ETV Bharat / state

সন্দেশখালিতে দুষ্কৃতীদের গুলিতে জখম 3 পুলিশকর্মী

সন্দেশখালির খুলনায় মাছের ভেড়ি নিয়ে দুই দুষ্কৃতী দলের মধ্যে সংঘর্ষ বাধে ৷ খবর পেয়ে গতরাতে অভিযান চালায় পুলিশ ৷ সেখানেই দুষ্কৃতীদের গুলিতে আক্রান্ত হন তিন পুলিশকর্মী ও এক স্থানীয় বাসিন্দা ৷

ছবি
author img

By

Published : Nov 2, 2019, 11:20 AM IST

Updated : Nov 3, 2019, 4:05 AM IST

সন্দেশখালি, 2 নভেম্বর : দুষ্কৃতী ধরতে গিয়ে আক্রান্ত হল পুলিশ । দুষ্কৃতীদের গুলিতে এক সাব ইনস্পেক্টর-সহ তিন পুলিশকর্মী ও এক স্থানীয় বাসিন্দা জখম হয়েছেন । উত্তর 24 পরগনার সন্দেশখালির খুলনার ঘটনা ।

কালীপুজোর অনু্ষ্ঠান নিয়ে দুই দুষ্কৃতী দলের মধ্যে সংঘর্ষ বাধে ৷ খবর পেয়ে গতরাতে SI অরিন্দম হালদারের নেতৃত্বে বেশ কয়েকজন পুলিশকর্মী খুলনা গ্রামে অভিযান চালায় ৷ হঠাৎই কয়েক রাউন্ড গুলি চলে দূর থেকে । দুষ্কৃতীদের গুলিতে জখম হন SI অরিন্দম হালদার সহ গ্রামীণ পুলিশ বিশ্বজিৎ মাইতি, সিভিক ভলান্টিয়ার বাবুসোনা সিং ও এক স্থানীয় বাসিন্দা ৷ SI অরিন্দম হালদার খুলনা হাসপাতালে চিকিৎসাধীন ৷ বাকি তিনজনকে কলকাতার এক নার্সিংহোমে ভরতি করা হয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, কেদার সর্দার ও বিধান সর্দার নামে দুই দুষ্কৃতী পুলিশের ওপর গুলি চালিয়েছে ।

আজ ভোররাতে আবার সেখানে অভিযান চালায় পুলিশ ৷ আগ্নেয়াস্ত্র-সহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে । তাদের নাম এখনও জানা যায়নি ৷ বসিরহাট পুলিশ জেলার সুপার কঙ্করপ্রসাদ বারুইর নেতৃত্বে পুলিশবাহিনী মোতায়েন রয়েছে এলাকায় ৷

সন্দেশখালি, 2 নভেম্বর : দুষ্কৃতী ধরতে গিয়ে আক্রান্ত হল পুলিশ । দুষ্কৃতীদের গুলিতে এক সাব ইনস্পেক্টর-সহ তিন পুলিশকর্মী ও এক স্থানীয় বাসিন্দা জখম হয়েছেন । উত্তর 24 পরগনার সন্দেশখালির খুলনার ঘটনা ।

কালীপুজোর অনু্ষ্ঠান নিয়ে দুই দুষ্কৃতী দলের মধ্যে সংঘর্ষ বাধে ৷ খবর পেয়ে গতরাতে SI অরিন্দম হালদারের নেতৃত্বে বেশ কয়েকজন পুলিশকর্মী খুলনা গ্রামে অভিযান চালায় ৷ হঠাৎই কয়েক রাউন্ড গুলি চলে দূর থেকে । দুষ্কৃতীদের গুলিতে জখম হন SI অরিন্দম হালদার সহ গ্রামীণ পুলিশ বিশ্বজিৎ মাইতি, সিভিক ভলান্টিয়ার বাবুসোনা সিং ও এক স্থানীয় বাসিন্দা ৷ SI অরিন্দম হালদার খুলনা হাসপাতালে চিকিৎসাধীন ৷ বাকি তিনজনকে কলকাতার এক নার্সিংহোমে ভরতি করা হয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, কেদার সর্দার ও বিধান সর্দার নামে দুই দুষ্কৃতী পুলিশের ওপর গুলি চালিয়েছে ।

আজ ভোররাতে আবার সেখানে অভিযান চালায় পুলিশ ৷ আগ্নেয়াস্ত্র-সহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে । তাদের নাম এখনও জানা যায়নি ৷ বসিরহাট পুলিশ জেলার সুপার কঙ্করপ্রসাদ বারুইর নেতৃত্বে পুলিশবাহিনী মোতায়েন রয়েছে এলাকায় ৷

