পেট্রাপোল, 4 জুলাই : বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের জন্য আম পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ বিশেষজ্ঞ মহলের ধারণা, বাংলাদেশের আম কোবিন্দ-মোদি-মমতাকে পাঠিয়ে সৌজন্যের বার্তা দিলেন হাসিনা ৷
রবিবার দুপুরে ভারত-বাংলাদেশ পেট্রাপোল সীমান্তে ভারতের আধিকারিকদের হাতে আম তুলে দেন বাংলাদেশের আধিকারিকরা । প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘদিনের নিবিড় সম্পর্ক । করোনা প্যানডেমিকের সময় ভ্যাকসিন দিয়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে ভারত । দু'দেশের সু-সম্পর্কে ফলে মাঝেমধ্যেই সৌজন্য বিনিময়ের প্রথা দীর্ঘদিনের । সে ভাষা দিবসের মিষ্টি বিনিময় হোক বা বাংলাদেশের পদ্মার ইলিশ এপার বাংলায় পাঠানো হোক । সেই প্রথা মেনে সৌজন্যের বার্তা দিতে আমের মরসুমে বাংলাদেশের রংপুরের বিখ্যাত হাড়িভাঙা আম রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে পাঠালেন সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
রবিবার দুপুরে 260টি কার্টুনে 2600 কেজি আম পাঠান তিনি । এদিন ভারত-বাংলাদেশের পেট্রাপোল বন্দর দিয়ে একটি লরিতে আম এসে পৌঁছায় ভারতে । বাংলাদেশের আধিকারিকরা সেই আম ভারতের হাতে তুলে দেন । এই আমগুলি এখান থেকে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে পৌঁছে যাবে ।
আরও পড়ুন : আমের মরশুম, ফজলি-লক্ষ্মণভোগের ডালি সাজিয়ে মোদি-শাহকে উপহার মমতার
বেনাপোল কাস্টমসে বাংলাদেশের ডেপুটি কমিশনার অনুপম চাকমা বলেন, " ভারত এবং বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক । আমাদের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে উপহারস্বরূপ আমাদের দেশীয় আম পাঠিয়েছেন । "