ETV Bharat / state

ভাটপাড়ায় আমরাই শান্তি ফেরাব, কেউ অশান্তি করতে এলে বুঝে নেব : দিলীপ

গুলি, বোমাবাজি এখন ভাটপাড়ার প্রায় রোজকার বিষয় হয়ে উঠেছে । প্রতিদিনই শান্তি ফেরাতে কোনও না কোনও দল এলাকায় মিছিল করলেও খুব একটা স্বস্তি নেই এলাকাবাসীর মনে । এর মধ্যে গতকাল BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

ফোটো সৌজন্যে : twitter@Dilipghosh
author img

By

Published : Jun 30, 2019, 11:06 AM IST

কলকাতা, 30 জুন : "ভাটপাড়া, ব্যারাকপুরকে আমরাই শান্ত করব । কেউ যদি অশান্ত করার চেষ্ট করে আমরা তাদের বুঝে নেব ।" ভাটপাড়া ইশুতে একথা বললেন দিলীপ ঘোষ । ভাটপাড়ার তৎকলীন বিধায়ক অর্জুন সিং তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দেওয়ার পর থেকেই এলাকায় অশান্তির শুরু হয়েছে । গুলি, বোমাবাজি এখন সেখানে প্রায় রোজকার বিষয় হয়ে উঠেছে । শক্তহাতে পরিস্থিতির মোকাবিলা করতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পদ থেকে তন্ময় রায়চৌধুরিকে সরিয়ে সেখানে আনা হয়েছে এককালের দাপুটে পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে । প্রতিদিনই শান্তি ফেরাতে কোনও না কোনও দল এলাকায় মিছিল করলেও খুব একটা স্বস্তি নেই এলাকাবাসীর মনে । এর মধ্যে গতকাল BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ভাটপাড়ার অশান্তির জন্য মমতার সমালোচনা করলেন ।

দিলীপ ঘোষ আরও বলেন, "ভাটপাড়ায় কবে শান্তি ফিরবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন । ভাটপাড়ায় এমন অবস্থা যেখানে DG ঢুকতে পারছেন না । মানুষ কার উপর ভরসা করবে? কোন দিকে তাকিয়ে থাকবে ? আজ পুলিশমন্ত্রী বলতে বাধ্য হচ্ছে পুলিশ আমার কথা শোনে না । পুলিশ দিয়ে BJP-কে কেস দেওয়া হয় । পুলিশ দিয়ে বিরোধীদের ঠেঙাবেন, তাদের দিয়ে তোলা তুলবেন - বালির টাকা, কয়লার টাকা, পাথরের টাকা, গোরুর টাকা । তাই পুলিশকে ধরে সবাই পেটাচ্ছে । তারা বাঁচতেই এই কাজ করছে ।"

অন্যদিকে, হুগলিতে পঞ্চায়েত প্রধান খুন প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "রাজ্যে যত খুন হয়েছে সমস্ত ঘটনার CBI তদন্ত হোক । কিন্তু তৃণমূলের দম নেই CBI তদন্ত করার । এই ঘটনাগুলো চাপা দেওয়ার জন্য রাজ্য সরকার CID তদন্ত করে । পুরোটাই ধামা চাপা দেওয়ার জন্য । রাজ্যে এত মানুষ খুন হয়েছে । প্রায় 150-এর বেশি মানুষ মারা গেছে । কিন্তু একটার কোনও তদন্ত রিপোর্ট বের হয়নি । খুন হওয়ার পাঁচ মিনিটের মধ্যে MLA কী ভাবে জেনে গেলেন যে খুন হয়েছে ? তা হলে আগে ওনাকে ডেকে জিজ্ঞাসা করা দরকার ছিল । আসলে ওখানে অনেক লোক BJP-তে যোগ দিতে চাইছিলেন । তাই তাকে আটকানোর জন্যই এই কাজ করা হয়েছে । যেখানেই খুন হচ্ছে BJP-র লোককে ডাকা হচ্ছে । কিন্তু BJP-কে কোথাও পাওয়া যাচ্ছে না । তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বটা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে সেটা এবার খুনের মাধ্যমে মেটানো হচ্ছে ।"

কলকাতা, 30 জুন : "ভাটপাড়া, ব্যারাকপুরকে আমরাই শান্ত করব । কেউ যদি অশান্ত করার চেষ্ট করে আমরা তাদের বুঝে নেব ।" ভাটপাড়া ইশুতে একথা বললেন দিলীপ ঘোষ । ভাটপাড়ার তৎকলীন বিধায়ক অর্জুন সিং তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দেওয়ার পর থেকেই এলাকায় অশান্তির শুরু হয়েছে । গুলি, বোমাবাজি এখন সেখানে প্রায় রোজকার বিষয় হয়ে উঠেছে । শক্তহাতে পরিস্থিতির মোকাবিলা করতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পদ থেকে তন্ময় রায়চৌধুরিকে সরিয়ে সেখানে আনা হয়েছে এককালের দাপুটে পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে । প্রতিদিনই শান্তি ফেরাতে কোনও না কোনও দল এলাকায় মিছিল করলেও খুব একটা স্বস্তি নেই এলাকাবাসীর মনে । এর মধ্যে গতকাল BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ভাটপাড়ার অশান্তির জন্য মমতার সমালোচনা করলেন ।

