ETV Bharat / state

TMC Worker Missing: একুশের শহিদ সমাবেশে গিয়ে নিখোঁজ মিনাখাঁর তৃণমূল কর্মী - TMC Woker Abu Taleb Molla Missing

TMC Woker Abu Taleb Molla Missing After Attend 21st July Rally: তৃণমূলের শহিদ সমাবেশে গিয়ে নিখোঁজ মিনাখাঁর বাসিন্দা আবু তালেব মোল্লা ৷ দু’দিন পেরিয়ে গেলেও তিনি বাড়ি ফেরেননি বলে অভিযোগ পরিবারের ৷ ঘটনায় মিনাখাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে তাঁর পরিবার ৷

Minakhan TMC Worker Missing ETV BHARAT
Minakhan TMC Worker Missing
author img

By

Published : Jul 23, 2023, 10:36 PM IST

মিনাখাঁ, 23 জুলাই: 21 জুলাই তৃণমূলের শহিদ সমাবেশে যোগ দিতে কলকাতায় গিয়েছিলেন উত্তর 24 পরগনার মিনাখাঁর বাসিন্দা আবু তালেব মোল্লা ৷ কিন্তু, 2 দিন পরেও তাঁর কোনও হদিশ পাওয়া যাচ্ছে না ৷ ফলে দুঃশ্চিন্তায় দিন কাটছে পরিবারের ৷ জানা গিয়েছে, সমাবেশে যাওয়া দলের অন‍্যান‍্য কর্মীরা বাড়ি ফিরে এসেছেন ৷ কিন্তু, আবু তালেব তাঁদের সঙ্গে ফেরেননি ৷ অথচ, সবাই একসঙ্গেই 21 জুলাইের সমাবেশে যোগ দিতে ধর্মতলায় গিয়েছিলেন ৷ কোথায় গিয়েছেন আবু তালেব মোল্লা ? এই ঘটনায় পরিবারের তরফে পুলিশে একটি নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়েছে ৷

জানা গিয়েছে, বছর 50-এর আবু তালেব মোল্লা উত্তর 24 পরগনার মিনাখাঁর পশ্চিম জয়গ্রামের বাসিন্দা ৷ স্ত্রী, সন্তান-সহ পরিবারের অন‍্যান‍্যদের নিয়ে তাঁর সংসার ৷ এলাকায় তৃণমূলের একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত তিনি ৷ সেই সূত্রে গত 21 জুলাই তৃণমূলের শহিদ দিবসের সমাবেশে যোগ দিতে ভাড়া করা বাসে ধর্মতলায় গিয়েছিলেন তিনি ৷ সমাবেশ শেষ হয়ে যাওয়ার পর দলের অন‍্যান‍্য কর্মীরা সেই বাসেই বাড়ি ফিরেছেন ৷ কিন্তু, আবু তালেব মোল্লা তৃণমূলের বাকি কর্মী সমর্থকদের সঙ্গে বাসে ফেরেননি ৷

কীভাবে 50 বছরের একজন ব্যক্তি হঠাৎ করে নিখোঁজ হয়ে যেতে পারেন ? সেই প্রশ্ন তুলেছে পরিবারের সদস্যরা ৷ যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, একুশে জুলাই বাসে করে সবার সঙ্গে আবু তালেব ধর্মতলায় গিয়েছিলেন ঠিকই ৷ কিন্তু, ফেরার সময়ে আর তাঁকে বাসে উঠতে দেখা যায়নি ৷ তবে, ধর্মতলার সমাবেশের পর বা তার মাঝে তিনি অন্য কোথায় গিয়েছেন কিনা, তা তাঁদের অজানা বলে জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷

আরও পড়ুন: জমি থেকে মিলল নিখোঁজ বিজেপি কর্মীর দেহ, ধুবুলিয়ায় বিক্ষোভ

আবু তালেব মোল্লা বাড়ি না ফেরায় চরম উৎকণ্ঠায় দিন কাটছে তাঁর পরিবারের ৷ প্রশাসনের কাছে তাঁদের দাবি, যে কোনও উপায়ে নিখোঁজ আবু তালেব মোল্লাকে খুঁজে এনে দেওয়া হোক ৷ এই ঘটনায় নিখোঁজ তৃণমূল কর্মীর পরিবার মিনাখাঁ থানায় অভিযোগ দায়ের করেছে ৷ তদন্তে নেমে পুলিশ বাসে থাকা কয়েকজন তৃণমূল কর্মীকে জিজ্ঞাসাবাদ করেছে ৷ মূলত, তাঁর বাড়ির আশেপাশে থাকা লোকজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ সেদিন তাঁদের সঙ্গে সর্বক্ষণ আবু তালেব মোল্লা ছিলেন ? নাকি একা কোথাও গিয়েছিলেন ? এই সব তথ্য জানার চেষ্টা করছে তদন্তাকারীরা ৷

