ETV Bharat / state

পড়ুয়াদের হাফ ছুটি দিয়ে স্কুলের মাঠে বিয়েবাড়ির আয়োজন গাইঘাটায় - গাইঘাটা

গতকাল অর্ধেক বেলাতেই ছুটি হয়ে গিয়েছিল স্কুল । কারণ স্কুলের মাঠে বসবে ভোজের আসর । বিয়েবাড়ির অনুষঠান উপলক্ষেই এই ভোজের আয়োজন । তাই সকাল থেকেই স্কুলের মাঠে প্যান্ডেল করে চলছিল রান্না ।

marriage party at school ground
স্কুলের মাঠে প্যান্ডেল করে চলছে রান্না
author img

By

Published : Jan 23, 2020, 3:05 AM IST

Updated : Jan 23, 2020, 3:11 AM IST

গাইঘাটা , 23 জানুয়ারি : স্কুলের মাঠে বিয়ে বাড়ির প্যান্ডেল ৷ আর তাই হাফ ডে স্কুল করিয়ে ছুটি দিয়ে দেওয়া হয় পড়ুয়াদের ৷ বন্ধ করে দেওয়া হয় পঠন-পাঠন । উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর বড়া কৃষ্ণনগর সহদেব স্মৃতি শিশুশিক্ষা নিকেতনের ঘটনা । যদিও শিক্ষক-শিক্ষিকাদের বক্তব্য তাঁদের সবার নাকি BDO অফিসে কাজ ছিল ৷ তাই হাফ ডে স্কুল করিয়ে ছুটি দিয়ে দেওয়া হয় পড়ুয়াদের ৷

আরও পড়ুন : স্কুলের মাঠ দখল করে বিয়ের প্যান্ডেল, কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ

গতকাল দুপুরে অর্ধেক বেলাতেই ছুটি দিয়ে দেওয়া হয় পড়ুয়াদের । কারণ স্কুলের মাঠে বসবে ভোজের আসর । বিয়েবাড়ির অনুষ্ঠান উপলক্ষেই এই ভোজের আয়োজন । তাই সকাল থেকেই স্কুলের মাঠে প্যান্ডেল করে চলছে রান্না । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার ব্যবসায়ী পীযূষকান্তি মণ্ডলের মেয়ের বিয়ে । প্রভাবশালী, তাই কেউ আর প্রতিবাদ করেনি ।

অনুষ্ঠানের জন্য কি স্কুল কর্তৃপক্ষের অনুমতি নিয়েছিলেন ? জানতে চাওয়া হয়েছিল ৷ কিন্তু সদুত্তর দিতে পারেননি পীযূষবাবু বা স্কুলের কোনও শিক্ষক-শিক্ষিকা । প্রাথমিকভাবে তাঁদের সাফাই, স্থানীয় পঞ্চায়েত সদস্যের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে । যদিও পঞ্চায়েত সদস্য এবং স্কুল কর্তৃপক্ষ পরস্পরের উপর দোষ চাপাচ্ছেন ।

প্রধান শিক্ষিকা কল্যাণী বন্দ্যোপাধ্যায় বলেন, "তিনি (পীযূষবাবু) পঞ্চায়েতের কাছ থেকে স্কুলে বিয়েবাড়ির জন্য অনুমতি নিয়েছেন । তাই আর আমরা বাধা দিইনি । বিয়েবাড়ির জন্য মাইকও বাজানো হয়নি । তাছাড়া, আমাদের সবার BDO অফিসে কাজ ছিল । তাই, আধবেলা স্কুল করিয়ে, ছুটি দিয়ে দিয়েছি।"

অন্যদিকে, পঞ্চায়েত সদস্য তথা গ্রাম শিক্ষা কমিটির সভাপতি বীণা বিশ্বাস বলেন, "আমাকে বলা হয়েছে, স্কুল কর্তৃপক্ষ অনুমতি দিয়েছে । তাই, আমিও সম্মতি জানিয়েছি।" এ বিষয়ে পীযুষবাবুর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন , "আমি মৌখিকভাবে স্কুল ও পঞ্চায়েত সদস্যকে জানিয়েছি । আসলে কিছু লোক হিংসা থেকে এই বিষয়টি নিয়ে অযথা বিতর্ক করছেন ।"

উল্লেক্ষ্য, গতকাল সকালে ঠিক একই ধরণের ঘটনা ঘটেছে কলকাতার খিদিরপুর এলাকায় । স্কুলের মাঠ দখল করে বিয়ের অনুষ্ঠান আয়োজনের অভিযোগ ওঠে স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে । অভিযোগ করেন , খিদিরপুরের আর্য পরিষদ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কৃষ্ণা শান্তা ৷

