বনগাঁ, 21 এপ্রিল: "পুলিশ যতই চেষ্টা করুক সরকারকে আড়াল করার কিন্তু এ যাত্রায় পুলিশও পার পাবে না আর ওঁর মালকিনও পার পাবে না।" নাম না করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পুলিশকে এভাবেই হুঁশিয়ারি দিলেন সিপিএম নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায়। গত 11 তারিখে বারাসতে উত্তর 24 পরগনা জেলা পরিষদ ঘেরাও কর্মসূচিতে গ্রেফতার হন গাইঘাটার 6 বাম ছাত্র নেতা। বৃহস্পতিবার সেই সকল নেতা কর্মীদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান মিনাক্ষী। সেখানেই তীব্র ভাষায় শাসক সরকার ও পুলিশকে তীব্র আক্রমণ করেন। পুলিশকে লক্ষ্য করে মিনাক্ষী বলেন, "উর্দিটা গায়ের থেকে নেমে গেলে কেউ রেয়াদ করবে না"
বৃহস্পতিবার বিকেলে মিনাক্ষী দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রথমে গাইঘাটার চাঁদপাড়া বিএম পল্লীতে পার্থ সাহার বাড়িতে যান। কথা বলেন তাঁর অসুস্থ মায়ের সঙ্গে। ছেলে কখন বাড়ি আসবে জানতে চান পার্থর মা। উত্তরে মিনাক্ষী তাঁকে আশ্বস্ত করেন । জানান, দ্রুত বাড়িতে ফিরে আসবে পার্থ। পরে মিনাক্ষী চাঁদপাড়ায় কুনাল মজুমদারের বাড়িতে গিয়ে তাঁর মা ও স্ত্রীর সঙ্গে কথা বলেন । পরিবারে পাশে থাকার আশ্বাসও দেন। আরও পরে যান ময়ূখ মণ্ডলের বাড়ি। সেখানে এসএফআই আয়োজিত একটি পথসভায় বক্তব্য রাখতে গিয়ে নাম না-করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পুলিশকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। বলেন, "জেলা পরিষদ চুরি করেছে, দলীয় পতাকা নিয়ে সেটা বলতে গিয়েছিল আমাদের ছেলেরা। পুলিশ তাঁদেরই চোর বলে গ্রেফতার করেছে । এখন বলছে পঞ্চাশ বছরের বৃদ্ধ কনস্টেবলের তাঁরা শ্লীলতাহানি করতে গেছেন বলে অভিযোগ করেছেন।"
অন্যদিকে, পুলিশকে হুশিয়ারি দিয়ে তিনি বলেন, "পুলিশ কে? পাবলিক সার্ভেন্ট তো! আমাদের ট্যাক্সের টাকায় বেতন হয় তো! মানুষের কাজ করবে বলে চাকরিতে গেছে তো! শুধু পুলিশ মন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছে বলে, তার কাজ করবে! সেটা তো হবে না।" এরপর তিনি পুলিশকে হুশিয়ারি দিয়ে বলেন, "আইন অনুযায়ী কাজ করুন, বেআইনি কাজ করবেন না। যতক্ষণ পর্যন্ত উর্দিটা গায়ে আছে ততক্ষণ মানুষ ভয় পাবে। পুলিশের বিরুদ্ধেও লড়াই হবে। উর্দিটা গায়ের থেকে নেমে গেলে কেউ রেয়াদ করবে না। সবাই কিন্তু হিসেব সুদে আসলে নেবে।"
আরও পড়ুন: 'মামলা হবেই, কোনও বেঞ্চ আপনাকে বাঁচাবে না', শুভেন্দুকে আক্রমণ অভিষেকের
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "6টা গ্রামে আমি গিয়েছি । গ্রামের মানুষ কিন্তু এককাট্টা।" একই সঙ্গে নাম না-করে মমতা বন্দ্যোপাধ্যায় ও পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বলেন, "পুলিশ যতই চেষ্টা করুক সরকারকে আড়াল করার, এ যাত্রায় পুলিশও পার পাবে না, আর ওঁর মালকিনও পার পাবে না।
যদিও মিনাক্ষী মুখোপাধ্যায়ের এই হুঁশিয়ারিকে পাত্তা দিতে নারাজ তৃণমূল কংগ্রেস । বনগাঁ সংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিজিৎ বিশ্বাস বলেন,"মিনাক্ষী মুখোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় হতে চাইছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হতে গেলে ত্যাগের প্রতীক হতে হয় সেটা উনি ভুলে গেছেন। উনি ভাবেছেন, মিডিয়ায় যা খুশি তাই বলে, মানুষকে ভুল বুঝিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হওয়া যাবে। কিন্তু এভাবে মমতা বন্দ্যোপাধ্যায় হওয়া যায় না ।"