ETV Bharat / state

Panihati Councillor murder update: পানিহাটির কাউন্সিলর খুনে গ্রেফতার আরও 1, উদ্ধার আগ্নেয়াস্ত্র - Man arrested in Panihati Councillor murder case

পানিহাটির কাউন্সিলর খুনে (Panihati Councillor murder update) গ্রেফতার করা হল আরও একজনকে ৷ তাকে আজ বারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে ৷ উদ্ধার হয়েছে আরও একটি আগ্নেয়াস্ত্র ।

panihati-councillor-murder-update-police-arrested-another-one-arms-recovered-from-spot
পানিহাটির কাউন্সিলর খুনে গ্রেফতার আরও 1, উদ্ধার আগ্নেয়াস্ত্র
author img

By

Published : Mar 16, 2022, 2:40 PM IST

খড়দহ, 16 মার্চ: পানিহাটির কাউন্সিলার খুনে গ্রেফতার হল আরও একজন (Panihati Councillor murder update)৷ উদ্ধার হয়েছে আরও একটি আগ্নেয়াস্ত্র ।

পানিহাটির কাউন্সিলর হত্যাকাণ্ডে (Man arrested in Panihati Councillor murder case) আরও একজন গ্রেফতার হওয়ায় এই ঘটনায় মোট 2 জনকে ধরা হল ৷ ধৃত দ্বিতীয় অভিযুক্তের নাম সঞ্জীব পণ্ডিত । সে স্থানীয় প্রোমোটার বলে এলাকায় পরিচিত (Panihati Councillor murder case)। খড়দহ থানার পুলিশ আজ 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বারাকপুর মহকুমা আদালতে তাকে পেশ করবে ।

বারাকপুর পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা এ বিষয়ে জানান, "আমরা এখনও পর্যন্ত দু'জনকে গ্রেফতার করেছি । এদের সঙ্গে এই খুনের প্রত্যক্ষ ভাবে যোগাযোগ আছে । প্রথমে আমরা গ্রেফতার করি অমিত পণ্ডিতকে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা সন্দীপ পণ্ডিতকে গ্রেফতার করি । আমাদের তদন্ত চলছে । আরও অনেকেই এই ঘটনায় গ্রেফতার হবেন । তবে পুরনো কোনও ঝামেলার জন্যই এই ঘটনা ঘটেছে, সে রকম সূত্র আমরা পেয়েছি ৷ একসঙ্গে হরিণঘাটায় গুলি চালানোর ঘটনার সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে এই ঘটনার ৷ তবে রাজনীতির কোনও যোগ আছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে । তবে প্রধানত কোন ঝামেলার জেরে এই ঘটনা সেটা এখনও বোঝা যায়নি । পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য আশা করি পাব । তবে এই খুনের তদন্তে ক্রুশিয়াল জায়গাগুলি আমাদের কাছে পরিস্কার হতে শুরু করেছে । এই খুনের স্ট্রং এভিডেন্স আমাদের কাছে এসে গিয়েছে । অপরাধীদের নিয়ে ঘটনাস্থলে রেইকি করা হবে ।"

পানিহাটির কাউন্সিলর খুনে গ্রেফতার আরও 1, উদ্ধার আগ্নেয়াস্ত্র

আরও পড়ুন: Councillors Murder Case : পানিহাটি ও ঝালদায় কাউন্সিলার খুনে স্বতঃস্ফূর্ত মামলার আর্জি হাইকোর্টে

বিশ্বস্ত সূত্রে খবর, সঞ্জীব পণ্ডিত পানিহাটি ও কামারহাটি পৌর এলাকায় প্রোমোটিং ব্যবসার সঙ্গে যুক্ত । 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৃত অনুপম দত্তের সঙ্গে স্থানীয় একটি জায়গাকে নিয়ে বিবাদ শুরু হয় সঞ্জীব পণ্ডিতের । প্রাথমিকভাবে এই অনুমান করেই তদন্ত এগোচ্ছে । সঞ্জীব পণ্ডিত অনুপমকে খুনের উদ্দেশ্যে নদিয়ার হরিণঘাটা এলাকার জিয়ায়ুল নামে এক দুস্কৃতীকে ঠিক করে 1 লক্ষ টাকার বিনিময়ে । পরবর্তী কালে সে কাজ করতে অস্বীকার করলে ধৃত সুপারি কিলার অমিতকে ঠিক করে । যেহেতু এই ঘটনা জিয়ায়ুল জানে, তাই তাকে প্রথমে সরানোর জন্য গতবছর নভেম্বর মাসের 25 তারিখ জিয়ায়ুলকে গুলি করে খুনের চেষ্টা করা হয় । কোনও ভাবে জিয়ায়ুল প্রাণে বেঁচে যায় । এরপর অমিত গত 11 তারিখ অনুপম দত্তকে খুন করে । খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র 12 হাজার টাকা দিয়ে মুঙ্গের থেকে কিনে আনে সঞ্জীব ।

