ETV Bharat / state

পৌরসভা ভোট কবে তা জানেন মমতা ও ফিরহাদ হাকিম : সব্যসাচী দত্ত - BJP

সকাল 9টা পর্যন্ত ভোট হলে বারাসত পৌরসভা পাবে না তৃণমূল৷ 12টা পর্যন্ত ভোট হলে বিরোধী পক্ষের আসনটাও পাবে না৷ বললেন সব্যসাচী দত্ত ৷

sabyasachi dutta
sabyasachi dutta
author img

By

Published : Mar 8, 2020, 5:12 AM IST

বারাসত, 8 মার্চ : পৌরভোট কবে তা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ও ফিরহাদ হাকিম জানেন৷ বারাসতের বিদ্যাসাগর মঞ্চে একটি কর্মসূচিতে যোগ দিতে এসে পৌরভোট নিয়ে মন্তব্য করলেন BJP নেতা সব্যসাচী দত্ত ৷ বলেন, "পৌরসভা নির্বাচন কবে হবে সেটা আমি জানি না ৷ পশ্চিমবঙ্গের কোনও মানুষ জানেন না৷ এক মাত্র দুইজন লোক জানেন মমতা বন্দ্যোপাধ্যায় ও ফিরহাদ হাকিম৷ কারণ বামফ্রন্ট আমলে একটি আইন তৈরি হয়েছিল৷ সেই আইনে রাজ্য নির্বাচন কমিশনের হাতে কোনও ক্ষমতা নেই৷ রাজ্য সরকার, পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী ঠিক করবেন কবে নির্বাচন করতে হবে৷ আর সেই দিনটিই রাজ্য নির্বাচন কমিশনকে ঘোষণা করতে হবে৷"

সেই সঙ্গে তিনি পৌরভোট স্বচ্ছতা নিয়েও সংশয় প্রকাশ করেন ৷ বলেন, "ভোট হবে কী ? কারণ ভোট তো লুট হয়৷ সকাল 9 টা পর্যন্ত ভোট হলে বারাসত পৌরসভা পাবে না তৃণমূল৷ 12 টা পর্যন্ত ভোট হলে বিরোধী পক্ষের আসনটাও পাবে না৷ আর যদি সকাল 7টা থেকে শুরু হওয়া ভোট যদি সাড়ে 7টায় শেষ করে দেয় সেটার জন্য BJP তৈরি৷"

গতকাল সকালে বারাসতের ওই এক মঞ্চে 'বাংলার গর্ব মমতা' কর্মসূচির প্রচারে যান বারাসতের তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী ৷ 'বাংলার গর্ব মুখ্যমন্ত্রী' কর্মসূচি নিয়ে চিরঞ্জিতকে কটাক্ষ করে তিনি বলেন, "টিভি ও খবরের কাগজের মাধ্যমে দেখেছিলাম 'দিদিকে বলো'৷ দিদিকে বলো -তে এত লোক ফোন করে কাটমানি ফেরত চেয়েছে যে ওটা বন্ধ করে দিয়েছেন৷ এখন সেই জন্য নতুন জিনিস এনেছেন 'বাংলার গর্ব'৷ আমি পশ্চিমবঙ্গবাসী হিসেবে এখানকার বিধায়ক চিরঞ্জিত বাবুর কাছে জানতে চাইব সত্যজিৎ রায় কি বাংলার গর্ব নয়৷"

বারাসত, 8 মার্চ : পৌরভোট কবে তা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ও ফিরহাদ হাকিম জানেন৷ বারাসতের বিদ্যাসাগর মঞ্চে একটি কর্মসূচিতে যোগ দিতে এসে পৌরভোট নিয়ে মন্তব্য করলেন BJP নেতা সব্যসাচী দত্ত ৷ বলেন, "পৌরসভা নির্বাচন কবে হবে সেটা আমি জানি না ৷ পশ্চিমবঙ্গের কোনও মানুষ জানেন না৷ এক মাত্র দুইজন লোক জানেন মমতা বন্দ্যোপাধ্যায় ও ফিরহাদ হাকিম৷ কারণ বামফ্রন্ট আমলে একটি আইন তৈরি হয়েছিল৷ সেই আইনে রাজ্য নির্বাচন কমিশনের হাতে কোনও ক্ষমতা নেই৷ রাজ্য সরকার, পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী ঠিক করবেন কবে নির্বাচন করতে হবে৷ আর সেই দিনটিই রাজ্য নির্বাচন কমিশনকে ঘোষণা করতে হবে৷"

সেই সঙ্গে তিনি পৌরভোট স্বচ্ছতা নিয়েও সংশয় প্রকাশ করেন ৷ বলেন, "ভোট হবে কী ? কারণ ভোট তো লুট হয়৷ সকাল 9 টা পর্যন্ত ভোট হলে বারাসত পৌরসভা পাবে না তৃণমূল৷ 12 টা পর্যন্ত ভোট হলে বিরোধী পক্ষের আসনটাও পাবে না৷ আর যদি সকাল 7টা থেকে শুরু হওয়া ভোট যদি সাড়ে 7টায় শেষ করে দেয় সেটার জন্য BJP তৈরি৷"

গতকাল সকালে বারাসতের ওই এক মঞ্চে 'বাংলার গর্ব মমতা' কর্মসূচির প্রচারে যান বারাসতের তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী ৷ 'বাংলার গর্ব মুখ্যমন্ত্রী' কর্মসূচি নিয়ে চিরঞ্জিতকে কটাক্ষ করে তিনি বলেন, "টিভি ও খবরের কাগজের মাধ্যমে দেখেছিলাম 'দিদিকে বলো'৷ দিদিকে বলো -তে এত লোক ফোন করে কাটমানি ফেরত চেয়েছে যে ওটা বন্ধ করে দিয়েছেন৷ এখন সেই জন্য নতুন জিনিস এনেছেন 'বাংলার গর্ব'৷ আমি পশ্চিমবঙ্গবাসী হিসেবে এখানকার বিধায়ক চিরঞ্জিত বাবুর কাছে জানতে চাইব সত্যজিৎ রায় কি বাংলার গর্ব নয়৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.