অশোকনগর, 27 সেপ্টেম্বর : গৃহবধূর সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল গ্রামেরই এক যুবকের ৷ রবিবার দুজনকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলে গৃহবধূর বাড়ির লোকজন ৷ তারপরই দুজনকে গাছে বেঁধে চলল মারধর ৷ সেই ভিডিয়ো ভাইরাল হতেই উঠেছে নিন্দার ঝড় ৷ ঘটনাস্থল উত্তর 24 পরগনার আশোকনগর থানার ভুরকুণ্ডা পঞ্চায়েতের দৌলতপুর ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দৌলতপুরের বাসিন্দা ওই যুবকের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল গ্রামেরই এক গৃহবধূর ৷ কিছুদিন আগে তারা পালিয়েও গিয়েছিল । এরপর তাদের ফিরিয়ে এনে মিটমাট করে দেওয়া হয় । অভিযোগ, তারপরও দু'জনের মধ্যে সম্পর্ক ছিল ৷ মহিলার বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে দু'জনের একান্তে মেলামেশা করত । শনিবার রাতেও নাকি ওই যুবক গৃহবধূর ঘরে যায় ৷ এরপর বাড়ির অন্য মহিলারা তাদের আপত্তিকর অবস্থায় ধরে ফেলে ।
খবর পেয়ে জড়ো হয় স্থানীয়রা ৷ দু'জনকে পাড়ার দোকানের সামনে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয় । মারধরের ভিডিয়ো এলাকায় ভাইরাল হয়েছে । খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে অশোকনগর থানার পুলিশ । প্রহৃত যুবকের বাবা বলেন, "ছেলের সঙ্গে ওই গৃহবধূর সম্পর্ক ছিল শুনেছি । কিছুদিন আগে ওরা দু'জন পালিয়েও গিয়েছিল । কয়েকদিন পর আবার ফিরে আসে । গতকাল বাড়ি এসে শুনি ছেলে ওই গৃহবধূর ঘরে ঢুকলে তাকে ধরে মারধর করেছে স্থানীয়রা । ছেলে অন্যায় করলে তার শাস্তি হোক ।"
আরও পড়ুন : Extramarital affair : পরকীয়ার অভিযোগে দেওর ও বৌদিকে খুটিতে বেঁধে মারধর
এ বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা বিপ্লব পাল বলেন, "ওদের দু'জনের মধ্যে দীর্ঘদিনের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে । গতকাল আপত্তিকর অবস্থায় তাদের দু'জনকে স্থানীয়রা দেখতে পায় । ক্ষিপ্ত এলাকাবাসী তাদের ধরে অল্পবিস্তর মারধরও করেছে । দু'জনের জন্য এলাকার সুস্থ পরিবেশ নষ্ট হচ্ছে । দু'জনেরই উপযুক্ত শাস্তির দাবি করছেন গ্রামবাসীরা ।"