নৈহাটি, 13 জানুয়ারি : নৈহাটির দেবক গ্রামের বেআইনি বাজি তৈরির কারখানায় বিস্ফোরক সরবরাহকারী মুন্না সাউকে গ্রেপ্তার করল নৈহাটি থানার পুলিশ । তার বিরুদ্ধে রাজ্যের বেশ কয়েকটি নিষিদ্ধ শব্দবাজি কারখানায় বিস্ফোরক সরবরাহের অভিযোগ রয়েছে ৷
চলতি বছরের 3 জানুয়ারি বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে নৈহাটির দেবক গ্রাম ৷ বিস্ফোরণে মৃত্যু হয় ওই কারখানার পাঁচ শ্রমিকের । এরপর ওই কারখানার মালিক নুর হোসেন পালিয়ে যায় ৷ পরে তাকে গ্রেপ্তার করে নৈহাটি থানার পুলিশ ৷
নুর হোসেনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, মুন্না সাউয়ের নাম । জানা যায়, মুন্না রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাজি কারখানায় বিস্ফোরক সরবরাহ করে । দীর্ঘদিন ধরেই এই কাজ করছে সে ।
নুর হোসেনের কাছে তথ্য পেয়ে মুন্না সাউকে বিজপুরের বাগমোড় এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ । বাজি তৈরির মশলা ছাড়াও মুন্না আর কী কী ধরনের বিস্ফোরক সরবরাহ করত তা তদন্ত করে দেখছে পুলিশ ।