ETV Bharat / state

ইছাপুরের পর দেগঙ্গা, বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ - দেগঙ্গার খবর

প্রথমে RG কর, পরে SSKM ৷ দু'টির একটিতেও পরিষেবা না পাওয়ার অভিযোগ তুলছেন মৃতের পরিজনরা ৷

Medical negligence in Kolkata
ছবি
author img

By

Published : Jul 14, 2020, 5:14 AM IST

দেগঙ্গা, 14 জুলাই : ইছাপুরের পর এবার দেগঙ্গা । হাসপাতাল ভরতি না নেওয়ায় ফের বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ । R G কর, SSKM হাসপাতাল ভরতি না নেওয়ায় বিনা চিকিৎসায় মারা গেলেন দেগঙ্গার আজিজ়নগর গ্ৰামের এক যুবক । নাম নির্মলকুমার দাস (44) । তিনি উত্তর 24 পরগনার দেগঙ্গা ব্লক অফিসের অস্থায়ী কর্মী ।

পারিবারের তরফে জানানো হয়েছে, নার্ভের সমস্যায় কাবু হয়ে পড়েছিলেন নির্মলবাবু । রবিবার রাতে প্রথমে তাঁকে কলকাতার RG কর হাসপাতাল নিয়ে যাওয়া হয় । সেখানে ভরতি করতে না পেরে স্থানীয় বিধায়ক হাজি নুরুল ইসলামের চিঠি নিয়ে নির্মলবাবুর পরিবারের লোকেরা তাঁকে সোমবার SSKM হাসপাতালে নিয়ে যান । কিন্তু, রাজ্যের অন্যতম সেরা সুপার স্পেশ্যালিটি হাসপাতালও তাঁকে ভরতি নেওয়া হয়নি ।


পরিবারের অভিযোগ, চিকিৎসকদের কাছে কান্নাকাটি করেও মেলেনি অ্যাম্বুল্যান্স ও অক্সিজেন । টানা তিন ঘণ্টা ধরে হাসপাতালের এ-ঘর সে-ঘর ছুটেও মেলেনি বেড । অবশেষে নির্মলবাবুর পরিবারের লোকেরা তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান । সেখানেও মেলেনি চিকিৎসা । চোখের সামনে অ্যাম্বুল্যান্সের মধ্যে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সোমবার বিকেলে নির্মলবাবুর মৃত্যু হয় ।

কী বলছেন মৃতের পরিজনরা ?

মৃতের ভাইপো প্রসেনজিৎ দাস বলেন, ''দুই সরকারি হাসপাতালেই গেছি । রোগীর অবস্থা খারাপ সেটাও বলেছি । কিন্তু, ভরতি নেয়নি । গুরুত্ব দেয়নি বিধায়কের চিঠিরও । এমনকী শ্বাসকষ্ট হতে থাকা রোগীকে অক্সিজেনটুকু পর্যন্ত দেয়নি । শেষে অ্যাম্বুল্যেন্সের মধ্যেই বিনা চিকিৎসায় আমার কাকা মারা গেল ।"

মৃতের স্ত্রী কাকলি দাস বলেন, "হাসপাতাল ভরতি নিলে আমার স্বামীকে এভাবে মরতে হত না । স্বামী নেই । আমরা পথে ভেসে যাব ।"

দেগঙ্গা, 14 জুলাই : ইছাপুরের পর এবার দেগঙ্গা । হাসপাতাল ভরতি না নেওয়ায় ফের বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ । R G কর, SSKM হাসপাতাল ভরতি না নেওয়ায় বিনা চিকিৎসায় মারা গেলেন দেগঙ্গার আজিজ়নগর গ্ৰামের এক যুবক । নাম নির্মলকুমার দাস (44) । তিনি উত্তর 24 পরগনার দেগঙ্গা ব্লক অফিসের অস্থায়ী কর্মী ।

পারিবারের তরফে জানানো হয়েছে, নার্ভের সমস্যায় কাবু হয়ে পড়েছিলেন নির্মলবাবু । রবিবার রাতে প্রথমে তাঁকে কলকাতার RG কর হাসপাতাল নিয়ে যাওয়া হয় । সেখানে ভরতি করতে না পেরে স্থানীয় বিধায়ক হাজি নুরুল ইসলামের চিঠি নিয়ে নির্মলবাবুর পরিবারের লোকেরা তাঁকে সোমবার SSKM হাসপাতালে নিয়ে যান । কিন্তু, রাজ্যের অন্যতম সেরা সুপার স্পেশ্যালিটি হাসপাতালও তাঁকে ভরতি নেওয়া হয়নি ।


পরিবারের অভিযোগ, চিকিৎসকদের কাছে কান্নাকাটি করেও মেলেনি অ্যাম্বুল্যান্স ও অক্সিজেন । টানা তিন ঘণ্টা ধরে হাসপাতালের এ-ঘর সে-ঘর ছুটেও মেলেনি বেড । অবশেষে নির্মলবাবুর পরিবারের লোকেরা তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান । সেখানেও মেলেনি চিকিৎসা । চোখের সামনে অ্যাম্বুল্যান্সের মধ্যে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সোমবার বিকেলে নির্মলবাবুর মৃত্যু হয় ।

কী বলছেন মৃতের পরিজনরা ?

মৃতের ভাইপো প্রসেনজিৎ দাস বলেন, ''দুই সরকারি হাসপাতালেই গেছি । রোগীর অবস্থা খারাপ সেটাও বলেছি । কিন্তু, ভরতি নেয়নি । গুরুত্ব দেয়নি বিধায়কের চিঠিরও । এমনকী শ্বাসকষ্ট হতে থাকা রোগীকে অক্সিজেনটুকু পর্যন্ত দেয়নি । শেষে অ্যাম্বুল্যেন্সের মধ্যেই বিনা চিকিৎসায় আমার কাকা মারা গেল ।"

মৃতের স্ত্রী কাকলি দাস বলেন, "হাসপাতাল ভরতি নিলে আমার স্বামীকে এভাবে মরতে হত না । স্বামী নেই । আমরা পথে ভেসে যাব ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.