বসিরহাট, 5 জুন : আয়লা, বুলবুল, আমফান । এবারে যশ । একের পর এক ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত সুন্দরবন । বাঁধ ভেঙে গ্রামে নোনা জল ঢুকে ঘরবাড়ি, কৃষিজমি হারিয়ে সর্বশান্ত মানুষ ৷ রেহাই পায়নি প্রকৃতিও ৷ যশের তাণ্ডবে ক্ষতি হয়েছে ম্যানগ্রোভ অরণ্যেরও ৷ এই পরিস্থিতিতে বিশ্ব পরিবেশ দিবেস ঘুরে দাঁড়ানোর শপথ নিলেন বসিরহাটের একদল যুবক-যুবতী ৷ ইছামতির তীর বরাবর ম্যানগ্রোভের চারা রোপণ করলেন তাঁরা ৷
এবারের ঘূর্ণিঝড় যশ আর ভরা কোটালের প্রবল জলোচ্ছাসে বসিরহাট মহকুমার প্রায় সবকটি ব্লকের কাঁচা নদীবাঁধ ভেঙে গিয়েছে । প্লাবিত বহু গ্রাম । প্রশাসন সূত্রে জানা গিয়েছে, 130 কিলোমিটার কাঁচা নদীবাঁধের মধ্যে 45 কিলোমিটার বাঁধের ব্যাপক ক্ষতি হয়েছে ৷ এমন পরিস্থিতিতে বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবনের বাঁধ রক্ষায় ম্যানগ্রোভ রোপণ শুরু করলেন বসিরহাটের একদল যুবক-যুবতী ৷ শনিবার ইছামতির তীর বরাবর 500টি ম্যানগ্রোভ চারা রোপণ করলেন তাঁরা ৷ প্যাট নেটওয়ার্ক ও বিজয়নী সংগঠনের ব্যানারে আগামী দু‘মাস চলবে বৃক্ষরোপণের আরও কর্মসূচি ৷
আরও পড়ুন: আমফানে ধ্বংস হয়ে গিয়েছে ম্যানগ্রোভ, যশের আতঙ্ক সুন্দরবনজুড়ে
কর্মসূচির অন্যতম সদস্য রত্না মণ্ডল বললেন, "সুন্দরবনে একের পর এক ঘূর্ণিঝড়ে যেমন মানুষের ক্ষতি হয়েছে, তেমনই ক্ষতি হয়েছে গাছের । অন্যদিকে করোনায় অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে ৷ এই অবস্থায় বিশ্ব পরিবেশ দিবসে ম্যানগ্রোভ চারা রোপণ করলাম আমরা । আগামীদিনেও এই কাজ চলবে ৷"
বিকাশ দাস বলেন, "বিশ্ব পরিবেশ দিবসে সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন, সুস্থ সমাজ গড়ে তুলতে বেশি করে বৃক্ষরোপণ করুন । যাতে পরিবেশের ভারসাম্য বজায় থাকে ৷"