ETV Bharat / state

খাবারের দাবিতে রাস্তায় গড়াগড়ি, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ হাসনাবাদে - টায়ার জ্বালিয়ে পথ অবরোধ হাসনাবাদে

খাবারের দাবিতে আজ হাসনাবাদের মুড়াগাছা গ্রামের বাসিন্দারা পথে নামেন । টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ । মহিলাদের কেউ কেউ থালা নিয়ে রাস্তায় গড়াগড়ি দেন ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 15, 2020, 6:53 PM IST

হাসনাবাদ, 15 এপ্রিল : লকডাউনের জেরে রোজগার বন্ধ । ফলে সমস্য়ায় পড়েছেন দিন আনা দিন খাওয়া মানুষেরা । এই পরিস্থিতিতে খাবারের দাবিতে পথে নামলেন উত্তর 24 পরগনার হাসনাবাদের মুড়াগাছা গ্রামের বাসিন্দারা । টায়ার জ্বালিয়ে অবরোধ করেন তাঁরা । কেউ কেউ আবার থালা নিয়ে রাস্তায় গড়াগড়ি দিতে শুরু করেন । এরপরই গ্রামে ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করে জেলা প্রশাসন।

লকডাউনের জেরে ইতিমধ্যেই মুড়াগাছা গ্রামের অনেকে কাজ হারিয়েছেন। রেশন সামগ্রী মিললেও তা যথেষ্ট নয় বলে জানিয়েছেন তাঁরা । ফলে একাধিক পরিবার কার্যত অনাহারেই দিন কাটাচ্ছে । আজ এলাকার শতাধিক বাসিন্দা হাসনাবাদ-মালঞ্চ রোডে থালা হাতে বসে পড়েন। গ্রামের মহিলারাও সামিল হন বিক্ষোভে । টায়ার জ্বালিয়ে, রাস্তায় বাঁশের ব‍্যারিকেড করে চলে অবরোধ। শুধু থালা হাতে বসে পড়াই নয়, কেউ কেউ আবার রাস্তায় গড়াগড়িও দেন । তাঁদের দাবি, ঘরে খাবার নেই। অনাহারে দিন কাটছে । তাই অবিলম্বে খাবার চাই।

ঘণ্টাখানেক আন্দোলন চলার পর ঘটনাস্থানে পৌঁছান উত্তর 24 পরগণা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ‍্যক্ষ ফিরোজ কামাল গাজি। বিক্ষোভকারীদের খাবারের ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি । এরপরই ওই গ্রামের বাসিন্দাদের জন্য চাল, ডাল, শিশুদের জন‍্য দুধ ও বিস্কুট পৌঁছে দেওয়া হয়।

হাসনাবাদ, 15 এপ্রিল : লকডাউনের জেরে রোজগার বন্ধ । ফলে সমস্য়ায় পড়েছেন দিন আনা দিন খাওয়া মানুষেরা । এই পরিস্থিতিতে খাবারের দাবিতে পথে নামলেন উত্তর 24 পরগনার হাসনাবাদের মুড়াগাছা গ্রামের বাসিন্দারা । টায়ার জ্বালিয়ে অবরোধ করেন তাঁরা । কেউ কেউ আবার থালা নিয়ে রাস্তায় গড়াগড়ি দিতে শুরু করেন । এরপরই গ্রামে ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করে জেলা প্রশাসন।

লকডাউনের জেরে ইতিমধ্যেই মুড়াগাছা গ্রামের অনেকে কাজ হারিয়েছেন। রেশন সামগ্রী মিললেও তা যথেষ্ট নয় বলে জানিয়েছেন তাঁরা । ফলে একাধিক পরিবার কার্যত অনাহারেই দিন কাটাচ্ছে । আজ এলাকার শতাধিক বাসিন্দা হাসনাবাদ-মালঞ্চ রোডে থালা হাতে বসে পড়েন। গ্রামের মহিলারাও সামিল হন বিক্ষোভে । টায়ার জ্বালিয়ে, রাস্তায় বাঁশের ব‍্যারিকেড করে চলে অবরোধ। শুধু থালা হাতে বসে পড়াই নয়, কেউ কেউ আবার রাস্তায় গড়াগড়িও দেন । তাঁদের দাবি, ঘরে খাবার নেই। অনাহারে দিন কাটছে । তাই অবিলম্বে খাবার চাই।

ঘণ্টাখানেক আন্দোলন চলার পর ঘটনাস্থানে পৌঁছান উত্তর 24 পরগণা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ‍্যক্ষ ফিরোজ কামাল গাজি। বিক্ষোভকারীদের খাবারের ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি । এরপরই ওই গ্রামের বাসিন্দাদের জন্য চাল, ডাল, শিশুদের জন‍্য দুধ ও বিস্কুট পৌঁছে দেওয়া হয়।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.