ETV Bharat / state

Salt Lake Gold Fraud Case স্বর্ণ ব্যবসায়ীর সঙ্গে 3 কোটির প্রতারণা, রাজস্থান থেকে ধৃত যুবক - বিধাননগরের সোনা ব্যবসায়ী

সোনা ব্যবসায়ীর সঙ্গে প্রতারণার অভিযোগে ধৃত এক যুবক (Salt Lake Gold Fraud Case) ৷ লেকটাউন থানার পুলিশ বিক্রম ঝুনঝুনওয়ালা নামে ওই যুবককে রাজস্থান থেকে গ্রেফতার করেছে (one arrested for alleged fraud with gold businessman) ৷

স্বর্ণ ব্যবসায়ীর সঙ্গে 3 কোটির প্রতারণা
Etv Bharat
author img

By

Published : Aug 29, 2022, 10:47 PM IST

বিধাননগর, 29 অগস্ট: সোনা ব্যবসায়ীর সঙ্গে সোনা বিক্রির নামে 3 কোটি টাকা প্রতারণা । ভিন রাজ্য থেকে গ্রেফতার এক যুবক । ধৃত যুবকের নাম বিক্রম ঝুনঝুনওয়ালা ৷ সে বাঙুরের বাসিন্দা (one arrested for alleged fraud with gold businessman) ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জানুয়ারি মাসে বড়বাজার এলাকার স্বর্ণ ব্যবসায়ী সচিন আগরওয়াল লেকটাউন থানায় অভিযোগ করেন, তাঁর সঙ্গে ব্যবসায়িক সূত্রে আলাপ হয় বাঙুরের বাসিন্দা বিক্রম ঝুনঝুনওয়ালার । বিক্রম তাঁকে জানায়, অন্য রাজ্যের ব্যবসায়ীদের সোনা বিক্রি করে দিতে পারবে সে ৷ সেই প্রতিশ্রুতি বিশ্বাস করে বিক্রমকে ভিন রাজ্যে ব্যবসা বৃদ্ধির জন্যে সোনা দিতে রাজি হন সোনা ব্যবসায়ী সচিন আগরওয়াল (gold fraud case in Salt Lake) ৷

ভিন রাজ্যে বিক্রি করার জন্যে ওই ব্যবসায়ী অভিযুক্ত ওই যুবককে 3 কোটি টাকার সোনা দেন । কিন্তু তবে দীর্ঘদিন পেরিয়ে গেলেও সোনা বিক্রির টাকা সচিন আগরওয়ালকে আর ফেরৎ দেয়নি অভিযুক্ত বিক্রম ঝুনঝুনওয়ালা ৷ উপরন্তু সে যোগাযোগও বন্ধ করে দেয় ৷ এরপরেই লেকটাউন থানায় অভিযোগ জানান ওই ব্যবসায়ী ৷

আরও পড়ুন: বিধাননগরে পুলিশের জালে আন্তঃরাজ্য বাইক চুরি চক্রের 2 পাণ্ডা

এরপর ঘটনার তদন্ত শুরু করে অভিযুক্ত ব্যক্তির মোবাইল লোকেশন ট্র্যাক করে লেকটাউন থানার পুলিশ । সেই সূত্র ধরে পুলিশ জানতে পারে রাজস্থানের বিকানেরে রয়েছে অভিযুক্ত । সেইমতো অভিযোগ দায়েরের আট মাসের মাথায় রাজস্থানে হানা দেয় লেকটাউন থানার পুলিশ । সেখান থেকে অভিযুক্ত বিক্রম ঝুনঝুনওয়ালাকে গ্রেফতার করা হয় (Laketown Police arrests one) ৷ নিয়ে আসা হয় এরাজ্যে ৷ সোমবার ধৃতকে বিধাননগর আদালতে তোলা হয় ৷ চুরি যাওয়া সোনা কোথায় রাখা হয়েছে এবং ধৃতের সঙ্গে আর কেউ এই কাজে জড়িত কি না তা জানার চেষ্টা করছে পুলিশ ৷

আরও পড়ুন: গৃহকর্ত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার পরিচারক

বিধাননগর, 29 অগস্ট: সোনা ব্যবসায়ীর সঙ্গে সোনা বিক্রির নামে 3 কোটি টাকা প্রতারণা । ভিন রাজ্য থেকে গ্রেফতার এক যুবক । ধৃত যুবকের নাম বিক্রম ঝুনঝুনওয়ালা ৷ সে বাঙুরের বাসিন্দা (one arrested for alleged fraud with gold businessman) ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জানুয়ারি মাসে বড়বাজার এলাকার স্বর্ণ ব্যবসায়ী সচিন আগরওয়াল লেকটাউন থানায় অভিযোগ করেন, তাঁর সঙ্গে ব্যবসায়িক সূত্রে আলাপ হয় বাঙুরের বাসিন্দা বিক্রম ঝুনঝুনওয়ালার । বিক্রম তাঁকে জানায়, অন্য রাজ্যের ব্যবসায়ীদের সোনা বিক্রি করে দিতে পারবে সে ৷ সেই প্রতিশ্রুতি বিশ্বাস করে বিক্রমকে ভিন রাজ্যে ব্যবসা বৃদ্ধির জন্যে সোনা দিতে রাজি হন সোনা ব্যবসায়ী সচিন আগরওয়াল (gold fraud case in Salt Lake) ৷

ভিন রাজ্যে বিক্রি করার জন্যে ওই ব্যবসায়ী অভিযুক্ত ওই যুবককে 3 কোটি টাকার সোনা দেন । কিন্তু তবে দীর্ঘদিন পেরিয়ে গেলেও সোনা বিক্রির টাকা সচিন আগরওয়ালকে আর ফেরৎ দেয়নি অভিযুক্ত বিক্রম ঝুনঝুনওয়ালা ৷ উপরন্তু সে যোগাযোগও বন্ধ করে দেয় ৷ এরপরেই লেকটাউন থানায় অভিযোগ জানান ওই ব্যবসায়ী ৷

আরও পড়ুন: বিধাননগরে পুলিশের জালে আন্তঃরাজ্য বাইক চুরি চক্রের 2 পাণ্ডা

এরপর ঘটনার তদন্ত শুরু করে অভিযুক্ত ব্যক্তির মোবাইল লোকেশন ট্র্যাক করে লেকটাউন থানার পুলিশ । সেই সূত্র ধরে পুলিশ জানতে পারে রাজস্থানের বিকানেরে রয়েছে অভিযুক্ত । সেইমতো অভিযোগ দায়েরের আট মাসের মাথায় রাজস্থানে হানা দেয় লেকটাউন থানার পুলিশ । সেখান থেকে অভিযুক্ত বিক্রম ঝুনঝুনওয়ালাকে গ্রেফতার করা হয় (Laketown Police arrests one) ৷ নিয়ে আসা হয় এরাজ্যে ৷ সোমবার ধৃতকে বিধাননগর আদালতে তোলা হয় ৷ চুরি যাওয়া সোনা কোথায় রাখা হয়েছে এবং ধৃতের সঙ্গে আর কেউ এই কাজে জড়িত কি না তা জানার চেষ্টা করছে পুলিশ ৷

আরও পড়ুন: গৃহকর্ত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার পরিচারক

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.