কলকাতা, 21 জুন : লোকসভা নির্বাচনে খারাপ ফল ও ভোট পরবর্তী অপ্রীতিকর ঘটনার জন্য জ্যোতিপ্রিয় মল্লিকের ডানা ছাঁটলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । উত্তর 24 পরগনা জেলার পাঁচটি লোকসভার দায়িত্ব পাঁচজনের মধ্যে ভাগ করে দিলেন দলনেত্রী ।
আজ কলকাতায় তৃণমূল ভবনে একটি বৈঠকের পরই উত্তর 24 পরগনা জেলার দায়িত্ব ভাগ করার সিদ্ধান্ত নেন তৃণমূল নেত্রী । জেলা সভাপতির পদে জ্যোতিপ্রিয় মল্লিক থাকলেও উত্তর 24 পরগনার পাঁচটি লোকসভার দায়িত্ব দেওয়া হয় পাঁচজনকে । পরিষদীয়মন্ত্রী তাপস রায়কে দমদমের কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে । মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষকে বারাসতের দায়িত্ব দেওয়া হয়েছে । বিধায়ক শীলভদ্র দত্ত অসুস্থ থাকায় তাঁর বদলে ব্যারাকপুরের দায়িত্ব পেলেন বিধানসভায় সরকারের মুখ্য সচেতক নির্মল ঘোষ । তাঁকে সাহায্য করার জন্য শীলভদ্র দত্ত ও কাজল সিনহাকে নির্দেশ দিয়েছেন দলনেত্রী । পাশাপাশি বনগাঁ কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূল নেতা গোবিন্দ দাসকে । তাঁকে সাহায্য করার জন্য শংকর দত্ত, গোপাল শেঠ ও নারায়ণ গোস্বামীকে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । বসিরহাট কেন্দ্রের দায়িত্ব সুজিত বসুকে দেওয়া হয়েছে । তাঁকে সহযোগিতা করবেন কৃষ্ণগোপাল বন্দ্যোপাধ্যায় । এবার থেকে একতরফা কোনও সিদ্ধান্ত নিতে পারবেন না জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক ।
আরও পড়ুন : মমতা বলেছিলেন জুটমিল বন্ধ করে দেব, ওখানেই বোমাবাজি হয়েছে : অর্জুন
সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে উত্তর 24 পরগনায় দুটি লোকসভা হাতছাড়া হয়েছে তৃণমূলের। সে কারণেই সংগঠন সামাল দিতে ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পাঁচজনের মধ্যে দায়িত্ব বণ্টন করা হল । সূত্রের খবর, জ্যোতিপ্রিয় মল্লিকের BJP-তে যোগদান আটকাতেই মুখ্যমন্ত্রী তাঁকে সভাপতি পদে রাখলেন বলে মনে করছেন তৃণমূলের অন্য বিধায়করা। লোকসভা নির্বাচনে উত্তর 24 পরগনায় খারাপ ফলের জন্য উদ্বিগ্ন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব । সূত্রের খবর, স্বয়ং মুখ্যমন্ত্রী এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ঘনিষ্ঠমহলে। গত সপ্তাহেই দলনেত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে জেলার বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত সংঘর্ষের কারণ জানতে চেয়েছিলেন । খাদ্যমন্ত্রীর জবাবে সন্তুষ্ট হননি তৃণমূল সুপ্রিমো । তারপর থেকেই শুরু হয় জ্যোতিপ্রয়র ডানা ছাঁটার কাজ ।