ETV Bharat / state

দমদমে দুষ্কৃতীরাজ; প্রোমোটারকে খুনের হুমকি দিয়ে দুষ্কৃতীদের গুলি

দমদমে নির্মীয়মান আবাসনের বাইরে শূন্যে পরপর চার রাউন্ড গুলি চালাল দুষ্কৃতীরা। ঘটনাটি দমদমের শ্যামনগর মালিরবাগান এলাকার। হতাহতের কোনও খবর নেই।

author img

By

Published : Mar 6, 2019, 6:13 PM IST

ছবিটি প্রতীকী

দমদম, ৬ মার্চ : প্রোমোটিংকে কেন্দ্র করে ফের গুলি চলল দমদমে। নির্মীয়মান আবাসনের বাইরে শূন্যে পরপর চার রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনাটি দমদমের শ্যামনগর মালিরবাগান এলাকার। তবে হতাহতের কোনও খবর নেই। তদন্তে নেমেছে দমদম থানার পুলিশ।

আজ সকালে মালিরবাগানের ওই নির্মীয়মান বহুতলে যায় দুষ্কৃতীরা। আবাসনের ভেতরে ঢোকার আগে তারা শূন্যে চার রাউন্ড গুলি ছোড়ে। বহুতলের প্রোমোটার শুভায়ূ ঘোষ তোলা না দিলে তাঁকে খুন করা হবে বলে দুষ্কৃতীরা হুমকি দেয়। আবাসনের সামনে একটি গাড়িও ভাঙচুর করে তারা। খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় দমদম থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে CCTV ফুটেজ।

জানা গেছে, শুভায়ূর কাছে এর আগে কয়েকবার তোলা চেয়ে হুমকি ফোন এসেছিল। আজ যারা হামলা চালায় তারাই ফোন করেছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থানের কাছেই থাকেন দক্ষিণ দমদম পৌরসভার চেয়ারম্যান পাঁচু রায়।

প্রসঙ্গত, এবারই প্রথম নয়। একই কায়দায় দমদমের আমবাগানের বাসিন্দা তথা প্রোমোটার শেখর পোদ্দারের কাছে তোলা চেয়ে তাঁকে ফোন করত দুষ্কৃতীরা। গত বছরের ২৭ অক্টোবর তাঁকে লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতীরা। গুলি লাগে শেখরের ডান হাতে।ঘটনাস্থানে রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন শেখর। স্থানীয়দের তাড়ায় পালিয়ে যায় দুষ্কৃতীরা। পাঁচ মাস বাদে আজ ফের প্রোমেটিংকে কেন্দ্র করে গুলি চলার সাক্ষী হল দমদম।

undefined

দমদম, ৬ মার্চ : প্রোমোটিংকে কেন্দ্র করে ফের গুলি চলল দমদমে। নির্মীয়মান আবাসনের বাইরে শূন্যে পরপর চার রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনাটি দমদমের শ্যামনগর মালিরবাগান এলাকার। তবে হতাহতের কোনও খবর নেই। তদন্তে নেমেছে দমদম থানার পুলিশ।

আজ সকালে মালিরবাগানের ওই নির্মীয়মান বহুতলে যায় দুষ্কৃতীরা। আবাসনের ভেতরে ঢোকার আগে তারা শূন্যে চার রাউন্ড গুলি ছোড়ে। বহুতলের প্রোমোটার শুভায়ূ ঘোষ তোলা না দিলে তাঁকে খুন করা হবে বলে দুষ্কৃতীরা হুমকি দেয়। আবাসনের সামনে একটি গাড়িও ভাঙচুর করে তারা। খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় দমদম থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে CCTV ফুটেজ।

জানা গেছে, শুভায়ূর কাছে এর আগে কয়েকবার তোলা চেয়ে হুমকি ফোন এসেছিল। আজ যারা হামলা চালায় তারাই ফোন করেছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থানের কাছেই থাকেন দক্ষিণ দমদম পৌরসভার চেয়ারম্যান পাঁচু রায়।

