হাড়োয়া, 30 জুন : পশু চিকিৎসা শিবিরকে কেন্দ্র করে তৃণমূল-BJP সংঘর্ষে উত্তপ্ত হাড়োয়া। মহিলা সহ মোট ২৯ জন সংঘর্ষে যখম হয়েছে । পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই নামানো হয়েছে RAF ৷ আজ উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার আটপুকুর পঞ্চায়েতের উচিলদহ কাছারিপাড়া গ্রামের ঘটনা। বসানো হয়েছে পুলিশ পিকেট।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আমফানের জেরে অসুস্থ হয়ে পড়া গৃহপালিত পশুদের জন্য উচিলদহ গ্রামে BJP কর্মীরা একটি পশু চিকিৎসা শিবির খুলেছিলেন। ওই শিবির করা নিয়ে তৃণমূল কর্মীরা আপত্তি জানায়। যা নিয়েই তৃণমূল-BJP দু'পক্ষের সমর্থকদের মধ্যে বাধে বচসা। তারপরই তা হাতাহাতি তে পরিণত হয় । তৃণমূলের অভিযোগ, BJP কর্মীরা লাঠি-বাঁশ নিয়ে তাদের উপর চড়াও হয়ে ৷ এই ঘটনায় তাদের ২০ জন কর্মী-সমর্থক জখম হয়েছেন। আহতদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক।
যদিও BJP কর্মীদের পালটা অভিযোগ, তারা পশু চিকিৎসা শিবির পরিচালনা করছিলেন। তৃণমূলের নেতা-কর্মীরা তাতে বাধা দেয়। প্রতিবাদ করতেই তাদের উপর লোহার রড, বাঁশ নিয়ে ঝাঁপিয়ে পড়ে। এই ঘটনায় মহিলা-সহ তাদের দলের নয়জন কর্মী জখম হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়েছে। দু'পক্ষই তরফেই হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
BJP-র মিনাখাঁ উত্তর মণ্ডলের সহ সভাপতি রাজা পাইক বলেন, "আমফানে বহু গৃহপালিত পশু অসুস্থ হয়ে পড়েছে। সেই সব পশুদের চিকিৎসার জন্য আমরা একটা ক্যাম্প করেছিলাম। তৃণমূল তা করতে দেয়নি। আমাদের উপর চড়াও হয়েছে। মারধর করেছে। ক্যাম্পে চিকিৎসা করাতে আসা হাঁস-মুরগি ও ছাগল লুঠপাট করে নিয়ে গিয়েছে ।"
যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷ তৃণমূলের আটপুকুরিয়ার যুব সভাপতি দীনেশ দাস বলেন, "কাউকে কিছু না বলে ওরা ক্যাম্প করছিল। আমরা শুধু জানতে গিয়েছিলাম কীসের ক্যাম্প হচ্ছে। কারা করছে । ওরা তাতেই ক্ষিপ্ত হয়ে গিয়ে আমাদের উপর চড়াও হয়। আমাদের কর্মীদের বাঁশ, লোহার রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে।" দু'পক্ষের মোট 20 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে । উত্তেজনা থাকায় ঘটনাস্থানে পুলিশ ও RAFমোতায়েন করা হয়েছে।