Intro:পুলিশের ওপর দুষ্কৃতী দলের হামলা, গুলিবিদ্ধ পুলিশ আধিকারিক-সহ চারজন

সন্দেশখালিঃ দুষ্কৃতী ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ। দুষ্কৃতীদের ছোড়া গুলিতে এক সাব ইনস্পেক্টর-সহ তিন পুলিশকর্মী ও এক গ্রামবাসী গুলিবিদ্ধ। উত্তর 24 বসিরহাট মহকুমার সন্দেশখালির থানার খুলনা গ্রামের ঘটনা। শুক্রবার রাতে এসআই অরিন্দম হালদারের নেতৃত্বে বেশ কয়েকজন পুলিশকর্মী খুলনা গ্রামে দুষ্কৃতী ধরতে যান। হঠাৎ এই বেশ কয়েক রাউন্ড গুলি চলে দূর থেকে। দুষ্কৃতীদের ছোড়া গুলিতে জখম হয় চার পুলিশকর্মী। সাব ইনস্পেক্টর অরিন্দম হালদার গুলিতে জখম হয়। তাঁকে খুলনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি তিন জনের মধ্যে এক ভিলেজ পুলিশ বিশ্বজিৎ মাইতি ও সিভিক ভলেন্টিয়ার বাবুসোনা সিং ও আরও এক গ্রামবাসী জখম হয়েছেন। তাঁদের কলকাতায় বেসরকারি নার্সিং ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ আজ ভোররাতে সেখানে আবার অভিযান চালায়। দুই কুখ্যাত দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে। জানা গিয়েছে, কেদার সরদার ও বিধান সরদার নামে দুই দুষ্কৃতী পুলিশের ওপর আচমকাই গুলি চালিয়েছে। জেলার বিভিন্ন থানার পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার কংকর প্রসাদ বারুই নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী এলাকায় রয়েছে। Body:পুলিশের ওপর দুষ্কৃতী দলের হামলা, গুলিবিদ্ধ পুলিশ আধিকারিক-সহ চারজন

সন্দেশখালিঃ দুষ্কৃতী ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ। দুষ্কৃতীদের ছোড়া গুলিতে এক সাব ইনস্পেক্টর-সহ তিন পুলিশকর্মী ও এক গ্রামবাসী গুলিবিদ্ধ। উত্তর 24 বসিরহাট মহকুমার সন্দেশখালির থানার খুলনা গ্রামের ঘটনা। শুক্রবার রাতে এসআই অরিন্দম হালদারের নেতৃত্বে বেশ কয়েকজন পুলিশকর্মী খুলনা গ্রামে দুষ্কৃতী ধরতে যান। হঠাৎ এই বেশ কয়েক রাউন্ড গুলি চলে দূর থেকে। দুষ্কৃতীদের ছোড়া গুলিতে জখম হয় চার পুলিশকর্মী। সাব ইনস্পেক্টর অরিন্দম হালদার গুলিতে জখম হয়। তাঁকে খুলনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি তিন জনের মধ্যে এক ভিলেজ পুলিশ বিশ্বজিৎ মাইতি ও সিভিক ভলেন্টিয়ার বাবুসোনা সিং ও আরও এক গ্রামবাসী জখম হয়েছেন। তাঁদের কলকাতায় বেসরকারি নার্সিং ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ আজ ভোররাতে সেখানে আবার অভিযান চালায়। দুই কুখ্যাত দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে। জানা গিয়েছে, কেদার সরদার ও বিধান সরদার নামে দুই দুষ্কৃতী পুলিশের ওপর আচমকাই গুলি চালিয়েছে। জেলার বিভিন্ন থানার পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার কংকর প্রসাদ বারুই নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী এলাকায় রয়েছে। Conclusion:পুলিশের ওপর দুষ্কৃতী দলের হামলা, গুলিবিদ্ধ পুলিশ আধিকারিক-সহ চারজন

সন্দেশখালিঃ দুষ্কৃতী ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ। দুষ্কৃতীদের ছোড়া গুলিতে এক সাব ইনস্পেক্টর-সহ তিন পুলিশকর্মী ও এক গ্রামবাসী গুলিবিদ্ধ। উত্তর 24 বসিরহাট মহকুমার সন্দেশখালির থানার খুলনা গ্রামের ঘটনা। শুক্রবার রাতে এসআই অরিন্দম হালদারের নেতৃত্বে বেশ কয়েকজন পুলিশকর্মী খুলনা গ্রামে দুষ্কৃতী ধরতে যান। হঠাৎ এই বেশ কয়েক রাউন্ড গুলি চলে দূর থেকে। দুষ্কৃতীদের ছোড়া গুলিতে জখম হয় চার পুলিশকর্মী। সাব ইনস্পেক্টর অরিন্দম হালদার গুলিতে জখম হয়। তাঁকে খুলনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি তিন জনের মধ্যে এক ভিলেজ পুলিশ বিশ্বজিৎ মাইতি ও সিভিক ভলেন্টিয়ার বাবুসোনা সিং ও আরও এক গ্রামবাসী জখম হয়েছেন। তাঁদের কলকাতায় বেসরকারি নার্সিং ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ আজ ভোররাতে সেখানে আবার অভিযান চালায়। দুই কুখ্যাত দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে। জানা গিয়েছে, কেদার সরদার ও বিধান সরদার নামে দুই দুষ্কৃতী পুলিশের ওপর আচমকাই গুলি চালিয়েছে। জেলার বিভিন্ন থানার পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার কংকর প্রসাদ বারুই নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী এলাকায় রয়েছে।
Last Updated : Nov 3, 2019, 4:05 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.