নৈহাটি, 29 অক্টোবর: রেশন দুর্নীতি-কাণ্ডে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হয়ে এবার ব্যাট ধরলেন তাঁরই ঘনিষ্ঠ আরেক বিধায়ক তথা রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক ৷ সেই সঙ্গে নাম না-করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন তিনি ৷ শুভেন্দুর উদ্দেশ্যে তাঁর বার্তা, জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করা হলেও উত্তর 24 পরগনায় তৃণমূলের সংগঠন কোনওভাবেই দুর্বল করা যাবে না ৷ এমনকি 24’র লোকসভা ভোটেও এর কোনও প্রভাব পড়বে না বলে মনে করেন পার্থ ভৌমিক ৷
রবিবার বহু প্রতীক্ষিত নৈহাটির 'বড়মা'-র নতুন মন্দিরের দ্বারোঘাটন করেন সেচমন্ত্রী তথা বিধায়ক পার্থ ভৌমিক ৷ হাজির ছিলেন বিধানসভার উপ-মুখ্যসচেতক তথা বিধায়ক তাপস রায়, নৈহাটি পৌরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়-সহ অন্যান্যরা ৷ সেখানেই মন্ত্রী পার্থ ভৌমিক বলেন, "শুধু নৈহাটি নয় ৷ আশপাশের বিভিন্ন অঞ্চলের মানুষের স্বপ্ন ছিল, বড়মার নিজস্ব একটি মন্দির হোক ৷ দীর্ঘদিন বাদে সেই স্বপ্নপূরণ হল ৷ এর জন্য মন্দির কমিটিকে অসংখ্য ধন্যবাদ ৷"
এর পরেই রেশন দুর্নীতি মামলায় ইডি-র হাতে গ্রেফতার হওয়া জ্যোতিপ্রিয় মল্লিক প্রসঙ্গে সেচমন্ত্রী বলেন, "আইন আইনের মতো করে চলবে ৷ এ নিয়ে আমাদের কিছু বলার নেই ৷ কিন্তু, যাঁরা ভাবছে জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে উত্তর 24 পরগনায় তৃণমূলের সংগঠন দুর্বল করা যাবে ৷ তাঁরা মূর্খের স্বর্গে বাস করছে ৷ বীরভূমেও ওরা কেষ্ট মণ্ডলকে গ্রেফতার করে ভেবেছিল বীরভূম দখল করবে ৷ সেটা হয়নি ৷ উত্তর 24 পরগনাও দখল করতে পারবে না ৷"
আরও পড়ুন: বাকিবুর রহমানের উত্থান সিপিএম আমলেই ! দাবি জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ তৃণমূল বিধায়কের
আর এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারীকে নিশানা করেন পার্থ ৷ তিনি বলেন, "ভাগ বাটোয়ারার বিষয়টি ও (শুভেন্দু)-র থেকে ভালো আর কেউ জানে না ৷ কারণ, ও নিজেই ভাগ বাটোয়ারাতে বিশ্বাসী ৷ সেই কারণে সিবিআইয়ের খাতায় ওর নাম সবার আগে ছিল ৷ সিবিআইয়ের হাত থেকে বাঁচতে ও নিজে গিয়ে ড্রাইভ দিয়েছে অমিত শাহের পায়ে ৷"
আরও পড়ুন: জ্যোতিপ্রিয়র গ্রেফতারির প্রতিবাদে পথে নামলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ
প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয়র পাশে দাঁড়িয়ে পার্থ ভৌমিক বলেন, "জ্যোতিপ্রিয় মল্লিকের ইনকাম ট্যাক্সের ফাইল নিয়ে এত কথা হচ্ছে ৷ ইনকাম ট্যাক্সের ফাইল তো আর জ্যোতিপ্রিয় মল্লিক দেখেন না ৷ দেখে ওঁর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ৷ যদি সেখানে কোনও ভুলভ্রান্তি হয়ে থাকে, তার দায় তো জ্যোতিপ্রিয় মল্লিকের নয় ! দায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের ৷ ছোটখাটো ভুল ধরে একটা নেতাকে গ্রেফতার করে দেওয়া হচ্ছে ৷ হেনস্থা এবং চক্রান্ত চলছে ৷"