রাজারহাট, 25 এপ্রিল : থাকত রাজমিস্ত্রি হয়ে । গোপনে চালাত অস্ত্রের কারবার । গতকাল ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে তাফিজ়ুল শেখ নামে ওই অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করে রাজারহাট থানার পুলিশ । তার কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড গুলি উদ্ধার হয় । তাফিজ়ুলের বিরুদ্ধে মামলা হয়েছে অস্ত্র আইনে ।
অস্ত্র ব্যবসার একরকম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে রাজারহাট । মুন্নার পর ফের পুলিশের জালে তাফিজ়ুল । জানা গেছে, ধৃত তাফিজ়ুলের বাড়ি ডোমকল থানা এলাকায় । রাজমিস্ত্রির পরিচয় দিয়ে কয়েকবছর ধরে ভাড়া থাকত রাজারহাটের মাঝেরহাটে । গোপন সূত্রে খবর পেয়ে গতকাল তাকে রাজারহাটের কামারবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় । জিজ্ঞাসাবাদে সে নিজের নাম ও অস্ত্র কারবারের কথা স্বীকার করে নেয় ।
গতকাল তাফিজ়ুলকে বারাসত আদালতে তোলা হলে বিচারক পুলিশি হেপাজতের নির্দেশ দেন । তাফিজ়ুলের সঙ্গে অস্ত্র কারবারে আর কে কে জড়িত ছিল তাও জানার চেষ্টা করছে পুলিশ ।