ব্যারাকপুর,১৫ নভেম্বর : BJP সাংসদ অর্জুন সিংয়ের জমিতে তল্লাশি চালাল পুলিশ । জগদ্দল থানার পুলিশ এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিশেষ দল এই তল্লাশি চালায়।। পুলিশের কাছে কোনও প্রয়োজনীয় নথি ছিল না বলে অভিযোগ । সাংসদ পুত্র ভাটপাড়ার বিধায়ক পবন সিংয়ের অভিযোগ, অযথা হয়রানি করছে পুলিশ। প্রয়োজনে আইনি পথে যাবেন বলেও জানান পবন।
পুলিশ সূত্রের খবর, বোমা ও প্রচুর পরিমাণে বিস্ফোরক মজুত রয়েছে অর্জুনের বাড়ির পাশে ফাঁকা জমিতে, এমনটাই খবর ছিল তাদের কাছে ৷ নথিপত্র ছাড়াই ব্যারাকপুর পুলিশ কমিশনার এর বিশেষ দলকে তল্লাশি করতে দেওয়া হয়। কিন্তু পুলিশ সেখান থেকে কিছুই পায়নি ।
সাংসদ অর্জুন সিং বাড়ি ছিলেন না। তিনি এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন। এই ঘটনায় ক্ষুব্ধ সাংসদ পুত্র ভাটপাড়ার বিধায়ক পবন সিং। তিনি জানান, অযথা হয়রানি করছে পুলিশ ।