ETV Bharat / state

Hawker Problem On Barasat: উড়ালপুলের ফুটপাথে দিনদিন দাপট বাড়ছে হকারদের, দখলমুক্ত করতে তৎপর পৌরসভা

উড়ালপুলের দু'দিকের ফুটপাথে হকারদের দাপটে রাস্তা দিয়ে চলাচল করতে সমস্যার সন্মুখীন হতে হচ্ছে পথচারীদের (Occupying footpath of flyover in barasat)। সমস্য়া সমাধানে উদ্য়ােগ নিল বারাসত পৌরসভা ৷

author img

By

Published : Apr 8, 2022, 2:14 PM IST

Hawker Problem On Barasat
বারাসত হকার

বারাসত, 8 এপ্রিল: ফুটপাথ দখল করে হকারদের দাপট দিনদিন বেড়েই চলেছে বারাসতে। যার জেরে উড়ালপুলের দু'দিকের ফুটপাথের সংকীর্ণ রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত সমস্যার সন্মুখীন হতে হচ্ছে পথচারীদের (Occupying footpath of flyover in barasat)। এই নিয়ে শহরের বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিনের। ক্ষোভও বাড়ছিল তাঁদের। সেই অভিযোগ মেনে নিয়ে এবার শহরবাসীর ক্ষোভ প্রশমনে এগিয়ে এল বারাসত পৌরসভা। ফুটপাথ দখলমুক্ত করতে ইতিমধ্যে তৎপর হয়েছে পৌর কর্তৃপক্ষ। সরেজমিনে খতিয়ে দেখার পর বেদখল হয়ে যাওয়া ফুটপাথের রাস্তা ফের পথচারীদের ফিরিয়ে দিতে চান তারা।
সম্প্রতি বারাসত 12 নম্বর রেলগেটের উড়ালপুলের নিচের ফুটপাথের হকারদের সঙ্গে এই বিষয়ে আলোচনাও করেছেন পৌরসভার ভাইস চেয়ারম্যান তাপস দাশগুপ্ত। হকারদের স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, দখল করা ফুটপাথ থেকে দ্রুত সরে যেতে হবে । যাতে কোনওভাবে ফুটপাথ দিয়ে চলাচল করতে অসুবিধে না হয় পথচারীদের। ফুটপাথের উপর ব‍্যবসার কোনও জিনিসপত্রও রাখা যাবে না বলেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে হকারদের। শুধু হকার নয়, ফুটপাথের দু'দিকে দখল করে থাকা ব‍্যবসায়ীদের একাংশের উদ্দেশ্যেও এমন বার্তা দেওয়া হয়েছে বলে খবর পৌরসভা সূত্রে।

আরও পড়ুন : Railway Hawkers Protest : রেলের হকার উচ্ছেদ নোটিশ, প্রতিবাদ জানিয়ে একমঞ্চে বাম-তৃণমূল

বারাসত উড়ালপুলের দু'দিকের ফুটপাথের রাস্তা বড়জোর 15 থেকে 20 ফুট চওড়া। কিন্তু, সেই ফুটপাথের বেশিরভাগ রাস্তাই এখন চলে গিয়েছে হকারদের দখলে। ফলে ফুটপাথের রাস্তা আরও সংকীর্ণ হয়ে পড়ছে। একদিকে সংকীর্ণ রাস্তায় পথচারীদের যেমন চলাচল করতে অসুবিধে হচ্ছে। অন্যদিকে তেমনই সঙ্কটাপন্ন কোনও রোগীকে হাসপাতালে নিয়ে যেতে গিয়েও হিমশিম খেতে হয় পরিবারকে। সেখানে কোথায়ও আগুন লাগলে দমকলের ইঞ্জিনও ঢুকতে পারে না ঠিকমতো। যা ঘিরে শহরবাসীর মধ্যে দিনদিন ক্ষোভ বেড়ে চলেছিল। তা আন্দাজ করেই ফুটপাথ দখলমুক্ত করতে তৎপর হয়েছে বারাসত পৌরসভা।

