ETV Bharat / state

মমতাকেই নজরবন্দী করা উচিত : অর্জুন সিং - 2019

"যত গদ্দার বলবে, তত লোক কমবে । মমতা ব্যানার্জিকে ভোটের সময় নজরবন্দী করে রাখা উচিত । উনি প্রভাবিত করছেন ।" বললেন অর্জুন সিং ।

অর্জুন সিং
author img

By

Published : May 3, 2019, 2:10 AM IST

Updated : May 3, 2019, 2:19 AM IST

ব্যারাকপুর, ৩ মে : নির্বাচন কমিশনে BJP প্রার্থী অর্জুন সিংকে নজরবন্দী করার কথা বলেছিল তৃণমূল কংগ্রেস । তার পালটা খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কেই নজরবন্দী করার দাবি জানালেন অর্জুন সিং ।

নির্বাচনের আগে ব্যারাকপুর কেন্দ্রের বিভিন্ন এলাকায় রাজনৈতিক হিংসা ছড়িয়ে পড়েছে । তাতে আতঙ্কিত ভোটাররা । বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগের আঙুল উঠেছে BJP-র দিকে । অর্জুন সিংয়ের নামে বিভিন্ন থানায় কয়েকটি মামলা রুজু হয়েছে । অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনেও । তবে পালটা অভিযোগ করেছে BJP-ও ।

আগামী ৬ মে শান্তিপূর্ণভাবে নির্বাচনের লক্ষ্যে অর্জুন সিংকে নজরবন্দী করার দাবি তুলেছে তৃণমূল । এই প্রসঙ্গে অর্জুন বলেন, "সবার আগে নির্বাচন কমিশনের উচিত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যাকে নজরবন্দী করা । উনি প্রত্যেকটি নির্বাচনে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

গতকাল ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদীর সমর্থনে জগদ্দলের জিলাপি মাঠে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে দলত্যাগী অর্জুন সিং ও মুকুল রায়কে গদ্দার বলে আক্রমণ করেন । এর জবাবে অর্জুন বলেন, "ওদের জনসভায় লোক হয়নি । সব মিলিয়ে হাজার তিনেক হবে । এমন দুরবস্থা জীবনে দেখিনি । হেলিকপ্টার দেখতেও লোক আসেনি । আরও গদ্দার বলবে, আরও লোক হবে না ।"

ব্যারাকপুর, ৩ মে : নির্বাচন কমিশনে BJP প্রার্থী অর্জুন সিংকে নজরবন্দী করার কথা বলেছিল তৃণমূল কংগ্রেস । তার পালটা খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কেই নজরবন্দী করার দাবি জানালেন অর্জুন সিং ।

নির্বাচনের আগে ব্যারাকপুর কেন্দ্রের বিভিন্ন এলাকায় রাজনৈতিক হিংসা ছড়িয়ে পড়েছে । তাতে আতঙ্কিত ভোটাররা । বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগের আঙুল উঠেছে BJP-র দিকে । অর্জুন সিংয়ের নামে বিভিন্ন থানায় কয়েকটি মামলা রুজু হয়েছে । অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনেও । তবে পালটা অভিযোগ করেছে BJP-ও ।

আগামী ৬ মে শান্তিপূর্ণভাবে নির্বাচনের লক্ষ্যে অর্জুন সিংকে নজরবন্দী করার দাবি তুলেছে তৃণমূল । এই প্রসঙ্গে অর্জুন বলেন, "সবার আগে নির্বাচন কমিশনের উচিত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যাকে নজরবন্দী করা । উনি প্রত্যেকটি নির্বাচনে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

গতকাল ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদীর সমর্থনে জগদ্দলের জিলাপি মাঠে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে দলত্যাগী অর্জুন সিং ও মুকুল রায়কে গদ্দার বলে আক্রমণ করেন । এর জবাবে অর্জুন বলেন, "ওদের জনসভায় লোক হয়নি । সব মিলিয়ে হাজার তিনেক হবে । এমন দুরবস্থা জীবনে দেখিনি । হেলিকপ্টার দেখতেও লোক আসেনি । আরও গদ্দার বলবে, আরও লোক হবে না ।"

sample description
Last Updated : May 3, 2019, 2:19 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.