বাদুড়িয়া, 29 সেপ্টেম্বর : একদিন নিখোঁজ থাকার পর বাড়ির পাশের আমবাগান থেকে পার্শ্বশিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার হল । উত্তর 24 পরগনার বাদুড়িয়া থানার বেলঘরিয়া এলাকার ঘটনা ।
মৃতের নাম উজ্জ্বল দাস (50) । বাড়ি আটুরিয়া গ্রামে । তিনি কাটিয়াহাট হাইস্কুলের পার্শ্বশিক্ষক ছিলেন । মৃতের পরিবারের তরফে জানা গিয়েছে, উজ্জ্বলবাবু রবিবার সকালে আত্মীয়র বাড়িতে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন । তারপর থেকে তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না । গতকাল দুপুরে বেলঘরিয়া এলাকার কয়েকজন বাসিন্দা আমবাগানে এক ব্যক্তির ঝুলন্ত দেখতে পান । তাঁরাই পুলিশকে খবর দেন । এরপরই উজ্জ্বলবাবুর পরিবারের সদস্যরা দেহটি শনাক্ত করেন । দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।
মৃতের স্ত্রী রুবি দাস বলেন, "এক ব্যক্তিকে কয়েক লাখ টাকা ধার দিয়ে ফেরত না পেয়ে কয়েকদিন ধরে তিনি হতাশায় ভুগছিলেন । টাকা চাইলে তাঁকে ফোনে একাধিকবার হুমকি দেওয়া হয় । ভয় দেখানো হয় ।" পরিবারের সন্দেহ, তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে ।