ETV Bharat / state

দেগঙ্গায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের উপর দুষ্কৃতীদের হামলা - দেগঙ্গা

দেগঙ্গায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের উপর হামলার অভিযোগ ৷ বন্দুকের বাঁট ও শাবল দিয়ে বেধড়ক মারধর করা হয় তাঁকে। এখনও অধরা হামলাকারীরা । তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷

aa
জুম্মান আলি
author img

By

Published : Mar 11, 2020, 2:34 AM IST

দেগঙ্গা, 11 মার্চ : তৃণমূল পঞ্চায়েত সদস্যের উপর হামলার অভিযোগ উঠল কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে ৷ উত্তর 24 পরগনার দেগঙ্গার হরপুকুর গ্রামের ঘটনা ৷ জখম ওই তৃণমূল কর্মীর নাম জুম্মান আলি(55) ৷ তাঁকে বারসত হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ তবে অভিযুক্তরা এখনও অধরা ৷ তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷

সোমবার (9 মার্চ) জুম্মান বাড়ি থেকে বেরিয়ে রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে ছিলেন ৷ অভিযোগ, সেই সময় কয়েকজন দুষ্কৃতী তাঁর পথ আটকায় ৷ তারপর এলোপাথাড়ি মারধর করতে শুরু করে ৷ এমনকী, বন্দুকের বাঁট ও শাবল দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ ৷ ঘটনাস্থানেই জ্ঞান হারান জুম্মান ৷ স্থানীয়রা তাঁকে উদ্ধার করতে এগিয়ে এলে দুষ্কৃতীরা চম্পট দেয় ৷ প্রথমে জুম্মানকে বিশ্বনাথপুর হাসপাতালে ভরতি করা হয় ৷ পরে অবস্থার অবনতি হলে বারাসত হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷

হাসপাতাল সূত্রে খবর, জুম্মান আলির মাথায় 12টি সেলাই পড়েছে ৷ এই বিষয়ে দেগঙ্গা ব্লক তৃণমূল সভাপতি রজত বিশ্বাস বলেন, "হাদিপুর-ঝিকরা 2 পঞ্চায়েতের তৃণমূল সদস্য জুম্মান আলি ৷ তাঁর উপর প্রাণঘাতী হামলা চালিয়েছে কয়েকজন দুষ্কৃতী ৷ পুলিশ তদন্ত করে দেখছে কারা ঘটনার সঙ্গে জড়িত । আমরাও দলগতভাবে তদন্ত করে দেখব । পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে বলেই আমাদের ধারণা ।"

গতকাল জুম্মান আলির পরিবারের তরফে হামলাকারীদের বিরুদ্ধে দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের হয়েছে । পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে ৷ খুব দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে ৷

দেগঙ্গা, 11 মার্চ : তৃণমূল পঞ্চায়েত সদস্যের উপর হামলার অভিযোগ উঠল কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে ৷ উত্তর 24 পরগনার দেগঙ্গার হরপুকুর গ্রামের ঘটনা ৷ জখম ওই তৃণমূল কর্মীর নাম জুম্মান আলি(55) ৷ তাঁকে বারসত হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ তবে অভিযুক্তরা এখনও অধরা ৷ তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷

সোমবার (9 মার্চ) জুম্মান বাড়ি থেকে বেরিয়ে রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে ছিলেন ৷ অভিযোগ, সেই সময় কয়েকজন দুষ্কৃতী তাঁর পথ আটকায় ৷ তারপর এলোপাথাড়ি মারধর করতে শুরু করে ৷ এমনকী, বন্দুকের বাঁট ও শাবল দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ ৷ ঘটনাস্থানেই জ্ঞান হারান জুম্মান ৷ স্থানীয়রা তাঁকে উদ্ধার করতে এগিয়ে এলে দুষ্কৃতীরা চম্পট দেয় ৷ প্রথমে জুম্মানকে বিশ্বনাথপুর হাসপাতালে ভরতি করা হয় ৷ পরে অবস্থার অবনতি হলে বারাসত হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷

হাসপাতাল সূত্রে খবর, জুম্মান আলির মাথায় 12টি সেলাই পড়েছে ৷ এই বিষয়ে দেগঙ্গা ব্লক তৃণমূল সভাপতি রজত বিশ্বাস বলেন, "হাদিপুর-ঝিকরা 2 পঞ্চায়েতের তৃণমূল সদস্য জুম্মান আলি ৷ তাঁর উপর প্রাণঘাতী হামলা চালিয়েছে কয়েকজন দুষ্কৃতী ৷ পুলিশ তদন্ত করে দেখছে কারা ঘটনার সঙ্গে জড়িত । আমরাও দলগতভাবে তদন্ত করে দেখব । পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে বলেই আমাদের ধারণা ।"

গতকাল জুম্মান আলির পরিবারের তরফে হামলাকারীদের বিরুদ্ধে দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের হয়েছে । পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে ৷ খুব দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.