মিনাখাঁ, 23 জুলাই: 21 জুলাই তৃণমূলের শহিদ সমাবেশে যোগ দিতে কলকাতায় গিয়েছিলেন উত্তর 24 পরগনার মিনাখাঁর বাসিন্দা আবু তালেব মোল্লা ৷ কিন্তু, 2 দিন পরেও তাঁর কোনও হদিশ পাওয়া যাচ্ছে না ৷ ফলে দুঃশ্চিন্তায় দিন কাটছে পরিবারের ৷ জানা গিয়েছে, সমাবেশে যাওয়া দলের অন‍্যান‍্য কর্মীরা বাড়ি ফিরে এসেছেন ৷ কিন্তু, আবু তালেব তাঁদের সঙ্গে ফেরেননি ৷ অথচ, সবাই একসঙ্গেই 21 জুলাইের সমাবেশে যোগ দিতে ধর্মতলায় গিয়েছিলেন ৷ কোথায় গিয়েছেন আবু তালেব মোল্লা ? এই ঘটনায় পরিবারের তরফে পুলিশে একটি নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়েছে ৷

জানা গিয়েছে, বছর 50-এর আবু তালেব মোল্লা উত্তর 24 পরগনার মিনাখাঁর পশ্চিম জয়গ্রামের বাসিন্দা ৷ স্ত্রী, সন্তান-সহ পরিবারের অন‍্যান‍্যদের নিয়ে তাঁর সংসার ৷ এলাকায় তৃণমূলের একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত তিনি ৷ সেই সূত্রে গত 21 জুলাই তৃণমূলের শহিদ দিবসের সমাবেশে যোগ দিতে ভাড়া করা বাসে ধর্মতলায় গিয়েছিলেন তিনি ৷ সমাবেশ শেষ হয়ে যাওয়ার পর দলের অন‍্যান‍্য কর্মীরা সেই বাসেই বাড়ি ফিরেছেন ৷ কিন্তু, আবু তালেব মোল্লা তৃণমূলের বাকি কর্মী সমর্থকদের সঙ্গে বাসে ফেরেননি ৷

কীভাবে 50 বছরের একজন ব্যক্তি হঠাৎ করে নিখোঁজ হয়ে যেতে পারেন ? সেই প্রশ্ন তুলেছে পরিবারের সদস্যরা ৷ যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, একুশে জুলাই বাসে করে সবার সঙ্গে আবু তালেব ধর্মতলায় গিয়েছিলেন ঠিকই ৷ কিন্তু, ফেরার সময়ে আর তাঁকে বাসে উঠতে দেখা যায়নি ৷ তবে, ধর্মতলার সমাবেশের পর বা তার মাঝে তিনি অন্য কোথায় গিয়েছেন কিনা, তা তাঁদের অজানা বলে জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷

আরও পড়ুন: জমি থেকে মিলল নিখোঁজ বিজেপি কর্মীর দেহ, ধুবুলিয়ায় বিক্ষোভ

আবু তালেব মোল্লা বাড়ি না ফেরায় চরম উৎকণ্ঠায় দিন কাটছে তাঁর পরিবারের ৷ প্রশাসনের কাছে তাঁদের দাবি, যে কোনও উপায়ে নিখোঁজ আবু তালেব মোল্লাকে খুঁজে এনে দেওয়া হোক ৷ এই ঘটনায় নিখোঁজ তৃণমূল কর্মীর পরিবার মিনাখাঁ থানায় অভিযোগ দায়ের করেছে ৷ তদন্তে নেমে পুলিশ বাসে থাকা কয়েকজন তৃণমূল কর্মীকে জিজ্ঞাসাবাদ করেছে ৷ মূলত, তাঁর বাড়ির আশেপাশে থাকা লোকজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ সেদিন তাঁদের সঙ্গে সর্বক্ষণ আবু তালেব মোল্লা ছিলেন ? নাকি একা কোথাও গিয়েছিলেন ? এই সব তথ্য জানার চেষ্টা করছে তদন্তাকারীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.