প্রসঙ্গত, এবারই প্রথম নয়। একই কায়দায় দমদমের আমবাগানের বাসিন্দা তথা প্রোমোটার শেখর পোদ্দারের কাছে তোলা চেয়ে তাঁকে ফোন করত দুষ্কৃতীরা। গত বছরের ২৭ অক্টোবর তাঁকে লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতীরা। গুলি লাগে শেখরের ডান হাতে।ঘটনাস্থানে রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন শেখর। স্থানীয়দের তাড়ায় পালিয়ে যায় দুষ্কৃতীরা। পাঁচ মাস বাদে আজ ফের প্রোমেটিংকে কেন্দ্র করে গুলি চলার সাক্ষী হল দমদম।

undefined
Intro:সোমবার বিকাশ ভবনে এবছরের মাধ্যমিক এর টেস্ট পেপারের উন্মোচন করে ছাত্র ছাত্রীদের হাতে তুলে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গাঙ্গুলি সহ শিক্ষা দফতরের আধিকারিক ও ৪ টে স্কুলের ছাত্রছাত্রীরা। তাদের হাতে বিনামূল্যে টেস্ট পেপার তুলে দেওয়া হয়। মধ্যশিক্ষা পর্ষদ এর আওতায় সমস্ত বিদ্যালয়ে দ্রুত এই টেস্ট পেপার পাঠিয়ে দেওয়া হবে। প্রসঙ্গত মাধ্যমিকের প্রিপারেশনের জন্য টেস্ট পেপার খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করে ছাত্রছাত্রী এবং অভিভাবকরা। আগে শিক্ষক সংগঠনের টেস্ট টেস্ট পেপার খুবই জনপ্রিয় ছিল। কিন্তু বিগত কয়েক বছর ধরে মধ্যশিক্ষা পর্ষদের তৈরি টেস্ট পেপার দেওয়া হচ্ছে মাধ্যমিকের ছাত্র-ছাত্রীদের।Body:২০১৮ সালে বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষায় যে প্রশ্ন হয়েছিল তা রয়েছে এই টেস্ট পেপারে। এখানে বাছাই করা ১২০ টি স্কুলের প্রশ্ন তুলে ধরা হয়েছে। গত বারের মাধ্যমিক পরীক্ষা যা প্রশ্ন এসেছিল তার উত্তর মডেল আকারে প্রকাশ করে ছাত্রছাত্রীদের বোঝাবার চেষ্টা করা হয়েছে।

এদিন টেস্ট পেপারের উন্মোচন অনুষ্ঠানে টেস্ট পেপারের গুরুত্ব বোঝাতে গিয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, "টেস্ট পেপার একটা আইডিয়া। ১২০ টা স্কুলের প্রশ্ন এই বইতে তাকে তার বাইরে কিছু আসবে বলে আমার মনে হয় না"। লাস্ট মিনিট সাজেশন এর নামে বোকা বানাবার একটা প্রচেষ্টা চলছে। ছাত্র-ছাত্রীদের সতর্ক করে তিনি বলেন, "কয়েকদিন ধরে দেখছি ঠিক যেন মাধ্যমিকের প্রশ্নপত্র বই বিক্রি করার চেষ্টা চলছে। ওই ফাঁদে যেন তোমরা না পা না দাও। আগে টেস্ট পেপার পড়, তারপর যা খুশি পড়"। Conclusion:তিনি আরো বলেন, "আমি একটা জিনিস লক্ষ্য করছি যে মাধ্যমিকের বা উচ্চমাধ্যমিকের রেজাল্ট হওয়ার সাথে বোধহয় অন্তরায় হচ্ছে গাইডেন্স এবং প্রশ্নের ধরণ। সুতারং এবার নয় আগের বারও আমরা প্রশ্নের ধরণ জাতীয় স্তরে মাধ্যমিকে যে ধরণের প্রশ্ন হয় সেই ধরণের প্রশ্ন রাখার আমরা ব্যবস্থা করেছিলাম মধ্যেশিক্ষা পর্ষদের মাধ্যমে । আমাদের উদ্যোগ হচ্ছে কি ধরণের প্রশ্ন বিভিন্ন স্কুলে করছে তার একটা প্রিপারেশন নেওয়া"।

এদিন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে সতর্ক করে দিয়ে শিক্ষা মন্ত্রী বলেন, "ছাত্রছাত্রীদের সামনেই বলছি কল্যাণ বাবুকে। প্রশ্ন পত্রে ভুল যেন না থাকে। ভুল উত্তর দেবে ছাত্রছাত্রীরা। তার পর চেঁচামেচি করবে। তার পর বলবেন ঠিক আছে দেখছি। হাজার বার দেখবেন। যাতে প্রশ্নপত্রে সুনির্দিষ্ট ভাবে নির্দেশ থাকে। এই ভুলগুলো সম্পর্কে আরো বেশি সচেতন হওয়া উচিত। সেই দিকে সতর্ক হওয়ার জন্য বলছি।অন্তত আপনারা যারা প্রশ্ন করেন আর প্রশ্ন দেখেন তারা যেন সতর্ক হন এটার মধ্যে যেন কোনো ভুল না থাকে"।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.