ETV Bharat / state

কোরোনায় আক্রান্ত 8, বন্ধ হল ব্যারাকপুরের বেসরকারি হাসপাতাল - corona update west bengal

32 জনের সোয়াব নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় । গতকাল রিপোর্ট আসে । জানা যায়, সাতজন কোরোনা পজ়িটিভ । তাঁদের মধ্যে চারজন নার্স,  দু'জন টেকনিশিয়ান ও একজন হাউসকিপিং স্টাফ রয়েছেন ।

hospital
hospital
author img

By

Published : May 16, 2020, 8:45 AM IST

ব্যারাকপুর, 16 মে : ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে আটজন কোরোনায় আক্রান্ত হলেন । এরপরই বন্ধ করে দেওয়া হয় ওই হাসপাতাল । আক্রান্তদের মধ্যে হাসপাতালকর্মীও রয়েছেন ।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, সাতদিন আগে ব্যারাকপুরের ওই হাসপাতালে এক রোগী ভরতি হন । সেই রোগীর শরীরে কোরোনার সংক্রমণ ধরা পড়ে । তাঁর সংস্পর্শে এসেছিলেন হাসপাতালের নার্সসহ 32জন কর্মী । তাঁদের কোয়ারানটিনে রাখেন হাসপাতাল কর্তৃপক্ষ । 32 জনের সোয়াব নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় । গতকাল রিপোর্ট আসে । জানা যায়, সাতজন কোরোনা পজ়িটিভ । তাঁদের মধ্যে চারজন নার্স, দু'জন টেকনিশিয়ান ও একজন হাউসকিপিং স্টাফ রয়েছেন । ওই হাসপাতালের গ্রাউন্ড ফ্লোরের যে ঘরে কোরোনা আক্রান্ত রোগী ভরতি ছিলেন, সেই ঘরটি প্রথমে সিল করে দেওয়া হয় । ICU-তে থাকা রোগীদের অন্য হাসপাতালে পাঠানো হয়েছে ।

কেন্দ্রের তরফে কোরোনার রেড জ়োন হিসেবে রাজ্যের প্রথম যে চার জেলার নাম ছিল, তার মধ্যে ছিল উত্তর 24 পরগনা । এই জেলায় সবচেয়ে বেশি কোরোনা সংক্রমণ ছিল ব্যারাকপুর শিল্পাঞ্চলে । একের পর এক কোরোনা রোগীর সন্ধান পাওয়া যাচ্ছিল । এইবার সংক্রমণ ছড়িয়ে পড়ল বেসরকারি হাসপাতালেও ।

ব্যারাকপুর, 16 মে : ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে আটজন কোরোনায় আক্রান্ত হলেন । এরপরই বন্ধ করে দেওয়া হয় ওই হাসপাতাল । আক্রান্তদের মধ্যে হাসপাতালকর্মীও রয়েছেন ।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, সাতদিন আগে ব্যারাকপুরের ওই হাসপাতালে এক রোগী ভরতি হন । সেই রোগীর শরীরে কোরোনার সংক্রমণ ধরা পড়ে । তাঁর সংস্পর্শে এসেছিলেন হাসপাতালের নার্সসহ 32জন কর্মী । তাঁদের কোয়ারানটিনে রাখেন হাসপাতাল কর্তৃপক্ষ । 32 জনের সোয়াব নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় । গতকাল রিপোর্ট আসে । জানা যায়, সাতজন কোরোনা পজ়িটিভ । তাঁদের মধ্যে চারজন নার্স, দু'জন টেকনিশিয়ান ও একজন হাউসকিপিং স্টাফ রয়েছেন । ওই হাসপাতালের গ্রাউন্ড ফ্লোরের যে ঘরে কোরোনা আক্রান্ত রোগী ভরতি ছিলেন, সেই ঘরটি প্রথমে সিল করে দেওয়া হয় । ICU-তে থাকা রোগীদের অন্য হাসপাতালে পাঠানো হয়েছে ।

কেন্দ্রের তরফে কোরোনার রেড জ়োন হিসেবে রাজ্যের প্রথম যে চার জেলার নাম ছিল, তার মধ্যে ছিল উত্তর 24 পরগনা । এই জেলায় সবচেয়ে বেশি কোরোনা সংক্রমণ ছিল ব্যারাকপুর শিল্পাঞ্চলে । একের পর এক কোরোনা রোগীর সন্ধান পাওয়া যাচ্ছিল । এইবার সংক্রমণ ছড়িয়ে পড়ল বেসরকারি হাসপাতালেও ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.