গাইঘাটা , 23 জানুয়ারি : স্কুলের মাঠে বিয়ে বাড়ির প্যান্ডেল ৷ আর তাই হাফ ডে স্কুল করিয়ে ছুটি দিয়ে দেওয়া হয় পড়ুয়াদের ৷ বন্ধ করে দেওয়া হয় পঠন-পাঠন । উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর বড়া কৃষ্ণনগর সহদেব স্মৃতি শিশুশিক্ষা নিকেতনের ঘটনা । যদিও শিক্ষক-শিক্ষিকাদের বক্তব্য তাঁদের সবার নাকি BDO অফিসে কাজ ছিল ৷ তাই হাফ ডে স্কুল করিয়ে ছুটি দিয়ে দেওয়া হয় পড়ুয়াদের ৷

আরও পড়ুন : স্কুলের মাঠ দখল করে বিয়ের প্যান্ডেল, কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ

গতকাল দুপুরে অর্ধেক বেলাতেই ছুটি দিয়ে দেওয়া হয় পড়ুয়াদের । কারণ স্কুলের মাঠে বসবে ভোজের আসর । বিয়েবাড়ির অনুষ্ঠান উপলক্ষেই এই ভোজের আয়োজন । তাই সকাল থেকেই স্কুলের মাঠে প্যান্ডেল করে চলছে রান্না । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার ব্যবসায়ী পীযূষকান্তি মণ্ডলের মেয়ের বিয়ে । প্রভাবশালী, তাই কেউ আর প্রতিবাদ করেনি ।

অনুষ্ঠানের জন্য কি স্কুল কর্তৃপক্ষের অনুমতি নিয়েছিলেন ? জানতে চাওয়া হয়েছিল ৷ কিন্তু সদুত্তর দিতে পারেননি পীযূষবাবু বা স্কুলের কোনও শিক্ষক-শিক্ষিকা । প্রাথমিকভাবে তাঁদের সাফাই, স্থানীয় পঞ্চায়েত সদস্যের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে । যদিও পঞ্চায়েত সদস্য এবং স্কুল কর্তৃপক্ষ পরস্পরের উপর দোষ চাপাচ্ছেন ।

প্রধান শিক্ষিকা কল্যাণী বন্দ্যোপাধ্যায় বলেন, "তিনি (পীযূষবাবু) পঞ্চায়েতের কাছ থেকে স্কুলে বিয়েবাড়ির জন্য অনুমতি নিয়েছেন । তাই আর আমরা বাধা দিইনি । বিয়েবাড়ির জন্য মাইকও বাজানো হয়নি । তাছাড়া, আমাদের সবার BDO অফিসে কাজ ছিল । তাই, আধবেলা স্কুল করিয়ে, ছুটি দিয়ে দিয়েছি।"

অন্যদিকে, পঞ্চায়েত সদস্য তথা গ্রাম শিক্ষা কমিটির সভাপতি বীণা বিশ্বাস বলেন, "আমাকে বলা হয়েছে, স্কুল কর্তৃপক্ষ অনুমতি দিয়েছে । তাই, আমিও সম্মতি জানিয়েছি।" এ বিষয়ে পীযুষবাবুর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন , "আমি মৌখিকভাবে স্কুল ও পঞ্চায়েত সদস্যকে জানিয়েছি । আসলে কিছু লোক হিংসা থেকে এই বিষয়টি নিয়ে অযথা বিতর্ক করছেন ।"

উল্লেক্ষ্য, গতকাল সকালে ঠিক একই ধরণের ঘটনা ঘটেছে কলকাতার খিদিরপুর এলাকায় । স্কুলের মাঠ দখল করে বিয়ের অনুষ্ঠান আয়োজনের অভিযোগ ওঠে স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে । অভিযোগ করেন , খিদিরপুরের আর্য পরিষদ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কৃষ্ণা শান্তা ৷

Intro:স্কুল ছুটি করে চলছে বিয়ের অনুষ্ঠান, বন্ধ পঠনপাঠন

গাইঘাটাঃ বিয়েবাড়ির খাওয়া-দাওয়ার অনুষ্ঠানের জন্য স্কুলের মাঠজুড়ে প্যান্ডেল করে চলছে রান্না। আর সে কারণে আধবেলা ক্লাস করে ছুটি দিয়ে দেওয়া হয়েছে স্কুল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর বড়া কৃষ্ণনগর সহদেব স্মৃতি শিশুশিক্ষা নিকেতনে।

