কলকাতা, 4 জানুয়ারি : বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের বক্তব্যের সঙ্গে সব মতুয়া বিধায়ক একমত নন, মঙ্গলবার বিজেপির রাজ্য দফতরে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের একথা জানালেন বনগাঁ দক্ষিণের মতুয়া বিধায়ক স্বপন মজুমদার (MLA Swapan Majumder on Shantanu Thakur) ৷
মঙ্গলবার একের পর এক বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে দিতেই বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরকে নিয়ে জল্পনা তৈরি হয় ৷ এদিন রাজ্য দফতরে এসে বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বলেন, "আমরা শান্তনু ঠাকুরের বক্তব্যের সঙ্গে একমত নই । আমরা বিজেপির সঙ্গে আছি । রাজ্য কমিটিতে কোনও মতুয়া প্রতিনিধি না রাখার জন্য শান্তনু ঠাকুর বিরোধিতা করছেন । কিন্ত রাজ্য কমিটি ঘোষণার পর কেন তিনি এমন বলছেন ? তাঁর তো আরও আগে বলা দরকার ছিল ৷"
সাংসদের বক্তব্যের বিরোধিতা করে এদিন স্বপনবাবু আরও বলেন, "শান্তনু ঠাকুর জেলা কমিটিতে যাকে জেলা সভাপতি হিসাবে তুলে ধরতে চাইছেন তিনিও মতুয়া নন । আর এখন যাকে জেলা সভাপতি করা হয়েছে তিনিও মতুয়া নন । মতুয়ার সমস্ত বিধায়ক বিজেপির সঙ্গে আছে ৷ আজ শান্তনু ঠাকুরের ডাকা বৈঠকে মাত্র তিনজন মতুয়া বিধায়ক যাবেন ৷"