ETV Bharat / state

দল আর দু'তিন মাস থাকবে, মন্তব্য তৃণমূল টাউন সভাপতির - party will stay for another two or three months

গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খড়দায় তৃণমূল কাউন্সিলর দোলা দাসের বাড়িতে বোমাবাজি ৷ এই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তৃণমূলের টাউন সভাপতি সুকণ্ঠ বণিক বলেন দলটাই দু'তিন মাসে উঠে যাবে ৷

TMC President
সুকণ্ঠ বণিক
author img

By

Published : Sep 24, 2020, 9:09 PM IST

খড়দা, 24 সেপ্টেম্বর : গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খড়দায় তৃণমূল কাউন্সিলরের বাড়িতে বোমাবাজি । আর তার প্রতিক্রিয়া দিতে গিয়ে খোদ তৃণমূলের টাউন সভাপতি বলছেন, "দলটাই আর দু'-তিন মাস থাকবে।" দলের টাউন সভাপতির এই মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

উত্তর 24 পরগনার খড়দার 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দোলা দাসের বাড়ি স্থানীয় কুলীনপাড়ায়। গত শনিবার তাঁর সঙ্গে দেওরের পারিবারিক সম্পত্তি নিয়ে গোলমাল হয়। পারিবারিক সেই গোলমালে তৃণমূলের একাংশ জড়িয়ে পড়ে। অভিযোগ, খড়দার পৌরপ্রশাসক কাজল সিনহার অনুগামীরা দোলা দাসের দেওরের পক্ষ নেন। দোলাকে তাঁরা হুমকি দেন। বুধবার গভীর রাতে দোলা দাসের বাড়িতে দুষ্কৃতীরা বোমাবাজি করে। তার মধ্যে একটি বোমা দোলার স্বামী গোপাল দাসের শোয়ার ঘরের জানালার পাশে ফাটে। দোলা বলেন, " দেওরের সঙ্গে আমাদের পারিবারিক গোলমাল আছে। তারপরই আমার বাড়ির সামনে বোমাবাজি করা হয়েছে। বাড়িতে আমার বৃদ্ধা শাশুড়ি অনীতা দাস ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন।"

দল আর দু'তিন মাস থাকবে

ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে খড়দা টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকণ্ঠ বণিক ঘটনায় সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন পৌরপ্রশাসক কাজল সিনহার অনুগামীদের দিকে। তারপরই তিনি বলেন, "আগামী দু'-তিন মাসের মধ্যে দলটাই (তৃণমূল) উঠে যাবে।" গোষ্ঠীদ্বন্দ্বের প্রতিক্রিয়া জানাতে গিয়ে দলের সভাপতির "দল উঠে যাওয়া"র মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে। যদিও পৌরপ্রশাসক কাজলবাবু ঘটনায় কোনও প্রতিক্রিয়া জানাতে চাননি।




খড়দা, 24 সেপ্টেম্বর : গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খড়দায় তৃণমূল কাউন্সিলরের বাড়িতে বোমাবাজি । আর তার প্রতিক্রিয়া দিতে গিয়ে খোদ তৃণমূলের টাউন সভাপতি বলছেন, "দলটাই আর দু'-তিন মাস থাকবে।" দলের টাউন সভাপতির এই মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

উত্তর 24 পরগনার খড়দার 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দোলা দাসের বাড়ি স্থানীয় কুলীনপাড়ায়। গত শনিবার তাঁর সঙ্গে দেওরের পারিবারিক সম্পত্তি নিয়ে গোলমাল হয়। পারিবারিক সেই গোলমালে তৃণমূলের একাংশ জড়িয়ে পড়ে। অভিযোগ, খড়দার পৌরপ্রশাসক কাজল সিনহার অনুগামীরা দোলা দাসের দেওরের পক্ষ নেন। দোলাকে তাঁরা হুমকি দেন। বুধবার গভীর রাতে দোলা দাসের বাড়িতে দুষ্কৃতীরা বোমাবাজি করে। তার মধ্যে একটি বোমা দোলার স্বামী গোপাল দাসের শোয়ার ঘরের জানালার পাশে ফাটে। দোলা বলেন, " দেওরের সঙ্গে আমাদের পারিবারিক গোলমাল আছে। তারপরই আমার বাড়ির সামনে বোমাবাজি করা হয়েছে। বাড়িতে আমার বৃদ্ধা শাশুড়ি অনীতা দাস ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন।"

দল আর দু'তিন মাস থাকবে

ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে খড়দা টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকণ্ঠ বণিক ঘটনায় সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন পৌরপ্রশাসক কাজল সিনহার অনুগামীদের দিকে। তারপরই তিনি বলেন, "আগামী দু'-তিন মাসের মধ্যে দলটাই (তৃণমূল) উঠে যাবে।" গোষ্ঠীদ্বন্দ্বের প্রতিক্রিয়া জানাতে গিয়ে দলের সভাপতির "দল উঠে যাওয়া"র মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে। যদিও পৌরপ্রশাসক কাজলবাবু ঘটনায় কোনও প্রতিক্রিয়া জানাতে চাননি।




ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.