উড়ালপুলের ফুটপাতে দিনদিন বাড়ছে হকারদের দাপট

আরও পড়ুন : Malda Police On Illegal Parking: বেআইনি পার্কিং আর ফুটপাথ মুক্ত করতে অভিযানে মালদা জেলা পুলিশ

হকার দাপটের কথা কার্যত স্বীকার করে পৌরসভার ভাইস চেয়ারম্যান তাপস দাশগুপ্ত বলেন, "বারাসত উড়ালপুলের কলোনি মোড় থেকে একেবারে লরিস্ট‍্যান্ড পর্যন্ত যে ফুটপাথ রয়েছে, তার অধিকাংশই চলে গিয়েছে হকারদের দখলে। আমরা ইতিমধ্যে তা খতিয়ে দেখেছি। প্রায় 250 হকার ফুটপাথের রাস্তা দখল করে ব‍্যবসা করছেন। রয়েছে বেশ কিছু বড় দোকানও। সেই সমস্ত দোকানের তালিকা তৈরি করে শীঘ্রই চেয়ারম্যানের কাছে রিপোর্ট পাঠানো হবে। হকার উচ্ছেদ আমরা চাই না । কিন্তু, ফুটপাথ দখল করা যাবে না । ফুটপাথের রাস্তা থেকে সরে যেতে হবে দখলদারদের ৷"

এই বিষয়ে বাপ্পা দাস নামে এক হকার বলেন, "ভাইস চেয়ারম্যান এসেছিলেন ঠিকই। কিন্তু, তাঁর সঙ্গে ফুটপাথ দখল করা নিয়ে কোনও আলোচনা হয়নি। আমরাও চাই ফুটপাথ দখলমুক্ত হোক। কিন্তু, তা হকারদের উচ্ছেদ করে নয়। কারণ, সকলের পেটের দায়ে ব‍্যবসা করছে ৷"

অন্যদিকে, হকারদের বাঁচিয়ে ফুটপাথ দখলমুক্ত করার বিষয়ে একমত বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্রও। তিনি বলেন, "এমনিতেই বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে। সেই জায়গায় হকারদের পুনর্বাসন দিয়ে ফুটপাথ দখলমুক্ত করা হলে কারও কোনও অসুবিধে হবে না। এর অন‍্যথা হলে আন্দোলনের পথে যাব আমরা ৷"

বারাসত, 8 এপ্রিল: ফুটপাথ দখল করে হকারদের দাপট দিনদিন বেড়েই চলেছে বারাসতে। যার জেরে উড়ালপুলের দু'দিকের ফুটপাথের সংকীর্ণ রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত সমস্যার সন্মুখীন হতে হচ্ছে পথচারীদের (Occupying footpath of flyover in barasat)। এই নিয়ে শহরের বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিনের। ক্ষোভও বাড়ছিল তাঁদের। সেই অভিযোগ মেনে নিয়ে এবার শহরবাসীর ক্ষোভ প্রশমনে এগিয়ে এল বারাসত পৌরসভা। ফুটপাথ দখলমুক্ত করতে ইতিমধ্যে তৎপর হয়েছে পৌর কর্তৃপক্ষ। সরেজমিনে খতিয়ে দেখার পর বেদখল হয়ে যাওয়া ফুটপাথের রাস্তা ফের পথচারীদের ফিরিয়ে দিতে চান তারা।
সম্প্রতি বারাসত 12 নম্বর রেলগেটের উড়ালপুলের নিচের ফুটপাথের হকারদের সঙ্গে এই বিষয়ে আলোচনাও করেছেন পৌরসভার ভাইস চেয়ারম্যান তাপস দাশগুপ্ত। হকারদের স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, দখল করা ফুটপাথ থেকে দ্রুত সরে যেতে হবে । যাতে কোনওভাবে ফুটপাথ দিয়ে চলাচল করতে অসুবিধে না হয় পথচারীদের। ফুটপাথের উপর ব‍্যবসার কোনও জিনিসপত্রও রাখা যাবে না বলেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে হকারদের। শুধু হকার নয়, ফুটপাথের দু'দিকে দখল করে থাকা ব‍্যবসায়ীদের একাংশের উদ্দেশ্যেও এমন বার্তা দেওয়া হয়েছে বলে খবর পৌরসভা সূত্রে।

