ETV Bharat / state

মুন্নার পর রাজারহাট থেকে গ্রেপ্তার অস্ত্রকারবারি তাফিজ়ুল - kolkata

রাজারহাটের কামারবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার অস্ত্র কারবারি তাফিজ়ুল শেখ । পেশায় রাজমিস্ত্রি হলেও আড়ালে অস্ত্রের কারবার চালাত সে ।

উদ্ধার হওয়া অস্ত্র
author img

By

Published : Apr 25, 2019, 8:47 AM IST

রাজারহাট, 25 এপ্রিল : থাকত রাজমিস্ত্রি হয়ে । গোপনে চালাত অস্ত্রের কারবার । গতকাল ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে তাফিজ়ুল শেখ নামে ওই অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করে রাজারহাট থানার পুলিশ । তার কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড গুলি উদ্ধার হয় । তাফিজ়ুলের বিরুদ্ধে মামলা হয়েছে অস্ত্র আইনে ।

অস্ত্র ব্যবসার একরকম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে রাজারহাট । মুন্নার পর ফের পুলিশের জালে তাফিজ়ুল । জানা গেছে, ধৃত তাফিজ়ুলের বাড়ি ডোমকল থানা এলাকায় । রাজমিস্ত্রির পরিচয় দিয়ে কয়েকবছর ধরে ভাড়া থাকত রাজারহাটের মাঝেরহাটে । গোপন সূত্রে খবর পেয়ে গতকাল তাকে রাজারহাটের কামারবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় । জিজ্ঞাসাবাদে সে নিজের নাম ও অস্ত্র কারবারের কথা স্বীকার করে নেয় ।

গতকাল তাফিজ়ুলকে বারাসত আদালতে তোলা হলে বিচারক পুলিশি হেপাজতের নির্দেশ দেন । তাফিজ়ুলের সঙ্গে অস্ত্র কারবারে আর কে কে জড়িত ছিল তাও জানার চেষ্টা করছে পুলিশ ।

রাজারহাট, 25 এপ্রিল : থাকত রাজমিস্ত্রি হয়ে । গোপনে চালাত অস্ত্রের কারবার । গতকাল ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে তাফিজ়ুল শেখ নামে ওই অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করে রাজারহাট থানার পুলিশ । তার কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড গুলি উদ্ধার হয় । তাফিজ়ুলের বিরুদ্ধে মামলা হয়েছে অস্ত্র আইনে ।

অস্ত্র ব্যবসার একরকম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে রাজারহাট । মুন্নার পর ফের পুলিশের জালে তাফিজ়ুল । জানা গেছে, ধৃত তাফিজ়ুলের বাড়ি ডোমকল থানা এলাকায় । রাজমিস্ত্রির পরিচয় দিয়ে কয়েকবছর ধরে ভাড়া থাকত রাজারহাটের মাঝেরহাটে । গোপন সূত্রে খবর পেয়ে গতকাল তাকে রাজারহাটের কামারবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় । জিজ্ঞাসাবাদে সে নিজের নাম ও অস্ত্র কারবারের কথা স্বীকার করে নেয় ।

গতকাল তাফিজ়ুলকে বারাসত আদালতে তোলা হলে বিচারক পুলিশি হেপাজতের নির্দেশ দেন । তাফিজ়ুলের সঙ্গে অস্ত্র কারবারে আর কে কে জড়িত ছিল তাও জানার চেষ্টা করছে পুলিশ ।

Intro:কেষ্টপুরে পরপর শেষ দুমাসে বেশ কয়েকটি ফ্ল্যাটে মিটার বক্সে আগুন ধরে যাচ্ছিল। মিটার বক্সের যান্ত্রিক গোলযোগের দিকে সন্দেহ করা হলেও পর পর একাধিক আবাসনে আগুন লাগার ঘটনায় সন্দেহ হয় বাসিন্দাদের মনে। এর মধ্যেই একটি সিসিটিভি ফুটেজ সামনে এল। যাতে দেখা যাচ্ছে ১ ডিসেম্বর বসুন্ধরা আবাসন এর একটি ফ্ল্যাটের গ্রাউন্ড ফ্লোরে এক অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী মিটার বক্সের দিকে এগিয়ে যাচ্ছে। সিঁড়ির আড়াল থাকায় সে কি ধরনের গোলমাল পাকিয়েছে মিটার বক্সে এরপর তা আর দেখা যায়নি কিন্তু ওই ব্যক্তি বেরিয়ে আসার পর কিছুক্ষণ তাকিয়ে থাকে মিরার বক্সের দিকে এর পরেই সে দৌড়ে পালিয়ে যায় এবং তার পরেই মিটার বক্সে জোরালো বিস্ফোরণের মত শব্দ হয় এবং তারপরেই আগুন ধরে যায় ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা। Body:আর এতেই সন্দেহ মিটার বক্সের কোন গোলযোগ নয় রীতিমত পরিকল্পনা করে পর পর এই কান্ড ঘটানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে ইতিমধ্যেই বীরেন রায় নামে এক ব্যক্তি বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেছেন ওই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী বিরুদ্ধে। তার অভিযোগের স্বপক্ষে তিনি একটি সিসিটিভি ফুটেজ জমা দিয়েছেন পুলিশের কাছে। Conclusion:সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদের পর পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান ইচ্ছাকৃতভাবেই আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল মিটার বক্সে। পরিকল্পনা মাফিক ষড়যন্ত্র করা হয়েছিল। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী বিরুদ্ধে 448 435 এবং 427 ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ওই ব্যক্তির পরিচয় জানতে স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.