বনগাঁ, 16 জুন : উত্তম-শর্মিলার 'অমানুষ' ছবির সেই দৃশ্যটার কথা মনে পড়ে ? পুলিশ ইন্সপেক্টর ভুবনবাবু (অনিল চট্টোপাধ্যায়)-র বদলির খবরে শুধু চোখে জল আসেনি মধু (উত্তমকুমার)-র । গ্রামের সাধারণ মানুষ মনেপ্রাণে চেয়েছিলেন যেন অন্য কোথাও চলে না যান ভুবনবাবু । সিনেমার সেই ছবিই যেন উঠে এল উত্তর 24 পরগনার বনগাঁয় ।
সম্প্রতি বদলি দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে বদলি করা হয়েছে বনগাঁ থানার IC সতীনাথ চট্টরাজকে । এরপর থেকে এই নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা । গতকাল বাটার মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বনগাঁর স্থানীয় বাসিন্দারা । এবিষয়ে বনগাঁর পুলিশ সুপারের কাছে ডেপুটেশনও জমা দেন তাঁরা । প্রতিবাদ জানিয়ে যশোর রোড় ও মতিগঞ্জ মোড়ের উপর টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ শুরু করেন । অবশেষে পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থানে যান স্বয়ং IC সতীনাথ। অবরোধ তোলার জন্য স্থানীয়দের হাতজোড় করে অনুরোধ করেন । তার পর ওঠে অবরোধ ।
এ প্রসঙ্গে বনগাঁর স্থানীয় বাসিন্দা তাপস দাস বলেন, "আমরা গত 3 বছর ধরে সতীর্থবাবুর জন্য বনগাঁতে শান্তিপূর্ণভাবে ব্যবসা করছি । উনি বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন । আমাদের বিভিন্ন ধরণের পরিষেবা দিয়েছেন । ব্যক্তিগতভাবে তিনি মানুষকে সহযোগিতা করেছেন । বনগাঁয় তিনি যে পরিষেবা দিয়েছেন সেটা আমাদের কাছে একটি ইতিহাস।
"