ETV Bharat / state

এলাকায় বোমাবাজি করে যাচ্ছে তৃণমূলের দুষ্কৃতীরা, অভিযোগ শাসনবাসীর

স্থানীয়দের দাবি, এলাকায় আতঙ্ক ছড়াতে এই কাজ করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । একসময় ওই এলাকায় বাম নেতা মজিদ মাস্টারের আধিপত্য ছিল । এখন আধিপত্য বেড়েছে তৃণমূলের । তবে, সে জমিও ক্রমশ দখল করছে গেরুয়া শিবির ।

এলাকায় বোমাবাজি করে যাচ্ছে তৃণমূলের দুষ্কৃতীরা, অভিযোগ শাসনবাসীর
author img

By

Published : Jul 17, 2019, 6:16 PM IST

বারাসত, 17 জুলাই : সকালে এলাকা থেকে বোমা উদ্ধার হয়েছিল । এরপর ফের বোমাবাজি ও গুলি চলার ঘটনায় উত্তেজনা ছড়াল উত্তর 24 পরগনার শাসনের বাধা গ্রামে । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গতকাল হাড়োয়া খাল পেরিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমা ও বন্দুক নিয়ে কীর্তিপুর এক নম্বর পঞ্চায়েতে এলাকায় বোমা ও গুলি ছুড়তে শুরু করে । তবে, বোমা ও গুলিতে হতাহতের কোনও খবর নেই । এলাকায় চলছে পুলিশি টহল ।

স্থানীয়দের দাবি, এলাকায় আতঙ্ক ছড়াতে এই কাজ করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । একসময় ওই এলাকায় বাম নেতা মজিদ মাস্টারের আধিপত্য ছিল । এখন আধিপত্য বেড়েছে তৃণমূলের । তবে, সে জমিও ক্রমশ দখল করছে গেরুয়া শিবির । লোকসভা নির্বাচনে BJP ভালো ফল করতেই শাসকদলে ভাঙন শুরু হয়েছে । সম্প্রতি CPI(M) ও তৃণমূল ছেড়ে প্রায় দু'হাজার কর্মী-সমর্থক BJP-তে যোগ দিয়েছে । অভিযোগ, এরপর থেকেই যোগ দেওয়া BJP কর্মীদের বাড়িতে গিয়ে শাসানি ও হামলা করছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ।

এদিকে এই বোমাবাজির পর নতুন করে উত্তপ্ত হতে শুরু করে শাসন । এই বিষয়ে সদ্য BJP-তে যোগ দেওয়া সেকেন্দার আলি বলেন, "সোমবার BJP কর্মী নবকুমার পাত্রের উপর হামলা করা হয়, বন্দুকের বাঁট দিয়ে মেরে মাথা ফাটানো হয় । এরপর, গতকাল বিকালে বোমা ও বন্দুক নিয়ে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । বেশ কয়েক রাউন্ড গুলিও ছোড়ে তারা ।" তিনি আরও বলেন, "শাসনের তেহাটা, সর্দারহাটি, দেওপুকুর, সহরা এলাকার দুষ্কৃতীরা হাড়োয়া খাল পেরিয়ে বোমাবাজি করছে শাসনে । ওরা (তৃণমূল) আবার শাসনের কালো দিন ফিরিয়ে আনতে চাইছে ।"

যদিও, শাসনে কোন‌ও বোমা ও গুলি চালানোর ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন স্থানীয় তৃণমূল নেতা শম্ভু ঘোষ । তিনি বলেন, "গোটাটাই BJP-র চক্রান্ত । ওরাই সন্ত্রাস চালিয়ে আমাদের ঘাড়ে দোষ চাপাচ্ছে ।" এদিকে গুলি চালানোর কথা মানতে চায়নি পুলিশ‌ও । এবিষয়ে শাসন থানার পুলিশের বক্তব্য, "একটা গন্ডগোলের খবর পেয়ে আমরা সেখানে যাই । গুলির কোনও অস্তিত্ব পাওয়া যায়নি । পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ টহল দিচ্ছে এলাকায় ।"

বারাসত, 17 জুলাই : সকালে এলাকা থেকে বোমা উদ্ধার হয়েছিল । এরপর ফের বোমাবাজি ও গুলি চলার ঘটনায় উত্তেজনা ছড়াল উত্তর 24 পরগনার শাসনের বাধা গ্রামে । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গতকাল হাড়োয়া খাল পেরিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমা ও বন্দুক নিয়ে কীর্তিপুর এক নম্বর পঞ্চায়েতে এলাকায় বোমা ও গুলি ছুড়তে শুরু করে । তবে, বোমা ও গুলিতে হতাহতের কোনও খবর নেই । এলাকায় চলছে পুলিশি টহল ।

স্থানীয়দের দাবি, এলাকায় আতঙ্ক ছড়াতে এই কাজ করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । একসময় ওই এলাকায় বাম নেতা মজিদ মাস্টারের আধিপত্য ছিল । এখন আধিপত্য বেড়েছে তৃণমূলের । তবে, সে জমিও ক্রমশ দখল করছে গেরুয়া শিবির । লোকসভা নির্বাচনে BJP ভালো ফল করতেই শাসকদলে ভাঙন শুরু হয়েছে । সম্প্রতি CPI(M) ও তৃণমূল ছেড়ে প্রায় দু'হাজার কর্মী-সমর্থক BJP-তে যোগ দিয়েছে । অভিযোগ, এরপর থেকেই যোগ দেওয়া BJP কর্মীদের বাড়িতে গিয়ে শাসানি ও হামলা করছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ।

এদিকে এই বোমাবাজির পর নতুন করে উত্তপ্ত হতে শুরু করে শাসন । এই বিষয়ে সদ্য BJP-তে যোগ দেওয়া সেকেন্দার আলি বলেন, "সোমবার BJP কর্মী নবকুমার পাত্রের উপর হামলা করা হয়, বন্দুকের বাঁট দিয়ে মেরে মাথা ফাটানো হয় । এরপর, গতকাল বিকালে বোমা ও বন্দুক নিয়ে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । বেশ কয়েক রাউন্ড গুলিও ছোড়ে তারা ।" তিনি আরও বলেন, "শাসনের তেহাটা, সর্দারহাটি, দেওপুকুর, সহরা এলাকার দুষ্কৃতীরা হাড়োয়া খাল পেরিয়ে বোমাবাজি করছে শাসনে । ওরা (তৃণমূল) আবার শাসনের কালো দিন ফিরিয়ে আনতে চাইছে ।"

যদিও, শাসনে কোন‌ও বোমা ও গুলি চালানোর ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন স্থানীয় তৃণমূল নেতা শম্ভু ঘোষ । তিনি বলেন, "গোটাটাই BJP-র চক্রান্ত । ওরাই সন্ত্রাস চালিয়ে আমাদের ঘাড়ে দোষ চাপাচ্ছে ।" এদিকে গুলি চালানোর কথা মানতে চায়নি পুলিশ‌ও । এবিষয়ে শাসন থানার পুলিশের বক্তব্য, "একটা গন্ডগোলের খবর পেয়ে আমরা সেখানে যাই । গুলির কোনও অস্তিত্ব পাওয়া যায়নি । পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ টহল দিচ্ছে এলাকায় ।"

sample description

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.