ETV Bharat / state

Basirhat Bomb Blasts: বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণ, বসিরহাটে নাবালক-সহ জখম 2 - বসিরহাটে বিস্ফোরণ

কাঁকিনাড়া, মিনাখাঁর পর এ বার বোমা বিস্ফোরণে কাঁপল বসিরহাটের রামনগর (Basirhat Bomb Blasts)। বিস্ফোরণে গুরুতর জখম নাবালক-সহ দু'জন (Minor injured)। আতঙ্কিত এলাকার লোকজন ।

Minor injured as Bomb blasts at Basirhat
বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণ, বসিরহাটে নাবালক-সহ জখম 2
author img

By

Published : Dec 6, 2022, 5:55 PM IST

Updated : Dec 6, 2022, 7:15 PM IST

বসিরহাট, 6 ডিসেম্বর: কাঁকিনাড়া, মিনাখাঁর পর বসিরহাট (Basirhat Bomb Blasts)। এ বার বোমা বিস্ফোরণে কাঁপল বসিরহাটের পিফা পঞ্চায়েতের রামনগর এলাকা । বিস্ফোরণে গুরুতর জখম হয়েছেন এক নাবালক-সহ দু'জন (Minor injured)। আহত নাবালক রাকিবুল মণ্ডল এবং সোনিয়া বিবি নামে অপর এক মহিলাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে বসিরহাট জেলা হাসপাতালে । সেখানেই চিকিৎসা চলছে তাঁদের । সূত্রের খবর, বোমা বিস্ফোরণে বছর এগারোর রাকিবুলের হাত ও মাথায় আঘাত লেগেছে । পায়ে আঘাত পেয়েছেন বছর 45-এর ওই মহিলা । কী ধরনের বোমা ফেটে বিস্ফোরণের ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত ভোট । তার আগে একের পর এক বোমা বিস্ফোরণ । বিস্ফোরণে কখনও প্রাণ হারাচ্ছেন শিশু, নাবালক-নাবালিকা ।আবার কখনও মৃত্যু হচ্ছে শাসকদলের কর্মীদের । কাঁকিনাড়া, মিনাখাঁ, ভূপতিনগরের মতো সাম্প্রতিক বোমা বিস্ফোরণের ঘটনা প্রবাহের দিকে চোখ রাখলেই তা স্পষ্ট হয়ে যাবে ! সেই সমস্ত ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বোমা বিস্ফোরণে ঘটনা ঘটল উত্তর 24 পরগনার বসিরহাটে ।বিস্ফোরণে আক্রান্ত হল শৈশব !

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে বাড়ির উঠোনের পাশে খেলা করছিল রাকিবুল । তখনই গোলাকার একটি বস্তু পড়ে থাকতে দেখে বল ভেবে সেটি বাড়িতে নিয়ে আসে সে । এরপর বল ভেবে সেটি নাড়াচাড়া করতেই বিস্ফোরণ ঘটে বলে জানা যায় । বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশ । প্রতিবেশীরা ছুটে এসে দেখেন বাড়ির ভিতর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ওই নাবালক সহ দু'জনে । তড়িঘড়ি আহত দু'জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বসিরহাট জেলা হাসপাতালে । সেখানে প্রাথমিক চিকিৎসার পর ভরতি করে নেওয়া হয় দু'জনকেই । ঘটনার পর থেকে যথেষ্ট আতঙ্কিত এলাকার লোকজন । তাঁরা ভেবেই পাচ্ছেন না রামনগরের মতো শান্ত এলাকায় এইভাবে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে । স্বভাবতই ঘটনায় স্তম্ভিত এবং হতবাক হয়ে গিয়েছেন স্থানীয়রা ।

আরও পড়ুন: কাঁথির ভূপতিনগরে বোমা বিস্ফোরণে দায়ী তৃণমূল, দাবি শুভেন্দু-দিলীপের

এ দিকে, ঘটনা ঘিরে যথারীতি রাজনীতির রঙ লেগেছে । এই ইস্যুতে বিরোধীরা একযোগে নিশানা করেছে রাজ্যের শাসকদলকে । স্থানীয় কংগ্রেস নেতা আবদুল কাদের সরদার বলেন, "দীর্ঘদিন ধরে সেখানে জমি মাফিয়াদের দাপাদাপি চলছে । তৃণমূল নেতাদের ভয়ে সাধারণ মানুষ মুখ খুলতে পারছেন না । পঞ্চায়েত ভোটের আগে এলাকাকে সন্ত্রস্ত করতেই বোমা মজুত করা হয়েছিল তৃণমূল পার্টি অফিসে । সেখান থেকেই একটি বোমা কোনওভাবে শিশুটি নিয়ে আসে বল ভেবে । আমরা চাই, পুলিশ প্রশাসন এলাকায় শান্তি ফিরিয়ে আনুক । সুরক্ষা সুনিশ্চিত করা হোক গ্রামবাসীদের ।যাতে তাঁরা নির্ভয়ে ভোট দিতে পারেন ৷"

বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণ, বসিরহাটে নাবালক-সহ জখম 2

যদিও এই নিয়ে শাসকদলের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি ।

বসিরহাট, 6 ডিসেম্বর: কাঁকিনাড়া, মিনাখাঁর পর বসিরহাট (Basirhat Bomb Blasts)। এ বার বোমা বিস্ফোরণে কাঁপল বসিরহাটের পিফা পঞ্চায়েতের রামনগর এলাকা । বিস্ফোরণে গুরুতর জখম হয়েছেন এক নাবালক-সহ দু'জন (Minor injured)। আহত নাবালক রাকিবুল মণ্ডল এবং সোনিয়া বিবি নামে অপর এক মহিলাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে বসিরহাট জেলা হাসপাতালে । সেখানেই চিকিৎসা চলছে তাঁদের । সূত্রের খবর, বোমা বিস্ফোরণে বছর এগারোর রাকিবুলের হাত ও মাথায় আঘাত লেগেছে । পায়ে আঘাত পেয়েছেন বছর 45-এর ওই মহিলা । কী ধরনের বোমা ফেটে বিস্ফোরণের ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত ভোট । তার আগে একের পর এক বোমা বিস্ফোরণ । বিস্ফোরণে কখনও প্রাণ হারাচ্ছেন শিশু, নাবালক-নাবালিকা ।আবার কখনও মৃত্যু হচ্ছে শাসকদলের কর্মীদের । কাঁকিনাড়া, মিনাখাঁ, ভূপতিনগরের মতো সাম্প্রতিক বোমা বিস্ফোরণের ঘটনা প্রবাহের দিকে চোখ রাখলেই তা স্পষ্ট হয়ে যাবে ! সেই সমস্ত ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বোমা বিস্ফোরণে ঘটনা ঘটল উত্তর 24 পরগনার বসিরহাটে ।বিস্ফোরণে আক্রান্ত হল শৈশব !

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে বাড়ির উঠোনের পাশে খেলা করছিল রাকিবুল । তখনই গোলাকার একটি বস্তু পড়ে থাকতে দেখে বল ভেবে সেটি বাড়িতে নিয়ে আসে সে । এরপর বল ভেবে সেটি নাড়াচাড়া করতেই বিস্ফোরণ ঘটে বলে জানা যায় । বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশ । প্রতিবেশীরা ছুটে এসে দেখেন বাড়ির ভিতর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ওই নাবালক সহ দু'জনে । তড়িঘড়ি আহত দু'জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বসিরহাট জেলা হাসপাতালে । সেখানে প্রাথমিক চিকিৎসার পর ভরতি করে নেওয়া হয় দু'জনকেই । ঘটনার পর থেকে যথেষ্ট আতঙ্কিত এলাকার লোকজন । তাঁরা ভেবেই পাচ্ছেন না রামনগরের মতো শান্ত এলাকায় এইভাবে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে । স্বভাবতই ঘটনায় স্তম্ভিত এবং হতবাক হয়ে গিয়েছেন স্থানীয়রা ।

আরও পড়ুন: কাঁথির ভূপতিনগরে বোমা বিস্ফোরণে দায়ী তৃণমূল, দাবি শুভেন্দু-দিলীপের

এ দিকে, ঘটনা ঘিরে যথারীতি রাজনীতির রঙ লেগেছে । এই ইস্যুতে বিরোধীরা একযোগে নিশানা করেছে রাজ্যের শাসকদলকে । স্থানীয় কংগ্রেস নেতা আবদুল কাদের সরদার বলেন, "দীর্ঘদিন ধরে সেখানে জমি মাফিয়াদের দাপাদাপি চলছে । তৃণমূল নেতাদের ভয়ে সাধারণ মানুষ মুখ খুলতে পারছেন না । পঞ্চায়েত ভোটের আগে এলাকাকে সন্ত্রস্ত করতেই বোমা মজুত করা হয়েছিল তৃণমূল পার্টি অফিসে । সেখান থেকেই একটি বোমা কোনওভাবে শিশুটি নিয়ে আসে বল ভেবে । আমরা চাই, পুলিশ প্রশাসন এলাকায় শান্তি ফিরিয়ে আনুক । সুরক্ষা সুনিশ্চিত করা হোক গ্রামবাসীদের ।যাতে তাঁরা নির্ভয়ে ভোট দিতে পারেন ৷"

বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণ, বসিরহাটে নাবালক-সহ জখম 2

যদিও এই নিয়ে শাসকদলের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি ।

Last Updated : Dec 6, 2022, 7:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.