ETV Bharat / state

গ্রেপ্তার নৈহাটির বাজি কারখানার বিস্ফোরক সরবরাহকারী - নৈহাটি দেবক গ্রামের বেআইনি বাজি তৈরির কারখানায় বিস্ফোরণ

দেবক গ্রামের বাজি কারখানায় বিস্ফোরক উদ্ধারের ঘটনায় আরও একধাপ এগোল পুলিশ ৷ গ্রেপ্তার বিস্ফোরক সরবরাহকারী মুন্না সাউ ৷

police arrest Munna
মুন্না সাউ
author img

By

Published : Jan 13, 2020, 5:28 PM IST

Updated : Jan 13, 2020, 5:59 PM IST

নৈহাটি, 13 জানুয়ারি : নৈহাটির দেবক গ্রামের বেআইনি বাজি তৈরির কারখানায় বিস্ফোরক সরবরাহকারী মুন্না সাউকে গ্রেপ্তার করল নৈহাটি থানার পুলিশ । তার বিরুদ্ধে রাজ্যের বেশ কয়েকটি নিষিদ্ধ শব্দবাজি কারখানায় বিস্ফোরক সরবরাহের অভিযোগ রয়েছে ৷

চলতি বছরের 3 জানুয়ারি বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে নৈহাটির দেবক গ্রাম ৷ বিস্ফোরণে মৃত্যু হয় ওই কারখানার পাঁচ শ্রমিকের । এরপর ওই কারখানার মালিক নুর হোসেন পালিয়ে যায় ৷ পরে তাকে গ্রেপ্তার করে নৈহাটি থানার পুলিশ ৷

নুর হোসেনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, মুন্না সাউয়ের নাম । জানা যায়, মুন্না রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাজি কারখানায় বিস্ফোরক সরবরাহ করে । দীর্ঘদিন ধরেই এই কাজ করছে সে ।

পুলিশের জালে নৈহাটির বাজি কারখানায় বিস্ফোরক সরবরাহকারী মুন্না

নুর হোসেনের কাছে তথ্য পেয়ে মুন্না সাউকে বিজপুরের বাগমোড় এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ । বাজি তৈরির মশলা ছাড়াও মুন্না আর কী কী ধরনের বিস্ফোরক সরবরাহ করত তা তদন্ত করে দেখছে পুলিশ ।

নৈহাটি, 13 জানুয়ারি : নৈহাটির দেবক গ্রামের বেআইনি বাজি তৈরির কারখানায় বিস্ফোরক সরবরাহকারী মুন্না সাউকে গ্রেপ্তার করল নৈহাটি থানার পুলিশ । তার বিরুদ্ধে রাজ্যের বেশ কয়েকটি নিষিদ্ধ শব্দবাজি কারখানায় বিস্ফোরক সরবরাহের অভিযোগ রয়েছে ৷

চলতি বছরের 3 জানুয়ারি বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে নৈহাটির দেবক গ্রাম ৷ বিস্ফোরণে মৃত্যু হয় ওই কারখানার পাঁচ শ্রমিকের । এরপর ওই কারখানার মালিক নুর হোসেন পালিয়ে যায় ৷ পরে তাকে গ্রেপ্তার করে নৈহাটি থানার পুলিশ ৷

নুর হোসেনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, মুন্না সাউয়ের নাম । জানা যায়, মুন্না রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাজি কারখানায় বিস্ফোরক সরবরাহ করে । দীর্ঘদিন ধরেই এই কাজ করছে সে ।

পুলিশের জালে নৈহাটির বাজি কারখানায় বিস্ফোরক সরবরাহকারী মুন্না

নুর হোসেনের কাছে তথ্য পেয়ে মুন্না সাউকে বিজপুরের বাগমোড় এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ । বাজি তৈরির মশলা ছাড়াও মুন্না আর কী কী ধরনের বিস্ফোরক সরবরাহ করত তা তদন্ত করে দেখছে পুলিশ ।

Intro:নৈহাটি দেবক গ্রামের বেআইনি বাজি তৈরির কারখানা সহ রাজ্যের বেশ কয়েকটি নিষিদ্ধ শব্দবাজি কারখানায় বিস্ফোরক সরবরাহকারী মূল পান্ডা মুন্না সাউ কে গ্রেপ্তার করেছে নৈহাটি থানার পুলিশ।
Body:নৈহাটি দেবক গ্রামের বেআইনি বাজি তৈরির কারখানা সহ রাজ্যের বেশ কয়েকটি নিষিদ্ধ শব্দবাজি কারখানায় বিস্ফোরক সরবরাহকারী মূল পান্ডা মুন্না সাউ কে গ্রেপ্তার করেছে নৈহাটি থানার পুলিশ।

নৈহাটি দেবক গ্রামে চলতি বছরের গত তিন জানুয়ারি ভয়াবহ বিস্ফোরনে কেঁপে ওঠে গোটা এলাকা। সেই বিস্ফোরনে মৃত্যু হয়েছে ঐ কারখানার পাঁচ শ্রমিকের। এরপর থেকেই ঐ কারখানার মালিক নুর হোসেন পলাতক থাকলেও পরবর্তী কালে নৈহাটি থানার পুলিশের হাতে ধরা পড়ে যায় সে। এই নূর হোসেন কে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে মুন্না সাউ এর নাম। মুন্নাই এই দেবক গ্রামেই নয় রাজ্যের বিভিন্ন প্রান্তে বাজি তৈরির সরঞ্জাম থেকে শুরু করে নানা বিস্ফোরক সরবরাহ করতো। দীর্ঘদিন ধরেই এই কাজ চালাচ্ছিল মুন্না। অবশেষে নূর হোসেনের তথ্যসূত্র ধরে মুন্না সাউ কে বীজপুর এর বাগমোড় এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। বাজি তৈরির মশলা ছাড়াও আর কি কি ধরনের বিস্ফোরক সরবরাহ করতো মুন্না তা তদন্ত করে দেখছে পুলিশ।Conclusion:
Last Updated : Jan 13, 2020, 5:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.