আরও পড়ুন : Railway Hawkers Protest : রেলের হকার উচ্ছেদ নোটিশ, প্রতিবাদ জানিয়ে একমঞ্চে বাম-তৃণমূল

বারাসত উড়ালপুলের দু'দিকের ফুটপাথের রাস্তা বড়জোর 15 থেকে 20 ফুট চওড়া। কিন্তু, সেই ফুটপাথের বেশিরভাগ রাস্তাই এখন চলে গিয়েছে হকারদের দখলে। ফলে ফুটপাথের রাস্তা আরও সংকীর্ণ হয়ে পড়ছে। একদিকে সংকীর্ণ রাস্তায় পথচারীদের যেমন চলাচল করতে অসুবিধে হচ্ছে। অন্যদিকে তেমনই সঙ্কটাপন্ন কোনও রোগীকে হাসপাতালে নিয়ে যেতে গিয়েও হিমশিম খেতে হয় পরিবারকে। সেখানে কোথায়ও আগুন লাগলে দমকলের ইঞ্জিনও ঢুকতে পারে না ঠিকমতো। যা ঘিরে শহরবাসীর মধ্যে দিনদিন ক্ষোভ বেড়ে চলেছিল। তা আন্দাজ করেই ফুটপাথ দখলমুক্ত করতে তৎপর হয়েছে বারাসত পৌরসভা।

উড়ালপুলের ফুটপাতে দিনদিন বাড়ছে হকারদের দাপট

আরও পড়ুন : Malda Police On Illegal Parking: বেআইনি পার্কিং আর ফুটপাথ মুক্ত করতে অভিযানে মালদা জেলা পুলিশ

হকার দাপটের কথা কার্যত স্বীকার করে পৌরসভার ভাইস চেয়ারম্যান তাপস দাশগুপ্ত বলেন, "বারাসত উড়ালপুলের কলোনি মোড় থেকে একেবারে লরিস্ট‍্যান্ড পর্যন্ত যে ফুটপাথ রয়েছে, তার অধিকাংশই চলে গিয়েছে হকারদের দখলে। আমরা ইতিমধ্যে তা খতিয়ে দেখেছি। প্রায় 250 হকার ফুটপাথের রাস্তা দখল করে ব‍্যবসা করছেন। রয়েছে বেশ কিছু বড় দোকানও। সেই সমস্ত দোকানের তালিকা তৈরি করে শীঘ্রই চেয়ারম্যানের কাছে রিপোর্ট পাঠানো হবে। হকার উচ্ছেদ আমরা চাই না । কিন্তু, ফুটপাথ দখল করা যাবে না । ফুটপাথের রাস্তা থেকে সরে যেতে হবে দখলদারদের ৷"

এই বিষয়ে বাপ্পা দাস নামে এক হকার বলেন, "ভাইস চেয়ারম্যান এসেছিলেন ঠিকই। কিন্তু, তাঁর সঙ্গে ফুটপাথ দখল করা নিয়ে কোনও আলোচনা হয়নি। আমরাও চাই ফুটপাথ দখলমুক্ত হোক। কিন্তু, তা হকারদের উচ্ছেদ করে নয়। কারণ, সকলের পেটের দায়ে ব‍্যবসা করছে ৷"

অন্যদিকে, হকারদের বাঁচিয়ে ফুটপাথ দখলমুক্ত করার বিষয়ে একমত বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্রও। তিনি বলেন, "এমনিতেই বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে। সেই জায়গায় হকারদের পুনর্বাসন দিয়ে ফুটপাথ দখলমুক্ত করা হলে কারও কোনও অসুবিধে হবে না। এর অন‍্যথা হলে আন্দোলনের পথে যাব আমরা ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.