এদিন দুপুরে স্কুলে গিয়ে দেখা গেল আধবেলা স্কুল করেই ছুটি দিয়ে দেওয়া হয়েছে। স্কুলের মাঠজুড়ে করা হয়েছে বিয়েবাড়ির প্যান্ডেল। সেখানে চলছে অতিথিদের জন্য হরেকরকম রান্না। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার প্রভাবশালী ব্যবসায়ী পীযূষকান্তি মণ্ডলের মেয়ের বিয়ে। মোড়ল গোছের মানুষ। তাই কে আর বাদ সাধে। বিয়েবাড়ির অনুষ্ঠানের জন্য প্যান্ডেল করা হয়েছে স্কুলের মাঠেই। আর সেই কারণেই নমো নমো করে আধবেলা স্কুল করেই ছুটি দিয়ে দেওয়া হয়েছে কচিকাঁচাদের। অনুষ্ঠানের জন্য স্কুল কর্তৃপক্ষের কোনও অনুমতি নেওয়া হয়েছিল কি না, তা জানতে চাওয়া হলে পীযূষবাবু বা স্কুলের কোনও শিক্ষক-শিক্ষিকা সদুত্তর দিতে পারেননি। প্রাথমিকভাবে তাঁদের সাফাই, স্থানীয় পঞ্চায়েত সদস্যের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে। যদিও পঞ্চায়েত সদস্য ও স্কুল কর্তৃপক্ষ পরস্পরের উপর দোষ চাপাচ্ছেন। প্রধান শিক্ষিকা কল্যাণী বন্দ্যোপাধ্যায় বলেন, 'ওনারা পঞ্চায়েতের কাছ থেকে স্কুলে বিয়েবাড়ি করার জন্য অনুমতি নিয়েছেন। তাই আর আমরা বাধা দিইনি। বিয়ে বাড়ির জন্য মাইক বাজানোও হয়নি। তা ছাড়া আমাদের সকলের বিডিও অফিসে কাজ রয়েছে। তাই, আমরা আধবেলা স্কুল করে ছুটি দিয়ে দিয়েছি।' আবার পঞ্চায়েত সদস্য তথা গ্রাম শিক্ষা কমিটির সভাপতি বীণা বিশ্বাস বলেন, 'আমাকে বলা হয়েছে, স্কুল কর্তৃপক্ষ অনুমতি দিয়েছে। তাই, আমিও সম্মতি জানিয়েছি।' আর স্কুলবন্ধ করে যার মেয়ের বিয়ের প্যান্ডেল সেই পীযুষবাবু রোয়াবে বলছেন, 'আমি মৌখিকভাবে স্কুল ও পঞ্চায়েত সদস্যকে জানিয়েছি। আসলে কিছু লোক হিংসা থেকে বিষয়টা নিয়ে অযথা বিতর্ক করছেন।'Body:স্কুল ছুটি করে চলছে বিয়ের অনুষ্ঠান, বন্ধ পঠনপাঠন

গাইঘাটাঃ বিয়েবাড়ির খাওয়া-দাওয়ার অনুষ্ঠানের জন্য স্কুলের মাঠজুড়ে প্যান্ডেল করে চলছে রান্না। আর সে কারণে আধবেলা ক্লাস করে ছুটি দিয়ে দেওয়া হয়েছে স্কুল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর বড়া কৃষ্ণনগর সহদেব স্মৃতি শিশুশিক্ষা নিকেতনে।

এদিন দুপুরে স্কুলে গিয়ে দেখা গেল আধবেলা স্কুল করেই ছুটি দিয়ে দেওয়া হয়েছে। স্কুলের মাঠজুড়ে করা হয়েছে বিয়েবাড়ির প্যান্ডেল। সেখানে চলছে অতিথিদের জন্য হরেকরকম রান্না। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার প্রভাবশালী ব্যবসায়ী পীযূষকান্তি মণ্ডলের মেয়ের বিয়ে। মোড়ল গোছের মানুষ। তাই কে আর বাদ সাধে। বিয়েবাড়ির অনুষ্ঠানের জন্য প্যান্ডেল করা হয়েছে স্কুলের মাঠেই। আর সেই কারণেই নমো নমো করে আধবেলা স্কুল করেই ছুটি দিয়ে দেওয়া হয়েছে কচিকাঁচাদের। অনুষ্ঠানের জন্য স্কুল কর্তৃপক্ষের কোনও অনুমতি নেওয়া হয়েছিল কি না, তা জানতে চাওয়া হলে পীযূষবাবু বা স্কুলের কোনও শিক্ষক-শিক্ষিকা সদুত্তর দিতে পারেননি। প্রাথমিকভাবে তাঁদের সাফাই, স্থানীয় পঞ্চায়েত সদস্যের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে। যদিও পঞ্চায়েত সদস্য ও স্কুল কর্তৃপক্ষ পরস্পরের উপর দোষ চাপাচ্ছেন। প্রধান শিক্ষিকা কল্যাণী বন্দ্যোপাধ্যায় বলেন, 'ওনারা পঞ্চায়েতের কাছ থেকে স্কুলে বিয়েবাড়ি করার জন্য অনুমতি নিয়েছেন। তাই আর আমরা বাধা দিইনি। বিয়ে বাড়ির জন্য মাইক বাজানোও হয়নি। তা ছাড়া আমাদের সকলের বিডিও অফিসে কাজ রয়েছে। তাই, আমরা আধবেলা স্কুল করে ছুটি দিয়ে দিয়েছি।' আবার পঞ্চায়েত সদস্য তথা গ্রাম শিক্ষা কমিটির সভাপতি বীণা বিশ্বাস বলেন, 'আমাকে বলা হয়েছে, স্কুল কর্তৃপক্ষ অনুমতি দিয়েছে। তাই, আমিও সম্মতি জানিয়েছি।' আর স্কুলবন্ধ করে যার মেয়ের বিয়ের প্যান্ডেল সেই পীযুষবাবু রোয়াবে বলছেন, 'আমি মৌখিকভাবে স্কুল ও পঞ্চায়েত সদস্যকে জানিয়েছি। আসলে কিছু লোক হিংসা থেকে বিষয়টা নিয়ে অযথা বিতর্ক করছেন।'Conclusion:স্কুল ছুটি করে চলছে বিয়ের অনুষ্ঠান, বন্ধ পঠনপাঠন