আরও পড়ুন : Purulia Strike by Congress : 12 ঘণ্টার পুরুলিয়া ধর্মঘটের ব্যাপক প্রভাব ঝালদায়

আজও সিআইডি টিম ও ডিজাস্টার ম্যানজমেন্টের টিম ঘটনাস্থলে তল্লাশি চালানোর সময় আরও একটি 9 এমএম পিস্তল উদ্ধার করেছে ।

খড়দহ, 16 মার্চ: পানিহাটির কাউন্সিলার খুনে গ্রেফতার হল আরও একজন (Panihati Councillor murder update)৷ উদ্ধার হয়েছে আরও একটি আগ্নেয়াস্ত্র ।

পানিহাটির কাউন্সিলর হত্যাকাণ্ডে (Man arrested in Panihati Councillor murder case) আরও একজন গ্রেফতার হওয়ায় এই ঘটনায় মোট 2 জনকে ধরা হল ৷ ধৃত দ্বিতীয় অভিযুক্তের নাম সঞ্জীব পণ্ডিত । সে স্থানীয় প্রোমোটার বলে এলাকায় পরিচিত (Panihati Councillor murder case)। খড়দহ থানার পুলিশ আজ 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বারাকপুর মহকুমা আদালতে তাকে পেশ করবে ।

বারাকপুর পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা এ বিষয়ে জানান, "আমরা এখনও পর্যন্ত দু'জনকে গ্রেফতার করেছি । এদের সঙ্গে এই খুনের প্রত্যক্ষ ভাবে যোগাযোগ আছে । প্রথমে আমরা গ্রেফতার করি অমিত পণ্ডিতকে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা সন্দীপ পণ্ডিতকে গ্রেফতার করি । আমাদের তদন্ত চলছে । আরও অনেকেই এই ঘটনায় গ্রেফতার হবেন । তবে পুরনো কোনও ঝামেলার জন্যই এই ঘটনা ঘটেছে, সে রকম সূত্র আমরা পেয়েছি ৷ একসঙ্গে হরিণঘাটায় গুলি চালানোর ঘটনার সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে এই ঘটনার ৷ তবে রাজনীতির কোনও যোগ আছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে । তবে প্রধানত কোন ঝামেলার জেরে এই ঘটনা সেটা এখনও বোঝা যায়নি । পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য আশা করি পাব । তবে এই খুনের তদন্তে ক্রুশিয়াল জায়গাগুলি আমাদের কাছে পরিস্কার হতে শুরু করেছে । এই খুনের স্ট্রং এভিডেন্স আমাদের কাছে এসে গিয়েছে । অপরাধীদের নিয়ে ঘটনাস্থলে রেইকি করা হবে ।"

পানিহাটির কাউন্সিলর খুনে গ্রেফতার আরও 1, উদ্ধার আগ্নেয়াস্ত্র

আরও পড়ুন: Councillors Murder Case : পানিহাটি ও ঝালদায় কাউন্সিলার খুনে স্বতঃস্ফূর্ত মামলার আর্জি হাইকোর্টে

বিশ্বস্ত সূত্রে খবর, সঞ্জীব পণ্ডিত পানিহাটি ও কামারহাটি পৌর এলাকায় প্রোমোটিং ব্যবসার সঙ্গে যুক্ত । 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৃত অনুপম দত্তের সঙ্গে স্থানীয় একটি জায়গাকে নিয়ে বিবাদ শুরু হয় সঞ্জীব পণ্ডিতের । প্রাথমিকভাবে এই অনুমান করেই তদন্ত এগোচ্ছে । সঞ্জীব পণ্ডিত অনুপমকে খুনের উদ্দেশ্যে নদিয়ার হরিণঘাটা এলাকার জিয়ায়ুল নামে এক দুস্কৃতীকে ঠিক করে 1 লক্ষ টাকার বিনিময়ে । পরবর্তী কালে সে কাজ করতে অস্বীকার করলে ধৃত সুপারি কিলার অমিতকে ঠিক করে । যেহেতু এই ঘটনা জিয়ায়ুল জানে, তাই তাকে প্রথমে সরানোর জন্য গতবছর নভেম্বর মাসের 25 তারিখ জিয়ায়ুলকে গুলি করে খুনের চেষ্টা করা হয় । কোনও ভাবে জিয়ায়ুল প্রাণে বেঁচে যায় । এরপর অমিত গত 11 তারিখ অনুপম দত্তকে খুন করে । খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র 12 হাজার টাকা দিয়ে মুঙ্গের থেকে কিনে আনে সঞ্জীব ।

আরও পড়ুন : Purulia Strike by Congress : 12 ঘণ্টার পুরুলিয়া ধর্মঘটের ব্যাপক প্রভাব ঝালদায়

আজও সিআইডি টিম ও ডিজাস্টার ম্যানজমেন্টের টিম ঘটনাস্থলে তল্লাশি চালানোর সময় আরও একটি 9 এমএম পিস্তল উদ্ধার করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.