ETV Bharat / state

চুরি যাওয়া সোনার গয়না উদ্ধার করল পুলিশ - Police recovered the stolen gold jewelery

1 অক্টোবর বনগাঁর কালুপুরের বাসিন্দা ফাল্গুনী বৈদ্যের বাড়ি থেকে একজোড়া সোনার দুল ও শাঁখা বাঁধানো চুরি যায়। তারপরই পুলিশের দারস্থ হয় ফাল্গুনী৷

পুলিশ
পুলিশ
author img

By

Published : Nov 24, 2020, 10:21 PM IST

বনগাঁ, 24 নভেম্বর : চুরি যাওয়া সোনার গয়না ও নগদ অর্থ উদ্ধার করল পুলিশ৷ উত্তর ২৪ পরগনার বনগাঁ থানা এলাকার ঘটনা৷ উদ্ধার হওয়া সামগ্রী গতকাল তার মালিকের হাতে তুলে দেয় বনগাঁ থানার IC মানস চৌধুরি৷ চুরি যাওয়া সামগ্রী ফেরত পেয়ে খুশি ফাল্গুনী বৈদ্য ও রতনলাল মণ্ডল।

পুলিশ জানিয়েছে, 1 অক্টোবর বনগাঁর কালুপুরের বাসিন্দা ফাল্গুনী বৈদ্যের বাড়ি থেকে একজোড়া সোনার দুল ও শাঁখা বাঁধানো চুরি যায়। তারপরই পুলিশের দারস্থ হয় ফাল্গুনী৷ ঘটনার তদন্তে নেমে বারাসত থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। পাশাপাশি উদ্ধার হয় চুরি যাওয়া সামগ্রী৷


এই ঘটনার পাশাপাশি 11 সেপ্টেম্বর বনগাঁর রামকৃষ্ণপল্লির রতনলাল মণ্ডলের বাড়িতেও চুরি হয়। থানার অভিযোগ কারার পরই বাড়ির পরিচারিকাকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার হয়েছে চুরি যাওয়া সোনার গয়না৷ যার বাজার মূল্য ৬৫ হাজার টাকা।

বনগাঁ, 24 নভেম্বর : চুরি যাওয়া সোনার গয়না ও নগদ অর্থ উদ্ধার করল পুলিশ৷ উত্তর ২৪ পরগনার বনগাঁ থানা এলাকার ঘটনা৷ উদ্ধার হওয়া সামগ্রী গতকাল তার মালিকের হাতে তুলে দেয় বনগাঁ থানার IC মানস চৌধুরি৷ চুরি যাওয়া সামগ্রী ফেরত পেয়ে খুশি ফাল্গুনী বৈদ্য ও রতনলাল মণ্ডল।

পুলিশ জানিয়েছে, 1 অক্টোবর বনগাঁর কালুপুরের বাসিন্দা ফাল্গুনী বৈদ্যের বাড়ি থেকে একজোড়া সোনার দুল ও শাঁখা বাঁধানো চুরি যায়। তারপরই পুলিশের দারস্থ হয় ফাল্গুনী৷ ঘটনার তদন্তে নেমে বারাসত থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। পাশাপাশি উদ্ধার হয় চুরি যাওয়া সামগ্রী৷


এই ঘটনার পাশাপাশি 11 সেপ্টেম্বর বনগাঁর রামকৃষ্ণপল্লির রতনলাল মণ্ডলের বাড়িতেও চুরি হয়। থানার অভিযোগ কারার পরই বাড়ির পরিচারিকাকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার হয়েছে চুরি যাওয়া সোনার গয়না৷ যার বাজার মূল্য ৬৫ হাজার টাকা।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.