ETV Bharat / state

দাদাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন - barrackpore

মামাতো ভাইয়ের হাতে খুন এক ব্যক্তি । পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে তাকে খুন করা হয় । মৃতের নাম অনিল আগরওয়াল । অভিযুক্ত বিজয় সিংহানিয়া । গতরাতে ঘটনাটি ঘটে কামারহাটির গ্রাহাম রোডে ।

দাদাকে গুলি করে খুন
author img

By

Published : Apr 23, 2019, 11:00 AM IST

Updated : Apr 23, 2019, 11:08 AM IST

ব্যারাকপুর, 23 এপ্রিল : মামাতো ভাইয়ের হাতে খুন এক ব্যক্তি । পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে তাকে খুন করা হয় । মৃতের নাম অনিল আগরওয়াল । অভিযুক্ত বিজয় সিংহানিয়া । গতরাতে ঘটনাটি ঘটে কামারহাটির গ্রাহাম রোডে ।

অনিল পেশায় ভোজ্যতেল ব্যবসায়ী । গ্রাহাম রোডে একটি বিল্ডিংয়ের নিচে তার দোকান । গতকাল বিজয়ের সঙ্গে বিল্ডিংয়ের দু'তলায় দাঁড়িয়ে কথা বলছিল অনিল । কোনও একটি বিষয় নিয়ে দু'জনের মধ্যে কথা কাটাকাটি হয় । হঠাৎই নিজের কাছে থাকা বন্দুক নিয়ে অনিলের মাথায় গুলি করে বিজয় । পরে চপার দিয়ে কোপাতে যায় । গুলির আওয়াজ শুনে তার আগেই চলে আসে স্থানীয়রা । তারা বিজয়কে ধরে ফেলে । রক্তাক্ত অবস্থায় অনিলকে কামারহাটি সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয় । চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ।

এরপর স্থানীয়রা বিজয়কে বেলঘড়িয়া থানার পুলিশের হাতে তুলে দেয় । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

ব্যারাকপুর, 23 এপ্রিল : মামাতো ভাইয়ের হাতে খুন এক ব্যক্তি । পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে তাকে খুন করা হয় । মৃতের নাম অনিল আগরওয়াল । অভিযুক্ত বিজয় সিংহানিয়া । গতরাতে ঘটনাটি ঘটে কামারহাটির গ্রাহাম রোডে ।

অনিল পেশায় ভোজ্যতেল ব্যবসায়ী । গ্রাহাম রোডে একটি বিল্ডিংয়ের নিচে তার দোকান । গতকাল বিজয়ের সঙ্গে বিল্ডিংয়ের দু'তলায় দাঁড়িয়ে কথা বলছিল অনিল । কোনও একটি বিষয় নিয়ে দু'জনের মধ্যে কথা কাটাকাটি হয় । হঠাৎই নিজের কাছে থাকা বন্দুক নিয়ে অনিলের মাথায় গুলি করে বিজয় । পরে চপার দিয়ে কোপাতে যায় । গুলির আওয়াজ শুনে তার আগেই চলে আসে স্থানীয়রা । তারা বিজয়কে ধরে ফেলে । রক্তাক্ত অবস্থায় অনিলকে কামারহাটি সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয় । চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ।

এরপর স্থানীয়রা বিজয়কে বেলঘড়িয়া থানার পুলিশের হাতে তুলে দেয় । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

sample description
Last Updated : Apr 23, 2019, 11:08 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.