ETV Bharat / state

Corona Vaccine : অশোকনগরে ভ্যাকসিনের দাবিতে রাস্তা অবরোধ, পুলিশের লাঠিচার্জ

অশোকনগরে করোনা ভ্য়াকসিনের প্রাপকদের উপর লাঠিচার্জ করল পুলিশ ৷ ভ্যাকসিন না পেয়ে তাঁরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন ৷ তখনই বিক্ষোভরত ওই ভ্যাকসিন প্রাপকদের উপর লাঠিচার্জ করে পুলিশ ৷ মহিলাদের উপরও লাজিচার্জ করতে দেখা যায় পুলিশকে ৷

অশোকনগরে ভ্যাকসিনের দাবিতে রাস্তা অবরোধ, পুলিশের লাঠিচার্জ
অশোকনগরে ভ্যাকসিনের দাবিতে রাস্তা অবরোধ, পুলিশের লাঠিচার্জ
author img

By

Published : Aug 5, 2021, 5:08 PM IST

Updated : Aug 5, 2021, 8:46 PM IST

অশোকনগর, 5 অগস্ট : কো-উইন অ্যাপে নাম নথিভুক্ত করা থাকলেও ভ্যাকসিন মিলছে না । ভ্যাকসিন দিতে অস্বীকার করছে স্বাস্থ্য কেন্দ্র । এই অভিযোগে অশোকনগর- নৈহাটি রাস্তা অবরোধ করেন ভ্যাকসিন প্রাপকরা ৷ বিক্ষোভকারীদের হটাতে লাঠিচার্জ করে পুলিশ ৷ মহিলাদের উপরও লাঠিচার্জ করতে দেখা যায় পুলিশকে ৷ আটক করা হয়েছে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে । বৃহস্পতিবার দুপুরের এই ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়ায় অশোকনগর 8 নম্বর মোড় এলাকায় ।

ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের জন্য অনলাইনে কো-উইন অ্যাপে নাম নথিভুক্ত করেছিল বারাসত-সহ আশপাশের এলাকার সাধারণ মানুষ । অশোকনগর মাতৃ সদনের পাশের অশোকনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে অ্যাপে তাঁদের ভ্যাকসিনেশন সেন্টার হিসাবে দেখানো হয় । এদিন সকালে সেখানে ভ্যাকসিন নিতে আসেন তাঁরা ।

বৃহস্পতিবার অশোকনগরে ভ্যাকসিনের দাবিতে রাস্তা অবরোধ করলে মহিলাদের উপরও লাঠিচার্জ করে পুলিশ ৷

অভিযোগ, স্বাস্থ্য কেন্দ্র থেকে তাঁদের জানানো হয় অনলাইনে অ্যাপে রেজিস্ট্রেশন তাঁরা মানেন না । অতএব, যাঁরা অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন তাঁদের এখান থেকে আজ ভ্যাকসিন দেওয়া হবে না । এই খবর চাউর হতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন ভ্যাকসিন নিতে আসা মানুষজন ৷ তাঁরা অশোকনগর- নৈহাটি রোড অবরোধ করেন । অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় । খবর পেয়ে ঘটনাস্থলে আসে অশোকনগর থানার পুলিশ । অবরোধকারীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে পুলিশ ৷ বিক্ষোভকারীদের হটানোর জন্য লাঠিচার্জ করে । মহিলাদের উপরও লাঠিচার্জ করতে দেখা যায় পুলিশকে ৷ বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটকও করছে অশোকনগর থানার পুলিশ ।

বিক্ষোভকারীদের দাবি, তাঁরা অনলাইনে ভ্যাকসিন নেওয়ার স্লট বুকিং করলে তাঁদের ভ্যাকসিনেশন সেন্টার হিসাবে অশোকনগর স্বাস্থ্য কেন্দ্রকে দেখায় । কিন্তু সেই স্বাস্থ্য কেন্দ্রে এই রেজিস্ট্রেশন মানতে চাইছে না । তাঁদের জায়গায় অন্য প্রাপকদের ফোন করে ডেকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে ৷

