ETV Bharat / state

দিদি বাংলার জনগণ আপনাকে লাথি মারার জন্য তৈরি আছে : সায়ন্তন

আগেও বিতর্কিত মন্তব্য করেছিলেন সায়ন্তন । বলেছিলেন, "বুথ যদি দখল করতে আসে সে শাহজাহান হোক বা ঔরঙ্গজেব, CRPF-কে বলে দেব গুলি যেন বুক লক্ষ্য করে যায়।"

author img

By

Published : May 10, 2019, 6:13 AM IST

Updated : May 10, 2019, 9:42 AM IST

সায়ন্তন বসু

হাড়োয়া, 10 মে : ফের বিতর্কিত মন্তব্য বসিরহাটের BJP প্রার্থী সায়ন্তন বসুর । এবার তাঁর নিশানায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । বললেন, "দিদি বাংলার জনগণ আপনাকে লাথি মারার জন্য তৈরি হয়ে আছে ।" গতকাল হাড়োয়ায় একটি জনসভা থেকে এই মন্তব্য করেন তিনি ।

গত মঙ্গলবার পুরুলিয়ায় দলীয় জনসভা থেকে নরেন্দ্র মোদিকে আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । বলেছিলেন, "নরেন্দ্র মোদি যখন বাংলায় এসে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তোলাবাজ, তখন শুনলে আমার মনে হয় দিই ঠাসিয়ে এক গণতন্ত্রের থাপ্পড় ।" এই মন্তব্য ইশুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে পালটা আক্রমণ করেন সায়ন্তন বসু । বলেন, "দিদি বলছেন, প্রধানমন্ত্রীকে চড় মারব । দিদি আপনি চড় মারুন, আমাদের তাতে কিছু এসে যায় না । কিন্তু, বাংলার জনগণ আপনাকে লাথি মারার জন্য তৈরি হয়ে আছে । এমন লাথি পড়বে এখান থেকে আকাশে উঠবেন । আর ত্রিপুরা পেরিয়ে বাংলাদেশে গিয়ে পড়বেন পদ্মায়। সেই পরিস্থিতি তৈরি হয়েছে । ভোট যত এগোচ্ছে ততই দিদির মাথা গরম হচ্ছে । কারণ প্রথম তিন দফায় তৃণমূল খাতাই খুলতে পারেনি ।"

স্থানীয় BJP কর্মীদের উপর আক্রমণ হচ্ছে এই অভিযোগ তুলে সায়ন্তন আরও বলেন, "আপনাদের উপর আক্রমণ হলে আমাকে ফোন করবেন না । যারা আক্রমণ করতে আসবে তাদের পা খুলে নিন । তারপর আমাকে ফোন করুন ।" গতকালর সভায় ত্রিপুরার BJP নেতা বিপ্লব দেবও ছিলেন । তিনিও বক্তব্য রাখেন ।

এর আগেও বিতর্কিত মন্তব্য করেছিলেন সায়ন্তন । বলেছিলেন, "বুথ যদি দখল করতে আসে সে শাহজাহান হোক বা ঔরঙ্গজেব, CRPF-কে বলে দেব গুলি যেন বুক লক্ষ্য করে যায়।" এই মন্তব্যের প্রেক্ষিতে সায়ন্তন বসুকে শোকজ় করেছিল নির্বাচন কমিশন ।

হাড়োয়া, 10 মে : ফের বিতর্কিত মন্তব্য বসিরহাটের BJP প্রার্থী সায়ন্তন বসুর । এবার তাঁর নিশানায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । বললেন, "দিদি বাংলার জনগণ আপনাকে লাথি মারার জন্য তৈরি হয়ে আছে ।" গতকাল হাড়োয়ায় একটি জনসভা থেকে এই মন্তব্য করেন তিনি ।

গত মঙ্গলবার পুরুলিয়ায় দলীয় জনসভা থেকে নরেন্দ্র মোদিকে আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । বলেছিলেন, "নরেন্দ্র মোদি যখন বাংলায় এসে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তোলাবাজ, তখন শুনলে আমার মনে হয় দিই ঠাসিয়ে এক গণতন্ত্রের থাপ্পড় ।" এই মন্তব্য ইশুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে পালটা আক্রমণ করেন সায়ন্তন বসু । বলেন, "দিদি বলছেন, প্রধানমন্ত্রীকে চড় মারব । দিদি আপনি চড় মারুন, আমাদের তাতে কিছু এসে যায় না । কিন্তু, বাংলার জনগণ আপনাকে লাথি মারার জন্য তৈরি হয়ে আছে । এমন লাথি পড়বে এখান থেকে আকাশে উঠবেন । আর ত্রিপুরা পেরিয়ে বাংলাদেশে গিয়ে পড়বেন পদ্মায়। সেই পরিস্থিতি তৈরি হয়েছে । ভোট যত এগোচ্ছে ততই দিদির মাথা গরম হচ্ছে । কারণ প্রথম তিন দফায় তৃণমূল খাতাই খুলতে পারেনি ।"

স্থানীয় BJP কর্মীদের উপর আক্রমণ হচ্ছে এই অভিযোগ তুলে সায়ন্তন আরও বলেন, "আপনাদের উপর আক্রমণ হলে আমাকে ফোন করবেন না । যারা আক্রমণ করতে আসবে তাদের পা খুলে নিন । তারপর আমাকে ফোন করুন ।" গতকালর সভায় ত্রিপুরার BJP নেতা বিপ্লব দেবও ছিলেন । তিনিও বক্তব্য রাখেন ।

এর আগেও বিতর্কিত মন্তব্য করেছিলেন সায়ন্তন । বলেছিলেন, "বুথ যদি দখল করতে আসে সে শাহজাহান হোক বা ঔরঙ্গজেব, CRPF-কে বলে দেব গুলি যেন বুক লক্ষ্য করে যায়।" এই মন্তব্যের প্রেক্ষিতে সায়ন্তন বসুকে শোকজ় করেছিল নির্বাচন কমিশন ।

sample description
Last Updated : May 10, 2019, 9:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.