ETV Bharat / state

জ্যোতিপ্রিয়র ডানা ছাঁটলেন মমতা , উত্তর 24 পরগনার পাঁচ লোকসভার দায়িত্বে 5 - mamata decesion

উত্তর 24 পরগনার তৃণমূল জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের ডানা ছাঁটলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

জ্যোতিপ্রয় মল্লিক- ফাইল ছবি
author img

By

Published : Jun 21, 2019, 5:47 PM IST

Updated : Jun 21, 2019, 9:15 PM IST

কলকাতা, 21 জুন : লোকসভা নির্বাচনে খারাপ ফল ও ভোট পরবর্তী অপ্রীতিকর ঘটনার জন্য জ্যোতিপ্রিয় মল্লিকের ডানা ছাঁটলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । উত্তর 24 পরগনা জেলার পাঁচটি লোকসভার দায়িত্ব পাঁচজনের মধ্যে ভাগ করে দিলেন দলনেত্রী ।

আজ কলকাতায় তৃণমূল ভবনে একটি বৈঠকের পরই উত্তর 24 পরগনা জেলার দায়িত্ব ভাগ করার সিদ্ধান্ত নেন তৃণমূল নেত্রী । জেলা সভাপতির পদে জ্যোতিপ্রিয় মল্লিক থাকলেও উত্তর 24 পরগনার পাঁচটি লোকসভার দায়িত্ব দেওয়া হয় পাঁচজনকে । পরিষদীয়মন্ত্রী তাপস রায়কে দমদমের কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে । মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষকে বারাসতের দায়িত্ব দেওয়া হয়েছে । বিধায়ক শীলভদ্র দত্ত অসুস্থ থাকায় তাঁর বদলে ব্যারাকপুরের দায়িত্ব পেলেন বিধানসভায় সরকারের মুখ্য সচেতক নির্মল ঘোষ । তাঁকে সাহায্য করার জন্য শীলভদ্র দত্ত ও কাজল সিনহাকে নির্দেশ দিয়েছেন দলনেত্রী । পাশাপাশি বনগাঁ কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূল নেতা গোবিন্দ দাসকে । তাঁকে সাহায্য করার জন্য শংকর দত্ত, গোপাল শেঠ ও নারায়ণ গোস্বামীকে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । বসিরহাট কেন্দ্রের দায়িত্ব সুজিত বসুকে দেওয়া হয়েছে । তাঁকে সহযোগিতা করবেন কৃষ্ণগোপাল বন্দ্যোপাধ্যায় । এবার থেকে একতরফা কোনও সিদ্ধান্ত নিতে পারবেন না জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক ।

আরও পড়ুন : মমতা বলেছিলেন জুটমিল বন্ধ করে দেব, ওখানেই বোমাবাজি হয়েছে : অর্জুন

সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে উত্তর 24 পরগনায় দুটি লোকসভা হাতছাড়া হয়েছে তৃণমূলের। সে কারণেই সংগঠন সামাল দিতে ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পাঁচজনের মধ্যে দায়িত্ব বণ্টন করা হল । সূত্রের খবর, জ্যোতিপ্রিয় মল্লিকের BJP-তে যোগদান আটকাতেই মুখ্যমন্ত্রী তাঁকে সভাপতি পদে রাখলেন বলে মনে করছেন তৃণমূলের অন্য বিধায়করা। লোকসভা নির্বাচনে উত্তর 24 পরগনায় খারাপ ফলের জন্য উদ্বিগ্ন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব । সূত্রের খবর, স্বয়ং মুখ্যমন্ত্রী এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ঘনিষ্ঠমহলে। গত সপ্তাহেই দলনেত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে জেলার বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত সংঘর্ষের কারণ জানতে চেয়েছিলেন । খাদ্যমন্ত্রীর জবাবে সন্তুষ্ট হননি তৃণমূল সুপ্রিমো । তারপর থেকেই শুরু হয় জ্যোতিপ্রয়র ডানা ছাঁটার কাজ ।

কলকাতা, 21 জুন : লোকসভা নির্বাচনে খারাপ ফল ও ভোট পরবর্তী অপ্রীতিকর ঘটনার জন্য জ্যোতিপ্রিয় মল্লিকের ডানা ছাঁটলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । উত্তর 24 পরগনা জেলার পাঁচটি লোকসভার দায়িত্ব পাঁচজনের মধ্যে ভাগ করে দিলেন দলনেত্রী ।