পৌরসভার সূত্রে জানানো হয়েছে, বৃহস্পতিবার মোট 200 জনকে ফোন করে ডাকা হয়েছে । যাঁদের ফোনে ডাকা হয়েছে শুধু তাঁরাই ভ্যাকসিন পাবেন ৷ অন্য কেউ নয় ৷

আরও পড়ুন : Murshidabad Accident : মুর্শিদাবাদে পথ দুর্ঘটনায় মৃত 4

অশোকনগর, 5 অগস্ট : কো-উইন অ্যাপে নাম নথিভুক্ত করা থাকলেও ভ্যাকসিন মিলছে না । ভ্যাকসিন দিতে অস্বীকার করছে স্বাস্থ্য কেন্দ্র । এই অভিযোগে অশোকনগর- নৈহাটি রাস্তা অবরোধ করেন ভ্যাকসিন প্রাপকরা ৷ বিক্ষোভকারীদের হটাতে লাঠিচার্জ করে পুলিশ ৷ মহিলাদের উপরও লাঠিচার্জ করতে দেখা যায় পুলিশকে ৷ আটক করা হয়েছে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে । বৃহস্পতিবার দুপুরের এই ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়ায় অশোকনগর 8 নম্বর মোড় এলাকায় ।

ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের জন্য অনলাইনে কো-উইন অ্যাপে নাম নথিভুক্ত করেছিল বারাসত-সহ আশপাশের এলাকার সাধারণ মানুষ । অশোকনগর মাতৃ সদনের পাশের অশোকনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে অ্যাপে তাঁদের ভ্যাকসিনেশন সেন্টার হিসাবে দেখানো হয় । এদিন সকালে সেখানে ভ্যাকসিন নিতে আসেন তাঁরা ।

বৃহস্পতিবার অশোকনগরে ভ্যাকসিনের দাবিতে রাস্তা অবরোধ করলে মহিলাদের উপরও লাঠিচার্জ করে পুলিশ ৷

অভিযোগ, স্বাস্থ্য কেন্দ্র থেকে তাঁদের জানানো হয় অনলাইনে অ্যাপে রেজিস্ট্রেশন তাঁরা মানেন না । অতএব, যাঁরা অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন তাঁদের এখান থেকে আজ ভ্যাকসিন দেওয়া হবে না । এই খবর চাউর হতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন ভ্যাকসিন নিতে আসা মানুষজন ৷ তাঁরা অশোকনগর- নৈহাটি রোড অবরোধ করেন । অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় । খবর পেয়ে ঘটনাস্থলে আসে অশোকনগর থানার পুলিশ । অবরোধকারীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে পুলিশ ৷ বিক্ষোভকারীদের হটানোর জন্য লাঠিচার্জ করে । মহিলাদের উপরও লাঠিচার্জ করতে দেখা যায় পুলিশকে ৷ বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটকও করছে অশোকনগর থানার পুলিশ ।

বিক্ষোভকারীদের দাবি, তাঁরা অনলাইনে ভ্যাকসিন নেওয়ার স্লট বুকিং করলে তাঁদের ভ্যাকসিনেশন সেন্টার হিসাবে অশোকনগর স্বাস্থ্য কেন্দ্রকে দেখায় । কিন্তু সেই স্বাস্থ্য কেন্দ্রে এই রেজিস্ট্রেশন মানতে চাইছে না । তাঁদের জায়গায় অন্য প্রাপকদের ফোন করে ডেকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে ৷

পৌরসভার সূত্রে জানানো হয়েছে, বৃহস্পতিবার মোট 200 জনকে ফোন করে ডাকা হয়েছে । যাঁদের ফোনে ডাকা হয়েছে শুধু তাঁরাই ভ্যাকসিন পাবেন ৷ অন্য কেউ নয় ৷

আরও পড়ুন : Murshidabad Accident : মুর্শিদাবাদে পথ দুর্ঘটনায় মৃত 4

Last Updated : Aug 5, 2021, 8:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.