ETV Bharat / state

করোনা ঠেকাতে রাতে বাজার বন্ধের সিদ্ধান্ত বনগাঁ পৌরসভায়, চালু হেল্পলাইন - covid

প্রশাসনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, রাত ন'টা থেকে সকাল ছ'টা পর্যন্ত সমস্ত ব্য়বসায়িক প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে ৷ এই নির্দেশ অনির্দিষ্টকালের জন্য় বহাল থাকবে বলে জানানো হয়েছে ৷ পাশাপাশি করোনা আক্রান্তদের জন্য খোলা হয়েছে হেল্পলাইন। মাইকে করে সচেতনতামূলক প্রচার করা হচ্ছে বিভিন্ন এলাকায় ।

bongaon
রাস্তায় লোক কম বনগাঁ পৌরসভায়
author img

By

Published : Apr 28, 2021, 8:58 PM IST

বনগাঁ, 28 এপ্রিল : রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্য়া । করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে উত্তর 24 পরগনাতেও । এই অবস্থায় করোনা মোকাবিলায় একাধিক উদ্যোগ নিল বনগাঁ পৌরসভা ও প্রশাসক।

প্রশাসনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, রাত ন'টা থেকে সকাল ছ'টা পর্যন্ত সমস্ত ব্য়বসায়িক প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে ৷ এই নির্দেশ অনির্দিষ্টকালের জন্য় বহাল থাকবে বলে জানানো হয়েছে ৷ পাশাপাশি করোনা আক্রান্তদের জন্য খোলা হয়েছে হেল্পলাইন। মাইকে করে সচেতনতামূলক প্রচার করা হচ্ছে বিভিন্ন এলাকায় ।

আরও পড়ুন- কমিটি গঠন করে করোনা সচেতনতায় বিশেষ অভিযান জয়নগর মজিলপুর টাউনে

করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে বনগাঁ পৌরসভা, প্রশাসক ও ব্যবসায়ী সমিতি যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে বনগাঁর বিভিন্ন বাজারগুলি রাত ন'টা থেকে সকাল ছয়টা পর্যন্ত বন্ধ রাখা হবে ৷ পাশাপাশি হাটে বসা অস্থায়ী দোকান মালিকদের কাছে অনুরোধ করছেন তাঁরা যেন তাঁদের দোকান 4 ফুট দূরত্বে বসায়। বাজারে মাস্ক পরা বাধ্য়তামূলক করা হয়েছে ৷ এই নির্দেশ মানা না হলে প্রশাসনের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে ৷

এবিষয়ে বনগাঁ পৌরসভার প্রাক্তন পৌরপিতা শংকর আঢ্য বলেন, "পৌরসভার এলাকায় যারা হোম কোয়ারানটিন রয়েছেন তাঁদের জন্য় পৌরসভার তরফে হেল্পলাইন নম্বর খোলা হয়েছে ৷ হেল্পলাইন নম্বরটি হল 9609176795 এবং হোয়াটসঅ্যাপের মাধ্য়মে হেল্প নিতে হলে 8918998686 নম্বরে টেক্সট করতে হবে ৷ যাবতীয় সুবিধা দেওয়া হবে ৷"

যদি কোনও গরিব পরিবারের কেউ করোনা আক্রান্ত হয়ে থাকেন তাহলে তাঁদের বিনা পয়সায় সমস্ত রকমের ওষুধ প্রদান করবে বনগাঁ পৌরসভা। কোভিড আক্রান্তদের পরিবারের সঙ্গে ফোনেও প্রতিনিয়ত যোগাযোগ রাখা হবে। এ বি

বনগাঁ, 28 এপ্রিল : রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্য়া । করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে উত্তর 24 পরগনাতেও । এই অবস্থায় করোনা মোকাবিলায় একাধিক উদ্যোগ নিল বনগাঁ পৌরসভা ও প্রশাসক।

প্রশাসনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, রাত ন'টা থেকে সকাল ছ'টা পর্যন্ত সমস্ত ব্য়বসায়িক প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে ৷ এই নির্দেশ অনির্দিষ্টকালের জন্য় বহাল থাকবে বলে জানানো হয়েছে ৷ পাশাপাশি করোনা আক্রান্তদের জন্য খোলা হয়েছে হেল্পলাইন। মাইকে করে সচেতনতামূলক প্রচার করা হচ্ছে বিভিন্ন এলাকায় ।

আরও পড়ুন- কমিটি গঠন করে করোনা সচেতনতায় বিশেষ অভিযান জয়নগর মজিলপুর টাউনে

করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে বনগাঁ পৌরসভা, প্রশাসক ও ব্যবসায়ী সমিতি যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে বনগাঁর বিভিন্ন বাজারগুলি রাত ন'টা থেকে সকাল ছয়টা পর্যন্ত বন্ধ রাখা হবে ৷ পাশাপাশি হাটে বসা অস্থায়ী দোকান মালিকদের কাছে অনুরোধ করছেন তাঁরা যেন তাঁদের দোকান 4 ফুট দূরত্বে বসায়। বাজারে মাস্ক পরা বাধ্য়তামূলক করা হয়েছে ৷ এই নির্দেশ মানা না হলে প্রশাসনের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে ৷

এবিষয়ে বনগাঁ পৌরসভার প্রাক্তন পৌরপিতা শংকর আঢ্য বলেন, "পৌরসভার এলাকায় যারা হোম কোয়ারানটিন রয়েছেন তাঁদের জন্য় পৌরসভার তরফে হেল্পলাইন নম্বর খোলা হয়েছে ৷ হেল্পলাইন নম্বরটি হল 9609176795 এবং হোয়াটসঅ্যাপের মাধ্য়মে হেল্প নিতে হলে 8918998686 নম্বরে টেক্সট করতে হবে ৷ যাবতীয় সুবিধা দেওয়া হবে ৷"

যদি কোনও গরিব পরিবারের কেউ করোনা আক্রান্ত হয়ে থাকেন তাহলে তাঁদের বিনা পয়সায় সমস্ত রকমের ওষুধ প্রদান করবে বনগাঁ পৌরসভা। কোভিড আক্রান্তদের পরিবারের সঙ্গে ফোনেও প্রতিনিয়ত যোগাযোগ রাখা হবে। এ বি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.