ETV Bharat / state

HIV পজ়িটিভ মহিলাকে মিড ডে মিল রান্নায় বাধা

গাইঘাটার এক প্রাথমিক বিদ্যালয়ে HIV আক্রান্ত মহিলাকে মিড ডে মিল রান্না করতে দেবেন না, এই দাবি তোলেন অভিবাবকদের একাংশ ৷ বনগাঁ মহকুমা লিগ্যাল সার্ভিস, বিশেষজ্ঞ চিকিৎসক ও HIV সংগঠনের পক্ষ থেকে অভিভাবকদের নিয়ে স্কুলে একটি বৈঠক হয় । সেখানে অভিভাবকদের বোঝানো হয় ৷ HIV পজ়িটিভ কেউ মিড ডে মিল রান্না করলে কোনও সমস্যা হয় না । কিন্তু অভিভাবকদের বোঝানো যায়নি ৷

HIV
মিড ডে মিল রান্নায় বাধা
author img

By

Published : Feb 13, 2020, 9:32 PM IST

গাইঘাটা,13 ফেব্রুয়ারি : HIV আক্রান্ত মহিলাকে মিড ডে মিল রান্নায় বাধা গাইঘাটা স্কুলের এক প্রাথমিক বিদ্যালয়ে । HIV পজ়িটিভ মহিলাকে করতে দেওয়া হবে না মিড ডে মিল রান্না ৷ বিশেষজ্ঞরা বুঝিয়েও ব্যর্থ হলেন । ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার গাইঘাটা ব্লকের এক প্রাথমিক বিদ্যালয়ের ৷

বাংলাদেশ সীমান্তবর্তী ওই স্কুলে প্রায় ১০০ জন পড়ুয়া রয়েছে। পয়লা ফেব্রুয়ারি থেকে স্কুলের খুদে পড়ুয়াদের মিড ডে মিল রান্নার দায়িত্ব পেয়েছেন এক স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা । এই স্বনির্ভর গোষ্ঠীর এক সদস্যা HIV আক্রান্ত । তাই, তাঁকে মিড ডে মিল রান্না করতে দেবেন না বলে অভিবাবকদের একাংশ দাবি তোলেন । তখন ওই মহিলা BDO-র দ্বারস্থ হন । তিনি HIV আক্রান্তদের সংগঠনেরও দ্বারস্থ হয়েছেন ৷ আজ বনগাঁ মহকুমা লিগ্যাল সার্ভিস, বিশেষজ্ঞ চিকিৎসক ও HIV সংগঠনের পক্ষ থেকে অভিভাবকদের নিয়ে স্কুলে একটি বৈঠক হয় । সেখানে অভিভাবকদের বোঝানো হয় ৷ HIV পজিটিভ কেউ মিড ডে মিল রান্না করলে কোনও সমস্যা হয় না সেটাও বলা হয় । কিন্তু অভিভাবকদের বোঝানো যায়নি । তাঁদের দাবি, HIV আক্রান্ত মহিলা রান্না করলে তাঁদের শিশুরা সেই খাবার খাবে না । অভিভাবকদের সঙ্গে সুর মিলিয়েছেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও । প্রধান শিক্ষিকা প্রতিমা সরকার খোলসা করে কিছু বলতে চাননি । এক শিক্ষক সাফ জানান," ওই মহিলা রান্না করলে কোনও শিশু মিড ডে মিল খাবে না । কী করব বলুন? একজনের জন্য তো আমরা স্কুলের মিড ডে মিল বন্ধ করে দিতে পারি না ।"

জানা গিয়েছে, ওই মহিলা 2014 সাল থেকে HIV পজ়িটিভ চিহ্নিত হন । তারপর স্বামী তাঁকে ত্যাগ করেছেন । দুই মেয়েকে নিয়ে তিনি জীবনসংগ্রাম চালিয়ে যাচ্ছেন । তাঁর দাবি, "আমি HIV পজ়িটিভ । তাই বলে আমাকে রান্না কেন করতে দেওয়া হবে না ? আমার দু'টি বাচ্চা মেয়ে রয়েছে । আমি কোথায় যাব ?"

ওই বিদ্যালয়ের অমানবিকতার ঘটনায় হতাশ স্বেচ্ছাসেবী সংগঠন থেকে প্রশাসনিক আধিকারিক সকলেই ৷

গাইঘাটা,13 ফেব্রুয়ারি : HIV আক্রান্ত মহিলাকে মিড ডে মিল রান্নায় বাধা গাইঘাটা স্কুলের এক প্রাথমিক বিদ্যালয়ে । HIV পজ়িটিভ মহিলাকে করতে দেওয়া হবে না মিড ডে মিল রান্না ৷ বিশেষজ্ঞরা বুঝিয়েও ব্যর্থ হলেন । ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার গাইঘাটা ব্লকের এক প্রাথমিক বিদ্যালয়ের ৷

বাংলাদেশ সীমান্তবর্তী ওই স্কুলে প্রায় ১০০ জন পড়ুয়া রয়েছে। পয়লা ফেব্রুয়ারি থেকে স্কুলের খুদে পড়ুয়াদের মিড ডে মিল রান্নার দায়িত্ব পেয়েছেন এক স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা । এই স্বনির্ভর গোষ্ঠীর এক সদস্যা HIV আক্রান্ত । তাই, তাঁকে মিড ডে মিল রান্না করতে দেবেন না বলে অভিবাবকদের একাংশ দাবি তোলেন । তখন ওই মহিলা BDO-র দ্বারস্থ হন । তিনি HIV আক্রান্তদের সংগঠনেরও দ্বারস্থ হয়েছেন ৷ আজ বনগাঁ মহকুমা লিগ্যাল সার্ভিস, বিশেষজ্ঞ চিকিৎসক ও HIV সংগঠনের পক্ষ থেকে অভিভাবকদের নিয়ে স্কুলে একটি বৈঠক হয় । সেখানে অভিভাবকদের বোঝানো হয় ৷ HIV পজিটিভ কেউ মিড ডে মিল রান্না করলে কোনও সমস্যা হয় না সেটাও বলা হয় । কিন্তু অভিভাবকদের বোঝানো যায়নি । তাঁদের দাবি, HIV আক্রান্ত মহিলা রান্না করলে তাঁদের শিশুরা সেই খাবার খাবে না । অভিভাবকদের সঙ্গে সুর মিলিয়েছেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও । প্রধান শিক্ষিকা প্রতিমা সরকার খোলসা করে কিছু বলতে চাননি । এক শিক্ষক সাফ জানান," ওই মহিলা রান্না করলে কোনও শিশু মিড ডে মিল খাবে না । কী করব বলুন? একজনের জন্য তো আমরা স্কুলের মিড ডে মিল বন্ধ করে দিতে পারি না ।"

জানা গিয়েছে, ওই মহিলা 2014 সাল থেকে HIV পজ়িটিভ চিহ্নিত হন । তারপর স্বামী তাঁকে ত্যাগ করেছেন । দুই মেয়েকে নিয়ে তিনি জীবনসংগ্রাম চালিয়ে যাচ্ছেন । তাঁর দাবি, "আমি HIV পজ়িটিভ । তাই বলে আমাকে রান্না কেন করতে দেওয়া হবে না ? আমার দু'টি বাচ্চা মেয়ে রয়েছে । আমি কোথায় যাব ?"

ওই বিদ্যালয়ের অমানবিকতার ঘটনায় হতাশ স্বেচ্ছাসেবী সংগঠন থেকে প্রশাসনিক আধিকারিক সকলেই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.