা হয়েছে । পলাতক সালাউদ্দিন আলিকে গ্রেপ্তার করা হয় মধ্যমগ্রামে তার এক আত্মীয়ের বাড়ি থেকে। আগামীকাল তাদের বারাসত আদালতে তোলা হবে ।