ETV Bharat / state

গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, বাধা পেয়ে গলায় ছুরির কোপ - গৃহবধূকে ধর্ষণের চেষ্টা প্রতিবেশি যুবকের

লক্ষীনারায়ণ কলোনির ওই গৃহবধূর স্বামী পেশায় জুটমিল কর্মী । স্বামী কাজে বের হওয়ার পর ওই মহিলা তাঁর মেয়েকে নিয়ে বাড়িতে একা ছিলেন । অভিযোগ, সেই সময় প্রতিবেশী বিশ্বজিৎ ঘরে ঢুকে মহিলাকে ধর্ষণের চেষ্টা করে । বাধা পেয়ে মহিলার গলায় ছুরির কোপ দেয় ।

Attempts to rape a housewife
গৃহবধূকে ধর্ষণের চেষ্টা প্রতিবেশি যুবকের
author img

By

Published : Jan 22, 2020, 8:48 PM IST

হালিশহর, 22 জানুয়ারি: গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করতে গিয়ে বাধা পেয়ে গলায় ছুরির কোপ দিল দুষ্কৃতী । হালিশহরের লক্ষীনারায়ণ কলোনির ঘটনা । অভিযুক্তর নাম বিশ্বজিৎ দাস । তাকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

লক্ষীনারায়ণ কলোনির ওই গৃহবধূর স্বামী পেশায় জুটমিল কর্মী । স্বামী কাজে বের হওয়ার পর ওই মহিলা তাঁর মেয়েকে নিয়ে বাড়িতে একা ছিলেন । অভিযোগ, সেই সময় প্রতিবেশী বিশ্বজিৎ ঘরে ঢুকে মহিলাকে ধর্ষণের চেষ্টা করে । বাধা পেয়ে মহিলার গলায় ছুরির কোপ দেয় । মহিলার চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাঁকে উদ্ধার করেন । বিশ্বজিৎ ঘটনাস্থান থেকে পালিয়ে গেলেও পরে তাকে বীজপুর থানার পুলিশ গ্রেপ্তার করে।

জখম মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে তাঁকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় । স্থানীয় বাসিন্দাদের দাবি অভিযুক্তকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

হালিশহর, 22 জানুয়ারি: গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করতে গিয়ে বাধা পেয়ে গলায় ছুরির কোপ দিল দুষ্কৃতী । হালিশহরের লক্ষীনারায়ণ কলোনির ঘটনা । অভিযুক্তর নাম বিশ্বজিৎ দাস । তাকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

লক্ষীনারায়ণ কলোনির ওই গৃহবধূর স্বামী পেশায় জুটমিল কর্মী । স্বামী কাজে বের হওয়ার পর ওই মহিলা তাঁর মেয়েকে নিয়ে বাড়িতে একা ছিলেন । অভিযোগ, সেই সময় প্রতিবেশী বিশ্বজিৎ ঘরে ঢুকে মহিলাকে ধর্ষণের চেষ্টা করে । বাধা পেয়ে মহিলার গলায় ছুরির কোপ দেয় । মহিলার চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাঁকে উদ্ধার করেন । বিশ্বজিৎ ঘটনাস্থান থেকে পালিয়ে গেলেও পরে তাকে বীজপুর থানার পুলিশ গ্রেপ্তার করে।

জখম মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে তাঁকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় । স্থানীয় বাসিন্দাদের দাবি অভিযুক্তকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

Intro:গৃহবধূকে ধর্ষণের চেষ্টা। বাধা পেয়ে গলায় ছুরির কোপ। হালিশহর লক্ষীনারায়ন কলোনী এলাকার ঘটনাBody:ফের দক্ষিণেশ্বরের ঘটনার পুনরাবৃত্তি হালিশহর লক্ষীনারায়ন কলোনি এলাকায়। ঐ এলাকার এক গৃহবধূকে তারই প্রতিবেশী এক যুবক বাড়িতে একা থাকার সুযোগে ঘরে ঢুকে প্রথমে শ্লীলতাহানি করার চেষ্টা করে পরে ধর্ষনের চেষ্টা করে বলে অভিযোগ। ধর্ষণে বাধা দিতে গেলে ওই গৃহবধূকে গলায় ছুরি দিয়ে আঘাত করে। গুরুতর জখম অবস্থায় ওই মহিলাকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পরে তাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে বীজপুর থানার পুলিশ।এই ঘটনায় হালিশহর লক্ষীনারায়ন কলোনি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। ওই গৃহবধূ স্বামী পেশায় জুট মিল কর্মী। মহিলার স্বামী যখন কাজে বের হয়ে যায় তখন ওই গৃহবধূর বাড়ির উল্টোদিকেই বিশ্বজিৎ দাস এর বাড়ি।আজ সকালে ওই গৃহবধূ বাড়িতে মেয়েকে নিয়ে একা ছিলেন। তখনই ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। ধর্ষণে বাধা দিতে গেলে বিশ্বজিৎ এর কাছে থাকা ছুরি দিয়ে তার গলায়, মুখে এলোপাতাড়ি কোপ মারে। তখন ওই গৃহবধূর চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে মহিলাকে উদ্ধার করে। এই ঘটনার পর ওই যুবক পালিয়ে গেলেও পরে বীজপুর থানার পুলিশ বিশ্বজিৎকে গ্রেপ্তার করেছে।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.