ETV Bharat / state

দলের কেউ আমফান দুর্নীতিতে জড়িত থাকলে ব্যবস্থা : জ্যোতিপ্রিয় - বারাসত

আমফানে ক্ষতিগ্রস্তরা সবাই ক্ষতিপূরণের টাকা পাবেন । একজনও বাদ যাবেন না । যোগ্য নয়, এমন ব্যক্তিরা ক্ষতিপূরণের টাকা পেয়ে থাকলে তা ফেরত দিতে হবে । তার জন্য নির্দিষ্ট ফর্ম তৈরি করা হয়েছে । ইতিমধ্যে সেই ফর্ম BDO-দের কাছে পৌঁছেও দেওয়া হয়েছে । আর যাঁরা এই দুর্নীতির সঙ্গে জড়িত, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । জানালেন জ্যোতিপ্রিয় মল্লিক ৷

বালুদা
বালুদা
author img

By

Published : Jun 27, 2020, 5:44 PM IST

বারাসত, 27 জুন : আমফান ক্ষতিপূরণে দুর্নীতির তদন্ত হবে । যাদের ক্ষতি হয়নি অথচ ক্ষতিপূরণ পেয়েছেন, তাঁদের টাকা ফেরত দিতে হবে । দলের কেউ এই দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে । আজ উত্তর 24 পরগনার বারাসতে একথা জানালেন তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক ।

আজ বারাসতে জেলা পরিষদের তিতুমির সভাকক্ষে পেট্রেল-ডিজ়েলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে যৌথভাবে সাংবাদিক বৈঠক করেন জ্যোতিপ্রিয় মল্লিক ও জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নারায়ণ গোস্বামী । সেখানে কেন্দ্রীয় সরকারের পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নীতির সমালোচনা করেন তাঁরা । তারপরই আমফান দুর্নীতি নিয়ে প্রশ্নের জবাবে জ্যোতিপ্রিয় বলেন, "আমফানে ক্ষতিগ্রস্তরা সবাই ক্ষতিপূরণের টাকা পাবেন । একজনও বাদ যাবেন না । যোগ্য নয়, এমন ব্যক্তিরা ক্ষতিপূরণের টাকা পেয়ে থাকলে তা ফেরত দিতে হবে । তার জন্য নির্দিষ্ট ফর্ম তৈরি করা হয়েছে । ইতিমধ্যে সেই ফর্ম BDO-দের কাছে পৌঁছেও দেওয়া হয়েছে । আর যাঁরা এই দুর্নীতির সঙ্গে জরিত, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । দলের কেউ সেই তালিকায় থাকলে তাঁকেও ছাড়া হবে না ।"

প্রসঙ্গত, গত 20 মে ঘূর্ণিঝড় আমফানে রাজ্যের 14টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে । ঝড়ের 36 ঘণ্টার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যে আসেন। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকেই ঝড়ে ক্ষয়ক্ষতি মোকাবিলার জন্য কেন্দ্রীয় সরকার এক হাজার কোটি টাকা বরাদ্দ করে । সেই ক্ষতিপূরণের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে । উত্তর 24 পরগনায় দুর্নীতির অভিযোগ নিয়ে প্রায় প্রতিদিনই বিক্ষোভ চলছে । সেই প্রসঙ্গ তুলতেই অস্বস্তিতে পড়েন তৃণমূল নেতা ।

বারাসত, 27 জুন : আমফান ক্ষতিপূরণে দুর্নীতির তদন্ত হবে । যাদের ক্ষতি হয়নি অথচ ক্ষতিপূরণ পেয়েছেন, তাঁদের টাকা ফেরত দিতে হবে । দলের কেউ এই দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে । আজ উত্তর 24 পরগনার বারাসতে একথা জানালেন তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক ।

আজ বারাসতে জেলা পরিষদের তিতুমির সভাকক্ষে পেট্রেল-ডিজ়েলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে যৌথভাবে সাংবাদিক বৈঠক করেন জ্যোতিপ্রিয় মল্লিক ও জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নারায়ণ গোস্বামী । সেখানে কেন্দ্রীয় সরকারের পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নীতির সমালোচনা করেন তাঁরা । তারপরই আমফান দুর্নীতি নিয়ে প্রশ্নের জবাবে জ্যোতিপ্রিয় বলেন, "আমফানে ক্ষতিগ্রস্তরা সবাই ক্ষতিপূরণের টাকা পাবেন । একজনও বাদ যাবেন না । যোগ্য নয়, এমন ব্যক্তিরা ক্ষতিপূরণের টাকা পেয়ে থাকলে তা ফেরত দিতে হবে । তার জন্য নির্দিষ্ট ফর্ম তৈরি করা হয়েছে । ইতিমধ্যে সেই ফর্ম BDO-দের কাছে পৌঁছেও দেওয়া হয়েছে । আর যাঁরা এই দুর্নীতির সঙ্গে জরিত, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । দলের কেউ সেই তালিকায় থাকলে তাঁকেও ছাড়া হবে না ।"

প্রসঙ্গত, গত 20 মে ঘূর্ণিঝড় আমফানে রাজ্যের 14টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে । ঝড়ের 36 ঘণ্টার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যে আসেন। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকেই ঝড়ে ক্ষয়ক্ষতি মোকাবিলার জন্য কেন্দ্রীয় সরকার এক হাজার কোটি টাকা বরাদ্দ করে । সেই ক্ষতিপূরণের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে । উত্তর 24 পরগনায় দুর্নীতির অভিযোগ নিয়ে প্রায় প্রতিদিনই বিক্ষোভ চলছে । সেই প্রসঙ্গ তুলতেই অস্বস্তিতে পড়েন তৃণমূল নেতা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.