গাইঘাটাঃ বিয়েবাড়ির খাওয়া-দাওয়ার অনুষ্ঠানের জন্য স্কুলের মাঠজুড়ে প্যান্ডেল করে চলছে রান্না। আর সে কারণে আধবেলা ক্লাস করে ছুটি দিয়ে দেওয়া হয়েছে স্কুল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর বড়া কৃষ্ণনগর সহদেব স্মৃতি শিশুশিক্ষা নিকেতনে।

এদিন দুপুরে স্কুলে গিয়ে দেখা গেল আধবেলা স্কুল করেই ছুটি দিয়ে দেওয়া হয়েছে। স্কুলের মাঠজুড়ে করা হয়েছে বিয়েবাড়ির প্যান্ডেল। সেখানে চলছে অতিথিদের জন্য হরেকরকম রান্না। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার প্রভাবশালী ব্যবসায়ী পীযূষকান্তি মণ্ডলের মেয়ের বিয়ে। মোড়ল গোছের মানুষ। তাই কে আর বাদ সাধে। বিয়েবাড়ির অনুষ্ঠানের জন্য প্যান্ডেল করা হয়েছে স্কুলের মাঠেই। আর সেই কারণেই নমো নমো করে আধবেলা স্কুল করেই ছুটি দিয়ে দেওয়া হয়েছে কচিকাঁচাদের। অনুষ্ঠানের জন্য স্কুল কর্তৃপক্ষের কোনও অনুমতি নেওয়া হয়েছিল কি না, তা জানতে চাওয়া হলে পীযূষবাবু বা স্কুলের কোনও শিক্ষক-শিক্ষিকা সদুত্তর দিতে পারেননি। প্রাথমিকভাবে তাঁদের সাফাই, স্থানীয় পঞ্চায়েত সদস্যের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে। যদিও পঞ্চায়েত সদস্য ও স্কুল কর্তৃপক্ষ পরস্পরের উপর দোষ চাপাচ্ছেন। প্রধান শিক্ষিকা কল্যাণী বন্দ্যোপাধ্যায় বলেন, 'ওনারা পঞ্চায়েতের কাছ থেকে স্কুলে বিয়েবাড়ি করার জন্য অনুমতি নিয়েছেন। তাই আর আমরা বাধা দিইনি। বিয়ে বাড়ির জন্য মাইক বাজানোও হয়নি। তা ছাড়া আমাদের সকলের বিডিও অফিসে কাজ রয়েছে। তাই, আমরা আধবেলা স্কুল করে ছুটি দিয়ে দিয়েছি।' আবার পঞ্চায়েত সদস্য তথা গ্রাম শিক্ষা কমিটির সভাপতি বীণা বিশ্বাস বলেন, 'আমাকে বলা হয়েছে, স্কুল কর্তৃপক্ষ অনুমতি দিয়েছে। তাই, আমিও সম্মতি জানিয়েছি।' আর স্কুলবন্ধ করে যার মেয়ের বিয়ের প্যান্ডেল সেই পীযুষবাবু রোয়াবে বলছেন, 'আমি মৌখিকভাবে স্কুল ও পঞ্চায়েত সদস্যকে জানিয়েছি। আসলে কিছু লোক হিংসা থেকে বিষয়টা নিয়ে অযথা বিতর্ক করছেন।'
Last Updated : Jan 23, 2020, 3:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.