দিলীপ ঘোষ আরও বলেন, "ভাটপাড়ায় কবে শান্তি ফিরবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন । ভাটপাড়ায় এমন অবস্থা যেখানে DG ঢুকতে পারছেন না । মানুষ কার উপর ভরসা করবে? কোন দিকে তাকিয়ে থাকবে ? আজ পুলিশমন্ত্রী বলতে বাধ্য হচ্ছে পুলিশ আমার কথা শোনে না । পুলিশ দিয়ে BJP-কে কেস দেওয়া হয় । পুলিশ দিয়ে বিরোধীদের ঠেঙাবেন, তাদের দিয়ে তোলা তুলবেন - বালির টাকা, কয়লার টাকা, পাথরের টাকা, গোরুর টাকা । তাই পুলিশকে ধরে সবাই পেটাচ্ছে । তারা বাঁচতেই এই কাজ করছে ।"

অন্যদিকে, হুগলিতে পঞ্চায়েত প্রধান খুন প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "রাজ্যে যত খুন হয়েছে সমস্ত ঘটনার CBI তদন্ত হোক । কিন্তু তৃণমূলের দম নেই CBI তদন্ত করার । এই ঘটনাগুলো চাপা দেওয়ার জন্য রাজ্য সরকার CID তদন্ত করে । পুরোটাই ধামা চাপা দেওয়ার জন্য । রাজ্যে এত মানুষ খুন হয়েছে । প্রায় 150-এর বেশি মানুষ মারা গেছে । কিন্তু একটার কোনও তদন্ত রিপোর্ট বের হয়নি । খুন হওয়ার পাঁচ মিনিটের মধ্যে MLA কী ভাবে জেনে গেলেন যে খুন হয়েছে ? তা হলে আগে ওনাকে ডেকে জিজ্ঞাসা করা দরকার ছিল । আসলে ওখানে অনেক লোক BJP-তে যোগ দিতে চাইছিলেন । তাই তাকে আটকানোর জন্যই এই কাজ করা হয়েছে । যেখানেই খুন হচ্ছে BJP-র লোককে ডাকা হচ্ছে । কিন্তু BJP-কে কোথাও পাওয়া যাচ্ছে না । তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বটা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে সেটা এবার খুনের মাধ্যমে মেটানো হচ্ছে ।"

Intro:
29-06-19


সুজয় ঘোষ, কলকাতা


কলকাতাঃ "ভাটপাড়া- ব্যারাকপুর কে আমরাই শান্ত করবো। কেউ যদি অশান্ত করার চেষ্ট করে আমরা তাদের বুঝে নেবও" ব্যারকপুর- ভাটপাড়ায় অশান্তি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।


দিলীপ ঘোষ বলেন, "ভাটপাড়ায় কবে শান্তি ফিরবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবে। ভাটপাড়ায় এমন অবস্থা যেখানে DG ঢুকতে পারছে না। মানুষ কার উপর ভরসা করবে? কোন দিকে তাকিয়ে থাকবে? আজ পুলিশ মন্ত্রী বলতে বাধ্য হচ্ছে পুলিশ আমার কথা শোনে না। পুলিশ দিয়ে বিজেপিকে কেস দেওয়ার হয়। বিরোধীদের ঠেঙাবেন, তাদের দিয়ে তোলা তুলবে,বালির টাকা, কয়লার টাকা, পাথরের টাকা,গরুর টাকা। তাই পুলিশকে ধরে সবাই পেটাচ্ছে। তাই তারা বাচতে এই কাজ করছে"



হুগলিতে পঞ্চায়েত প্রধান খুন ইশুতে দিলীপ ঘোষ বলেন, " রাজ্যে যত খুন হয়েছে সমস্ত ঘটনার CBI তদন্ত হোক। কিন্তু তৃণমূলের কমড়ে দম নেই CBI তদন্ত করার। এই ঘটনা গুলো চাপা দেওয়ার জন্য রাজ্য সরকার CID তদন্ত করে ধামা চাপা দেওয়ার জন্য। রাজ্যের এতগুলো মানুষ খুন হয়েছে। প্রায় ১৫০ এর বেশী মানুষ মারা গিয়েছে। কিন্তু একটার কোনও তদন্ত বের হয় নিঃ দিলীপ। খুন হওয়ার ৫ মিনিটের মধ্যে MLA কী ভাবে জেনে গেলেন যে খুন হয়েছে। তা হলে আগে ওনাকে ডেকে জিঞ্জাস করা দরকার ছিলও। ওখানে তৈরি করা একটা চক্রান্ত ছিলও। কারণ ওখানে অনেক লোক বিজেপিতে যোগদিতে চাইছিলেন। তাই তাকে আটকানোর জন্যই এই কাজ করা হয়েছে। যেখানেই খুন হচ্ছে বিজেপিকে লোক কে ডাকা হচ্ছে। কিন্তু বিজেপিকে কোথাও পাওয়া যাচ্ছে না। তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব টা এমন পর্যায়ে পৌচ্ছে গিয়েছে সেটা এবার খুনের মাধ্যমে সমাধান করছে।



Body:কপিConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.