নোয়াপাড়া, 16 অগস্ট : ভুয়ো জীবনবিমা সংস্থার (Fake Life Insurance Company) নাম করে কল সেন্টার চালানো এবং প্রতারণার অভিযোগে নোয়াপাড়া থেকে 6 জনকে গ্রেফতার করল পুলিশ ৷ রবিবার নোয়াপাড়া থানা এলাকার পিনকল মোড়ের কাছে গোল্ডেন অ্যাপার্টমেন্ট থেকে ওই 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃতদের বিরুদ্ধে আবিবা জীবনবিমা সংস্থার নাম করে লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগ রয়েছে ৷ ধৃত ওই প্রতারকদের কাছ থেকে দু’টি ল্যাপটপ, 13টি কিপ্য়াড ফোন এবং 4টি স্মার্ট ফোন বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা ৷
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে নোয়াপাড়ার ওই অ্যাপার্টমেন্ট থেকে এই ভুয়ো জীবনবিমা সংস্থার নামে একটি কল সেন্টার চালাচ্ছিল অভিযুক্তরা ৷ এমনকি বহু মানুষের কাছ থেকে জীবনবিমা করানোর নাম করে টাকা তুলেছিল এই প্রতারকরা ৷ যার পরিমাণ কয়েক লাখ টাকা ৷ সম্প্রতি কয়েকজন প্রতারিত হওয়ার পর পুলিশে অভিযোগ জানায় ৷ তার ভিত্তিতেই তদন্ত শুরু করে নোয়াপাড়া থানার পুলিশ ৷ আজ নোয়াপাড়ার পিনকল মোড়ের কাছে ওই অ্যাপার্টমেন্ট থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে ৷
আরও পড়ুন : fake call center : ভুয়ো কল সেন্টার থেকে প্রতারণা, এক মহিলা-সহ গ্রেফতার 9
এই প্রতারণা চক্রের মূল পান্ডা রাজেশ পাণ্ডেকে আগেই ঘোলা থেকে গ্রেফতার করেছে পুলিশ ৷ আজ বাকি 5 জনকে গ্রেফতার করা হয় ৷ ধৃতদের নাম কৌশিক হালদার, রাজদীপ চৌধুরী, মনোজ সাহানি, ঋষভ চৌধুরী এবং মনোজ সাউ ৷ ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির 419, 420, 468, 471, 411, 379 ও 120বি ধারায় মামলা রুজু করেছে পুলিশ ৷ ধৃতদের আজ ব্যারাকপুর আদালতে তোলা হলে, বিচারক 10দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ৷