আজ কলকাতায় তৃণমূল ভবনে একটি বৈঠকের পরই উত্তর 24 পরগনা জেলার দায়িত্ব ভাগ করার সিদ্ধান্ত নেন তৃণমূল নেত্রী । জেলা সভাপতির পদে জ্যোতিপ্রিয় মল্লিক থাকলেও উত্তর 24 পরগনার পাঁচটি লোকসভার দায়িত্ব দেওয়া হয় পাঁচজনকে । পরিষদীয়মন্ত্রী তাপস রায়কে দমদমের কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে । মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষকে বারাসতের দায়িত্ব দেওয়া হয়েছে । বিধায়ক শীলভদ্র দত্ত অসুস্থ থাকায় তাঁর বদলে ব্যারাকপুরের দায়িত্ব পেলেন বিধানসভায় সরকারের মুখ্য সচেতক নির্মল ঘোষ । তাঁকে সাহায্য করার জন্য শীলভদ্র দত্ত ও কাজল সিনহাকে নির্দেশ দিয়েছেন দলনেত্রী । পাশাপাশি বনগাঁ কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূল নেতা গোবিন্দ দাসকে । তাঁকে সাহায্য করার জন্য শংকর দত্ত, গোপাল শেঠ ও নারায়ণ গোস্বামীকে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । বসিরহাট কেন্দ্রের দায়িত্ব সুজিত বসুকে দেওয়া হয়েছে । তাঁকে সহযোগিতা করবেন কৃষ্ণগোপাল বন্দ্যোপাধ্যায় । এবার থেকে একতরফা কোনও সিদ্ধান্ত নিতে পারবেন না জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক ।

আরও পড়ুন : মমতা বলেছিলেন জুটমিল বন্ধ করে দেব, ওখানেই বোমাবাজি হয়েছে : অর্জুন

সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে উত্তর 24 পরগনায় দুটি লোকসভা হাতছাড়া হয়েছে তৃণমূলের। সে কারণেই সংগঠন সামাল দিতে ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পাঁচজনের মধ্যে দায়িত্ব বণ্টন করা হল । সূত্রের খবর, জ্যোতিপ্রিয় মল্লিকের BJP-তে যোগদান আটকাতেই মুখ্যমন্ত্রী তাঁকে সভাপতি পদে রাখলেন বলে মনে করছেন তৃণমূলের অন্য বিধায়করা। লোকসভা নির্বাচনে উত্তর 24 পরগনায় খারাপ ফলের জন্য উদ্বিগ্ন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব । সূত্রের খবর, স্বয়ং মুখ্যমন্ত্রী এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ঘনিষ্ঠমহলে। গত সপ্তাহেই দলনেত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে জেলার বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত সংঘর্ষের কারণ জানতে চেয়েছিলেন । খাদ্যমন্ত্রীর জবাবে সন্তুষ্ট হননি তৃণমূল সুপ্রিমো । তারপর থেকেই শুরু হয় জ্যোতিপ্রয়র ডানা ছাঁটার কাজ ।

Intro:

কলকাতা, ১১ মে : উত্তর কলকাতা কেন্দ্র থেকে অমিত শাহ ভোটে লড়বেন বলে বেশ কয়েকমাস আগে খবরের শিরোনাম হয়েছিল। আজ বউ বাজারে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচার সভা করতে এসে সেই প্রসঙ্গ তুলে ধরে নরেন্দ্র মোদি-অমিত শাহকে কার্যত একহাত নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ জানালেন, 'জমানত জব্দ হওয়ার ভয়ে উত্তর কলকাতা কেন্দ্র থেকে ভোটে লড়তে চাননি মোদি-অমিত শাহরা। আবার এক হেরোকে (রাহুল সিনহা) লড়তে পাঠিয়েছেন তারা ।


Body:
লোকসভা নির্বাচনের বহু আগে থেকেই বাংলাকে টারগেট করে এগোচ্ছে বিজেপি। যার ফলে বেশ আগে ভাগে তৈরি হয় ভোট রণকৌশল। উত্তর কলকাতার প্রার্থী হিসেবে সে সময় বাতাসে ভাসতে থাকে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর নাম। যা রীতিমতো চমক তৈরি করেছিল রাজনৈতিক মহলে। কিন্তু ভোট ঘোষণার পরে বিজেপির চূড়ান্ত প্রার্থী তালিকায় দেখা যায় গতবারের পরাজিত রাহুল সিনহা আবারও প্রার্থী হয়েছেন। আজ বউ বাজারের ব‍্যঙ্ক অফ ইন্ডিয়া মোড়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচার সভায় যোগ দিয়ে অমিত শাহর প্রার্থী হ‍ওয়ার প্রসঙ্গ উসকে তুলে সরব হলেন অভিষেক । তিনি জানালেন, মোদি-অমিত শাহরা কেউ উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হওয়ার সাহস দেখাননি। তারা বুঝতে পেরেছেন প্রার্থী হলে জমানত জব্দ হবে। সে কারণে এক হেরোকে আবার বুঝিয়ে সুঝিয়ে ভোটে লড়তে পাঠিয়েছেন। উত্তর কলকাতা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাহুল সিনহার উদ্দেশ্যে কটাক্ষের সুরে অভিষেক বলেন, যার কাউন্সিলর ভোটে লড়ার যোগ্যতা নেই, সে আবার লোকসভা নির্বাচনের লড়াই করতে নেমেছে ।
আজ উত্তর কলকাতা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দোপাধ্যায়ের সমর্থনে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ প্রচার সভায় যোগ দিয়েছিলেন শশী পাজা, স্মিতা বক্সি সহ তৃণমূলের সর্বস্তরের নেতা-কর্মীরা।


Conclusion:
Last Updated : Jun 21, 2019, 9:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.